Homeচাকরির খবরSSC: বিতর্কিত নাম থাকায় উচ্চ প্রাথমিকের ১৪০৫২ শিক্ষকের মেধা তালিকায় ফের জটিলতা

SSC: বিতর্কিত নাম থাকায় উচ্চ প্রাথমিকের ১৪০৫২ শিক্ষকের মেধা তালিকায় ফের জটিলতা

উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে ফের জট তৈরি হচ্ছে। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের মেধা তালিকায় ফের জটিলতা তৈরি হচ্ছে। এর জেরে ১৪০৫২ জনের মেধা তালিকা কবে প্রকাশ হবে, তা নিয়েই সংশয় দেখা দিয়েছে

WBSSC শিক্ষক নিয়োগ: উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে ফের জট তৈরি হচ্ছে। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের মেধা তালিকায় ফের জটিলতা তৈরি হচ্ছে। এর জেরে ১৪০৫২ জনের মেধা তালিকা কবে প্রকাশ হবে, তা নিয়েই সংশয় দেখা দিয়েছে। এই নিয়ে ফের জটিলতা তৈরি হওয়ায় আশহত চাকরি প্রার্থীরা।

এর আগে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ গত ২৮ অগস্ট স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিল, চার সপ্তাহের মধ্যে উচ্চ প্রাথমিকের ১৪০৫২ জন প্রার্থীর মেধা তালিকা প্রকাশ করতে হবে। পরবর্তী চার সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, পুজোর আগেই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

SSC সূত্রে খবর পাওয়া যাচ্ছে, ১৪০৫২ জনের মধ্যে এমন কিছু প্রার্থী আছেন, যাঁদের শংসাপত্রে গরমিল রয়েছে। আবার, কিছু প্রার্থীর নম্বরে গরমিল রয়েছে। এমনকি, প্রশিক্ষণহীন প্রার্থীও রয়েছেন কয়েক জন। এই প্রার্থীদের নিয়ে মেধাতালিকা প্রকাশ হলে সমস্যা বাড়তে পারে বলে মনে করছে কমিশন।

এরই মধ্যে কলকাতা হাইকোর্টের মেধা তালিকা প্রকাশ সংক্রান্ত ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে এক দল চাকরিপ্রার্থী সুপ্রিম কোর্টে গিয়েছেন।  তাঁদের দাবি মেধাতালিকায় অনিয়ম আছে।

এই বিষয়ে স্কুল শিক্ষা দফতরের এক কর্তা জানান, তাঁরা নিজে থেকে সুপ্রিম কোর্টে যাবেন না। এই ১৪০৫২ জনের মেধা তালিকা প্রকাশ করার আগে আইনি পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে বলেই তাঁরা মনে করেন। তাই এখনই তালিকা প্রকাশ না করে আইনি পরামর্শ নিয়ে তার পরে পদক্ষেপ করার কথা ভাবছে স্কুল সার্ভিস কমিশন।

পড়ুন:  Head Teacher: প্রধান শিক্ষক পদে নিয়োগ নিয়ে নোটিশ দেওয়া হল, জেনেনিন বিস্তারিত

নিয়োগ নিয়ে বার বার তীরে এসে তরী ডোবার অবস্থা তৈরি হচ্ছে বলে মনে করছেন হবু শিক্ষকরা। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন, ‘‘ডিভিশন বেঞ্চের নির্দেশে ১৪০৫২ জন প্রার্থীর মেধা তলিকা প্রকাশ নিয়ে সংশয় থাকার কথা নয়। যে সব প্রার্থীর শিক্ষাগত যোগ্যতায় গরমিল ছিল, তাঁদের তথ্য কমিশন শুনানি-পর্বে জমা করেছিল। তাই ডিভিশন বেঞ্চ তালিকায় ১৪০৫২ জনকে রাখার কথা বললেও কমিশন যদি বিতর্কিত প্রার্থীদের না রাখে, তা হলে সমস্যা হওয়ার কথা নয়। কমিশন শুধু শুধু দেরি করছে। আমরা বৃহস্পতিবার এসএসসি দফতরে বিক্ষোভ দেখাব।’’

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments