SSC শিক্ষক নিয়োগ: অপেক্ষায় আছেন ১৬৩৭ জন, পঞ্চম দফার কাউন্সেলিংয়ের নোটিশ এসএসসির

1079
এসএসসি SSC শিক্ষক

SSC শিক্ষক নিয়োগ: উচ্চ প্রাথমিকে ফের কাউন্সেলিং করানোর নোটিশ দিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। উচ্চ প্রাথমিকে পঞ্চম দফার কাউন্সেলিং হবে ৮ এপ্রিল। এই মর্মে নোটিশ দেওয়া হল। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এক বিজ্ঞপ্তিতে বুধবার জানিয়েছেন, ওইদিন সকাল ১০টা থেকে কাউন্সেলিং শুরু হবে। এই সংক্রান্ত শূন্যপদের তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হবে। সেইমতো ২৮ মার্চ সংশ্লিষ্ট প্রার্থীদের ইনটিমেশন লেটারও কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে। 

তৃতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ের পর চতুর্থ পর্যায়ের কাউন্সেলিংও চাকরি প্রার্থীদের এক বড় অংশই অনুপস্থিত ছিলেন। এই অবস্থায় পঞ্চম দফার কাউন্সেলিংয়ের নোটিশ দিল এসএসসি। ২৮.০৩.২০২৫ তারিখে মেরিট লিস্ট আপলোড হবে। ২৬ মার্চে শূন্যপদ আপলোড করা হবে। পঞ্চম দফার কাউন্সেলিং হবে ৮ এপ্রিল। 

জানা যাচ্ছে, মোট ১৫৩ জন প্রার্থীকে ডাকা হবে। স্কুলে যোগ দেননি, কাউন্সিলিংয়ে অনুপস্থিত এবং শিক্ষক পদে যোগ দিতে অস্বীকার করায় তৈরি হওয়া শূন্যপদে ফের কাউন্সেলিংয়ের জন্য ডেকেছে এসএসসি। 

পড়ুন:  School Holiday 2025 West Bengal: ২০২৫-এ স্কুলের ছুটির তালিকা প্রকাশ, গরমের ও দুর্গাপুজোর ভ্যাকেশন কতদিন?

তবে এখনও ১৬৩৭ জন প্রার্থী চাকরি পাননি। এই প্রার্থীরা ওয়েটিং তালিকায় আছেন। ৮ এপ্রিল ১৫৩ জন প্রার্থীকে ডাকা হয়েছে। যদিও চাকরি প্রার্থীরা দাবি করছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, ২০১৬ সালে বিজ্ঞাপিত ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদের মধ্যে মেধাতালিকায় থাকা ১৪ হাজার ৫২ জনকে নিয়োগ করতে হবে।