নিউজ ডেস্ক: এবার প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন আসতে চলেছে। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার প্রাইমারিতেও সেমিস্টার পদ্ধতি চালু হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে এই নয়া পদ্ধতি চালু করা নিয়ে প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন শিক্ষক সংগঠন। যদিও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন প্রাথমিকে সেমিস্টার চালু হবে না।
প্রাইমারি স্তরেও সেমিস্টার ব্যবস্থা চালু করা নিয়ে পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদের। অর্থাৎ, এবার থেকে প্রাথমিকে একই ক্লাসে দু’বার করে পরীক্ষা নেওয়া হবে। এই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, ২০২৫ শিক্ষাবর্ষ থেকেই এই নতুন পদ্ধতি চালু হবে।
আসলে সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতার কথা মাথায় রেখেই সেমিস্টার সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। গৌতমবাবু জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন।
বলা হয়েছে, জুন মাসে প্রথম পরীক্ষা হবে। এরপর জুলাই থেকে নতুন সেমিস্টার। ডিসেম্বরে আবার পরীক্ষা। এরপর আবার জুন পর্যন্ত আরও এক সেমিস্টার। এভাবেই কলেজ-বিশ্ববিদ্যালয়ের মতো পরীক্ষার কাঠামো হবে প্রাথমিক স্কুলে। এমনটাই জানিয়েছেন পর্ষদ সভাপতি।
এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “পুরোপুরি অবৈজ্ঞানিক, ভিত্তিহীন এবং পরিকল্পনা বহির্ভূতভাবে প্রাথমিকে সেমেস্টার পদ্ধতি ঘোষণা করা হয়েছিল। যা নিয়ে শিক্ষা মহল থেকে তীব্র প্রতিবাদ ধ্বনিত হয়েছিল। আমরাও প্রতিবাদ জানিয়েছিলাম। এর মধ্য দিয়ে প্রাথমিকের যেটুকু শিক্ষা ব্যবস্থা আছে সেটাও সংকটের মুখে পড়তো। ভবিষ্যতে প্রাথমিকে সেমেস্টার প্রথা নয়, এই শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হলে শ্রেণি অনুযায়ী শিক্ষক, প্রতিটি বিদ্যালয়ে শিক্ষাকর্মী, কম্পিউটার, আকর্ষণীয় সিলেবাস, উন্নত পরিকাঠামো ও শিক্ষা পদ্ধতি গড়ে তুলতে পারলে তবেই সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচবে।”