শিক্ষক নিয়োগ: রাজ্যের এই সরকারি পোষিত বাংলা মাধ্যম স্কুলে স্থায়ী পদে নিয়োগ চলছে, কোন বিষয়?

741
শিক্ষক নিয়োগ

শিক্ষক নিয়োগ: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। রাজ্যের একটি সরকারি পোষিত বাংলা মাধ্যম মাইনোরিটি স্কুলে স্থায়ী পদে শিক্ষিকা করা হবে। কারমেল হাই স্কুল ফর গার্লস, কেওরাপুকুর শিক্ষিকা নিয়োগ করবে। 

বিজ্ঞান গ্রুপ-I পদের (বিএসসি পাস/অনার্স) জন্য মহিলা প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে থাকতে হবে B.Ed. সহ বিএসসি ডিগ্রি। বয়স, 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় আছে। রোপা 2019 অনুযায়ী বেতন দেওয়া হবে।

বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে 15 দিনের মধ্যে বিদ্যালয়ের ঠিকানায় শিক্ষাগত যোগ্যতার স্বপ্রত্যায়িত প্রতিলিপি সহ স্পিড পোস্টের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। 

ঠিকানা

Carmel High School for Girls, Keorapukur, 40 Krishna Nagar, RO. RCThakurani, PS-Harideypur, 24 pgs (South) Kolkata-700104. 

পড়ুন:  WBSSC: সুপ্রিম নির্দেশে চাকরি হারানোর পরেই ইতিহাসের 'দিদিমণি'র কাণ্ডে গভীর উৎকণ্ঠায় পরিবার