প্রাথমিকে প্রশ্নপত্র তৈরি করবে পর্ষদ, মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডেও একই দাবি উঠল

832
প্রাথমিক শিক্ষক নিয়োগের গৌতম পাল

নিউজ ডেস্ক: এবারে প্রাথমিক স্কুলের সামেটিভ পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এখন স্কুল স্তরে পরীক্ষাকে তিনটি সামেটিভে ভাগ করা হয়েছে। প্রাথমিক স্কুলে প্রথম সামেটিভ হবে এপ্রিল মাসের শেষে। দ্বিতীয় সামেটিভ হওয়ার কথা অগস্ট মাস নাগাদ। তৃতীয় সামেটিভ হবে ডিসেম্বর মাসে। এই পরীক্ষাগুলোর প্রশ্নপত্র তৈরি করবে পর্ষদ। শুধু তাই নয়, অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি করবে পর্ষদ। 

পড়ুন:  কষ্টে আছি, তাই ১০০ গ্রাম মদ খেয়ে স্কুলে এসেছি! হাতেনাতে ধরা পড়তেই  একি বললেন প্রধান শিক্ষক 

এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, ‘‘স্কুলগুলি নিজেরা প্রশ্ন করলে অনেক সময় প্রশ্নের মান নিয়ে প্রশ্ন ওঠে। পর্ষদ রাজ্যের সব স্কুলের জন্য প্রশ্ন করলে একটা নির্দিষ্ট মান থাকবে। সমস্ত পড়ুয়ার পড়াশোনার মান কেমন, তাদের অগ্রগতি কেমন হচ্ছে তাও পর্ষদ জানবে। তাই দ্বিতীয় ও তৃতীয় সামেটিভে পর্ষদ থেকে প্রশ্নপত্র করার পরিকল্পনা করেছি। এই প্রথম প্রাথমিক স্কুল স্তরের পরীক্ষায় পর্ষদ নিজে প্রশ্নপত্র তৈরি করছে।”

গৌতমবাবু আরও বলেন, ‘‘প্রশ্ন স্কুলে-স্কুলে পৌঁছনোর দায়িত্ব আমাদের। সামেটিভ কবে হবে একটা রুটিনও থাকবে। তবে প্রশ্নের দু’টি সেট করা হবে। কোনও এলাকায় যদি স্থানীয় কারণে স্কুল ছুটি থাকে তাহলে দ্বিতীয় সেটের প্রশ্নপত্রে পরীক্ষা দেবে ওই পড়ুয়ারা।’’

পড়ুন:  হল বেতন বৃদ্ধি! উপকৃত হবেন প্রায় ৪০ হাজার শিক্ষক ও শিক্ষিকা, ফেব্রুয়ারি থেকেই কার্যকর

এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সামেটিভ মূল্যায়নের জন্য প্রশ্নপত্র তৈরি হবে বলে জানানো হয়েছে। তাহলে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে তা হবে না কেন? পর্ষদ এবং মাদ্রাসার ক্ষেত্রেও একইভাবে প্রশ্নপত্র তৈরি করা হোক। এর ফলে সারা রাজ্য জুড়ে সম মূল্যায়ন সম্ভব হবে। পর্ষদ এবং মাদ্রাসা এই দায়িত্ব নিক।”