SSC: চিন্তা করছিলেন স্ত্রী, সুপ্রিম কোর্টের রায়ের আগে ঘুমের ওষুধ খাওয়ালেন শিক্ষক

8253
এসএসসি SSC শিক্ষক

নিউজ ডেস্ক: দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, ২০১৬ সালের এসএসসি’তে (SSC Recruitment Case Verdict) নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে। এর ফলে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী। এই ভাবে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। গোটা দেশেই এই চাকরি বাতিলের রায় নিয়ে আলোচনা চলছে। চিন্তা করছিলেন স্ত্রী, তাই SSC-র সুপ্রিম কোর্টের রায়ের আগে ঘুমের ওষুধ খাইয়েছিলেন এক শিক্ষক। 

রায় খারাপ হতে পারে ভেবে দুশ্চিন্তা করছিলেন শিক্ষকের স্ত্রী। তাই বৃহস্পতিবার স্কুলে যাওয়ার আগে স্ত্রীকে দু’টি ঘুমের ট্যাবলেট খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আসেন এক শিক্ষক। স্কুলে এসেও নজর ছিল সুপ্রিম কোর্টের রায়ের দিকে। রায় শুনেই মাথা ধরে বসে পড়েন নামপ্রকাশে ওই শিক্ষক। শালবনির মৌপাল স্কুলের ওই শিক্ষক, ২০১০ সালে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা দিয়ে নবম-দশম শ্রেণির শিক্ষক হিসেবে পুরুলিয়া জেলার একটি স্কুলে চাকরি পেয়েছিলেন। পরে ২০১৬ সালে এসএসসি-র শিক্ষক নিয়োগের পরীক্ষা দিয়ে পিজি স্কেলে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক হিসেবে যোগ দেন পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের মৌপাল স্কুলে। 

চাকরিহারা ওই শিক্ষক বলেন, ‘প্লিজ় নামধাম লিখবেন না। আদালতের রায়ে পুরোনো স্কুলে হয়তো আমি চাকরি পেয়ে যাব, কিন্তু সামাজিক সম্মান কি ফিরে পাব?’

পড়ুন:  SSC: টাকা ও সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়নি, তবে কেন শাস্তির মুখে পড়তে হবে শিক্ষকদের? উঠে এল বিরাট প্রশ্ন

তিনি আরও বলেন, ‘আমার স্ত্রীও উচ্চশিক্ষিত। নিয়োগ না হওয়ায় চাকরি না পেয়ে হতাশ। ওর দুশ্চিন্তা, এর পর যদি আমার চাকরিও যায়, তা হলে সংসার চলবে কী ভাবে? প্রচণ্ড চিন্তা করছিল বলেই ওকে গতকাল রাতে দুটো ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে এসেছি।’ তিনি বলেন, ‘৬ বছরের একটা ছেলে আছে আমাদের। তাকে এখানে স্কুলে ভর্তি করেছি। আবার অন্যত্র যাওয়া, সেখানে গিয়ে সেট্্‌ল হওয়া! কী মানসিক যন্ত্রণা তা বোঝাতে পারব না। যোগ্য, অযোগ্য সকলের চাকরি গেল। কিন্তু যাঁরা এই ঘটনা ঘটালেন তাঁদের কী হবে? তাঁরা কি শাস্তি পাবেন?’