নিউজ ডেস্ক: সরকারি আওতায় নিয়ে আসা এবং ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি সুনিশ্চিত করার দাবিতে এবার পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকল আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকাগণ একসাথে একদিনে পুরুলিয়া জেলা সহ সমস্ত জেলায় ডিআই অফিসে ডেপুটেশন দিতে চলেছেন। এইসব আংশিক সময়ের শিক্ষকদের বিদ্যালয় ম্যানেজিং কমিটি নিয়োগ করে থাকেন এবং বিদ্যালয়ের ফান্ড থেকে তাদের মাসিক দুই হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।
তারা বিভিন্ন জেলায় নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি সকলকে স্মারকলিপি দিয়েছেন। এছাড়াও নবান্ন, কালীঘাট, বিকাশ ভবন, বিদ্যাসাগর ভবন সমস্ত জায়গায় বারবার আবেদন করা হয়েছে তথাপি কোন সূরাহা না হওয়ায় আগামী 20 মে মঙ্গলবার সমস্ত জেলায় ডিআই অফিসে একসাথে ডেপুটেশন দেওয়া হবে।
পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সমীর কুমার দেওঘরিয়া জানিয়েছেন এতেও যদি কোন সূরাহা না হয় তাহলে আগামী দিনে কলকাতার রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।