কলকাতা, ১০ জুন ২০২৫: প্রকাশিত হয়েছে WBCS গ্রূপ A পরীক্ষার চূড়ান্ত ফল। WBCS পরীক্ষায় সফল হয়ে মুর্শিদাবাদের মুখ উজ্জ্বল করলেন সুতির তেনাউড়ি গ্রামের সোহেল আল মামুন। এ যেন এক স্বপ্নের উড়ান! বাবা, মা না থাকলেও মামার বাড়িতে থেকেই পড়াশুনা। জীবন সংগ্রাম করে বহু কষ্টে পড়াশুনা করেই ডব্লুবিসিএস গ্রুপ এ পরীক্ষায় সাফল্য এসেছে। আর্থিক অনটনের সাথেই বড় হয়েছেন সোহেল আল মামুন।
পিএসসির WBCS গ্রুপ A ফল ঘোষণা:
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে জারি করা A-51-P.S.C.(A) নম্বরের বিজ্ঞপ্তিতে (০৫ জুন, ২০২৫) নামসহ মোট ১৫৩ জন প্রার্থীর নিয়োগের সুপারিশ করা হয়েছে। সংখ্যালঘু যুবক ডব্লুবিসিএস পরীক্ষায় সাফল্য পেয়ে চাকরি পেলেন। মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত তেনাউড়ি গ্রামের বাসিন্দা বছর ত্রিশের সোহেল আল মামুন এমন অসাধ্য সাধন করে দেখালেন। জীবন সংগ্রামের মধ্যে দিয়ে এহেন সাফল্যে খুশি সবাই।
দারিদ্র্যতাকে জয় করে এসেছে সাফল্য:
পরিবার সূত্রে জানা গিয়েছে, অত্যন্ত পিছিয়ে পড়া এলাকা মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত তেনাউড়ি গ্রামের মৃত বরজাহান সেখ এবং মা মৃত সানাওয়ারি বিবির তিন সন্তানের ছোট সন্তান সোহেল আল মামুন। সোহেলের যখন ছ’মাস বয়স, তখনই মা মারা যান৷ এক রত্তি মামুন কে বুকে আগলে রাখেন দিদা রূপবান বেওয়া। তাঁর কাছে পালিত হন সোহেল আল মামুন। ছ’বছরের মামুনের ঠাঁই হয় পাশের গ্রামে মামার বাড়িতে। বাবার শ্বাসকষ্টে ভুগতেন। বছর চারেক আগে বাবার ও আকস্মিক মৃত্যু হয়। পরিবারে দারিদ্র্য নেমে আসে। অদম্য জেদ আর অধ্যবসার কাছে হার মেনেছে দারিদ্র্য।
প্রেক্ষাপট:
পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) ইত্যাদি পরীক্ষা, ২০২২ (WBCS Gr ‘A’ services – Advt. No.02/2022)-এর মাধ্যমে বিভিন্ন গ্রুপ ‘এ’ পরিষেবায় চাকরির সুপারিশ করে থাকে। WBCS পরীক্ষার মাধ্যমে রাজ্যে মর্যাদাপূর্ণ গ্রুপ ‘এ’ ক্যাডার নিয়োগ হয়।
বছর ৩০এর সোহেল আল মামুন এবছর ডব্লুবিসিএস পরীক্ষায় রাজ্যের মধ্যে ১৩৫তম স্থান অধিকার করেছেন। তাঁর এই সাফল্যে দারুন খুশি তাঁর পরিবার। রাজ্য প্রশাসনে তাঁর নতুন ভূমিকায় সাফল্য ও দায়িত্বশীলতা কামনা করছেন সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা।