টেটের প্রশ্নভুল: গুরুত্বপুর্ণ নির্দেশ হাইকোর্টের, পর্ষদ যা জানাল

প্রাথমিক টেটের প্রশ্নভুল মামলা

1554
প্রাথমিক শিক্ষক নিয়োগ

টেটের প্রশ্নভুল, কলকাতা হাইকোর্ট: প্রাথমিক টেটের প্রশ্নভুল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। এবার ২০১৭ এবং ২০২২-এর টেটে ভুল প্রশ্ন মামলায় যাচাইয়ের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রতিনিধিদের নিয়ে গঠিত বিশেষ কমিটিকে আগামী ৮ সপ্তাহের মধ্যে কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু এই নির্দেশ দিয়েছেন।

পড়ুন:  Big News: শিক্ষক নিয়োগ মামলায় প্রবল ক্ষুব্ধ বিচারপতি, ৩ অফিসারকে জেলে ভরার হুঁশিয়ারি!

সোমবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান, কমিটির কাজের খরচ যৌথভাবে বহন করবে পর্ষদ ও রাজ্য। মামলাকারীদের অভিযোগ, পর্ষদের ভুলের জন্য চাকরিপ্রার্থীদের খেসারত দিতে হচ্ছে

প্রসঙ্গত উল্লেখ্য, প্রাথমিক টেট ২০১৭ ও ২০২২-এর প্রশ্নপত্রে ভুল প্রশ্নের সাপেক্ষে মামলা দায়ের করা হয় হাইকোর্টে। চাকরি প্রার্থীদের হয়ে মামলা লড়ছেন আইনজীবী ফিরদৌস শামিম।

পড়ুন:  UGC NET Notification 2024: ইউজিসি নেট আবেদন প্রক্রিয়া শুরু, কী পরিবর্তন হয়েছে, পরীক্ষা কবে হবে, পড়ুন গুরুত্বপূর্ণ

ভুল প্রশ্নের জন্য আবেদনকারীদের পর্যাপ্ত নম্বর দেওয়ার ও টেট উত্তীর্ণ হিসেবে গণ্য করার দাবিতে কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী ফিরদৌস শামিম। তিনি জানান, টেট ২০১৭- তে ২৩টি ও টেট ২০২২-এ ২৪টি ভুল প্রশ্ন ছিল। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি বিশ্বজিৎ বসু।