Homeকলকাতা'আন্দোলন করতেই পারেন, তবে স্কুল চলাকালীন নয়', মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

‘আন্দোলন করতেই পারেন, তবে স্কুল চলাকালীন নয়’, মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু: আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে মিছিলের কারণে হাওড়া জেলার তিনটি স্কুলকে শোকজ নোটিস পাঠিয়েছে শিক্ষা দফতর। এবার প্রতিবাদ মিছিল নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বললেন, স্কুলের তরফে আন্দোলন করতেই পারেন, কিন্তু স্কুল চলাকালীন নয়।

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ”স্কুলের তরফ থেকে আন্দোলন করতেই পারেন, কোনও অসুবিধে নেই। কিন্তু স্কুল চলাকালীন না করলেই হল।”

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে ব্রাত্য বসুর জবাব, ”আমাদের দিক থেকে যা করার আমরা সব কাজ এগিয়ে নিয়ে গেছি। এবার পুরোটাই নির্ভর করছে বিচারকের ওপর। রাজ্যপাল প্রেরিত বিভিন্ন বিশ্ববিদ্যালয় যারা বসে আছেন কেয়ারটেকার, আমি তাদেরকে বলব আপনারা ক্যাম্পাসে ক্যাম্পাসে CCTV লাগানোর জন্য উদ্যোগ নিন। র‌্যাগিং থেকে বেরিয়ে আসতে হবে।”

পড়ুন:  'কলকাতার ডাক্তার ছাত্রীকে গণধর্ষণ করা হয়নি, কিন্তু...': আদালত যা বলেছে সিবিআই, বিপদ আরও বাড়ছে সন্দীপের

প্রসঙ্গত, আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে মিছিলের কারণে হাওড়া জেলার তিনটি স্কুলকে শোকজ নোটিস পাঠিয়েছে শিক্ষা দফতর। এই নিয়ে সমালোচনা মুখর হয় শিক্ষকের একাংশ। যদিও শিক্ষামন্ত্রী এদিন জানিয়ে দেন, ”আন্দোলন করতেই পারেন, কোনও অসুবিধে নেই। কিন্তু স্কুল চলাকালীন না করলেই হল।”

পড়ুন:  পশ্চিমবঙ্গ: তবে কি ২০২৫ সালে মিলতে চলেছে সুখবর! বড় খবর সামনে এল

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments