Homeদক্ষিণবঙ্গশোকজ় করা হল ৩২ শিক্ষককে! সশরীরে এসে কারণ দর্শাতে নিদের্শ, ঘটনা ঘিরে...

শোকজ় করা হল ৩২ শিক্ষককে! সশরীরে এসে কারণ দর্শাতে নিদের্শ, ঘটনা ঘিরে চাঞ্চল্য

৩২ জন শিক্ষককে শোকজ করা হল। কেউ ভাতঘুমে, কারও চোখ মোবাইলে, ফলে শোকজ় করা হল ৩২ শিক্ষককে।  গত ২০ সেপ্টেম্বর রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার সমস্ত জেলার বিদ্যালয় পরিদর্শকদের চিঠি দিয়ে জানিয়েছিলেন, বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে স্কুলগুলিতে সপ্তাহব্যাপী বিশেষ পরিদর্শন করতে হবে।

নিউজ ডেস্ক: এবার ৩২ জন শিক্ষককে শোকজ করা হল। কেউ ভাতঘুমে, কারও চোখ মোবাইলে, ফলে শোকজ় করা হল ৩২ শিক্ষককে।  গত ২০ সেপ্টেম্বর রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার সমস্ত জেলার বিদ্যালয় পরিদর্শকদের চিঠি দিয়ে জানিয়েছিলেন, বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে স্কুলগুলিতে সপ্তাহব্যাপী বিশেষ পরিদর্শন করতে হবে।

আচমকা স্কুল পরিদর্শনে ঝাড়গ্রাম জেলার প্রাথমিক শিক্ষা দপ্তরের কর্তারা। সেখানে একাধিক ঘটনার সাক্ষী হয়েছেন তাঁরা। ইতিমধ্যে ৩২ জন প্রাথমিক শিক্ষককে শো-কজ করেছে ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ।

এই বিষয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক সৌমেনচন্দ্র লাহা বলেন, ‘সপ্তাহব্যাপী বিশেষ পরিদর্শনে গিয়ে শিক্ষক-শিক্ষিকাদের বেশ কিছু ত্রুটি-বিচ্যুতির আমরা প্রমাণ পেয়েছি।’ 

ঝাড়গ্রাম জেলার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক সৌমেনচন্দ্র লাহা এবং ১৮ জন অবর বিদ্যালয় পরিদর্শকরা মিলে ২৩ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করার সময়ে এই ঘটনা সামনে উঠে আসে।

ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতা বলেন, ‘স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের কাজের গাফিলতির জন্য এখনও পর্যন্ত ৩২ জন শিক্ষক-শিক্ষিকাকে শোকজ করা হয়েছে। আজ, সোমবার তাঁদের সশরীরে এসে কারণ দর্শাতে বলা হয়েছে। সন্তোষজনক উত্তর না পাওয়া গেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’

পড়ুন:  শোক সংবাদ: ভয়ংকর দুর্ঘটনায় মৃত্যু হল শিক্ষকের, শোকের ছায়া নেমেছে এলাকায়, কান্নায় ভেঙে পড়েছে ছাত্র-ছাত্রীরা
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments