DA News: রাজ্য সরকারী কর্মীদের জন্য বিরাট সুখবর এসেছে, বড় নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। ৪ সপ্তাহের মধ্যে মেটাতে হবে বকেয়া ডিএ, জানালেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। রাজ্যের কোমর ভেঙে যাবে, আদালতে আপত্তি জানায় রাজ্য। ২০০৯-এর পয়লা জুলাই থেকে বকেয়া মহার্ঘভাতা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া DA-র ২৫ শতাংশ দিতে হবে এখনই, জানিয়েছে সুপ্রিম কোর্ট।
বর্ষীয়ান আইনজীবী বিকাশ ভট্টাচার্য এদিন সুপ্রিম কোর্টে আবেদন করেন, যাতে অন্তত বকেয়া ডিএ নিয়ে কিছু একটা নির্দেশ দেওয়া হয়। এরপরই শীর্ষ আদালত ২৫ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দেয়। বিকাশ ভট্টাচার্য বলেন, “রাজ্য তো আরও বড় ধাক্কা খাচ্ছিল। মামলাটা ডিসমিস করে দিত সুপ্রিম কোর্ট। তারপর রাজ্য আকুতি-মিনতি করল।”
বিকাশ ভট্টাচার্য বলেন, “সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে, আগে বকেয়া টাকা দাও, তারপর কথা বলব। কোনও কথা শুনতে চাননি বিচারপতি।” একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, ৫০ শতাংশ ডিএ দিতে প্রবল আপত্তি জানিয়েছে রাজ্য। বিকাশ ভট্টাচার্য বলেন, “৫০ শতাংশ ডিএ দিতে বলেছিল। তারপর রাজ্য কান্নাকাটি করল। তখন ২৫ শতাংশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
আইজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, ডিএ সংক্রান্ত মামলার সর্বভারতীয় ক্ষেত্রে একটা প্রভাব থাকতে পারে, এ কথা ভেবেই মামলাটি শোনার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের রায়ে কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি বলে জানিয়েছেন ফিরদৌস শামিম।
সুপ্রিম কোর্ট প্রথমে জানিয়েছিল, বকেয়া ডিএ-র ৫০ শতাংশ দিয়ে দিতে হবে রাজ্যকে। বিচারপতি করোলের মন্তব্য, ‘এই মামলায় ট্রাইব্যুনাল কোর্ট, হাই কোর্টের ডিভিশন বেঞ্চ— সব জায়গার রায় আমরা খতিয়ে দেখেছি। সব ক্ষেত্রেই ডিএ-র পক্ষে রায় দেওয়া হয়েছে’। রাজ্যর তরফে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জানান, ৫০ শতাংশ বকেয়া ডিএ দেওয়া এখনই সম্ভব নয়। তা হলে রাজ্য চালানো যাবে না। এরপরই চার সপ্তাহের মধ্যে রাজ্যকে অন্তত ২৫ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
৪ সপ্তাহের মধ্যে মেটাতে হবে বকেয়া ডিএ, জানালেন আইনজীবী বিকাশরঞ্জন। প্রথমে ৫০ শতাংশ বকেয়া মহার্ঘভাতা দেওয়ার নির্দেশ আদালতের। বিপুল টাকা, কোমর ভেঙে যাবে, আদালতে আপত্তি জানায় রাজ্য।
প্রথমে ৫০ শতাংশ বকেয়া মহার্ঘভাতা দিয়ে দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। এটা বিপুল টাকা, রাজ্যের কোমর ভেঙে যাবে, আদালতে আপত্তি জানায় রাজ্য
২০০৯-এর পয়লা জুলাই থেকে বকেয়া মহার্ঘভাতা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ডিএ মামলার শুনানিতে নির্দেশ সুপ্রিম কোর্টের। ২০০৯-এর পয়লা জুলাই থেকে বকেয়া মহার্ঘভাতা পাওয়া যাবে।