ব্রেকিং: কত দিনের মধ্যে, কত মাসের বকেয়া DA পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা? বিস্তারিত জেনেনিন

9155
অষ্টম বেতন কমিশন

DA News: রাজ্য সরকারী কর্মীদের উপর বিরাট সুখবর, বড় নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। ৪ সপ্তাহের মধ্যে মেটাতে হবে বকেয়া ডিএ, জানালেন আইনজীবী বিকাশরঞ্জন। রাজ্যের কোমর ভেঙে যাবে, আদালতে আপত্তি জানায় রাজ্য। ২০০৯-এর পয়লা জুলাই থেকে বকেয়া মহার্ঘভাতা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া DA-র ২৫ শতাংশ দিতে হবে এখনই, জানিয়েছে সুপ্রিম কোর্ট।

৪ সপ্তাহের মধ্যে মেটাতে হবে বকেয়া ডিএ, জানালেন আইনজীবী বিকাশরঞ্জন। প্রথমে ৫০ শতাংশ বকেয়া মহার্ঘভাতা দেওয়ার নির্দেশ আদালতের। বিপুল টাকা, কোমর ভেঙে যাবে, আদালতে আপত্তি জানায় রাজ্য।

সুপ্রিম কোর্টের নির্দেশে চার সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। এই বকেয়া মহার্ঘ ভাতা কবে থেকে গণনা করা হবে? এই বিষয়ে রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, ১ জানুয়ারি ২০১৬ থেকে ডিএ বকেয়া রয়েছে। সেই সময় থেকে বকেয়া হিসাব করতে হবে।

পড়ুন:  বড় খবর: ডিএ নিয়ে এবার বাংলার সরকারি কর্মীদের বড় বার্ত দিতে উদ্যোগী হতে পারেন খোদ মমতা! তবে কি মিলবে বকেয়া?

২০০৯-এর পয়লা জুলাই থেকে বকেয়া মহার্ঘভাতা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ডিএ মামলার শুনানিতে নির্দেশ সুপ্রিম কোর্টের। ২০০৯-এর পয়লা জুলাই থেকে বকেয়া মহার্ঘভাতা পাওয়া যাবে।

রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতা মলয় মুখোপাধ্যায় এদিন সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায় ঘোষণার পর বলেন, “এই ২৫ শতাংশ বকেয়া বড় কথা নয়। সরকারি কর্মচারী ও অন্যান্য আন্ডারটেকিংয়ের কর্মীদের জন্য যে ডিএ-র মান্যতা আদায় করে আনতে পেরেছি এটা বড় জয়। এই বকেয়া ডিএ পঞ্চম বেতন কমিশন (West Bengal 5th Pay Commission) অনুযায়ী দেওয়া হবে। কারণ মামলাটা হয়েছিল পঞ্চম বেতন কমিশনের সময়ে। তখন ষষ্ঠ বেতন কমিশন ( West Bengal 6th Pay Commission) বাস্তবায়িত হয়নি। ষষ্ঠ বেতন কমিশন অনুসারে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে বেতনের ফারাক হল ৩৭ শতাংশ। কেন্দ্র ৫৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেয়। রাজ্য সরকার দিচ্ছে ১৮ শতাংশ”। 

পড়ুন:  DA HIKE: বকেয়া ডিএ মেটানো হবে কিস্তিতে, ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করা হল

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া DA-র ২৫ শতাংশ দিতে হবে এখনই, জানাল সুপ্রিম কোর্ট। বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ দিয়ে দিন, নির্দেশ সুপ্রিম কোর্টের। অগাস্ট মাসে শুনানির দিন ধার্য করছি, প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি।

রাজ্যের তরফে অভিষেক মনু সিংভি জানান এটা কোন সাংবিধানিক অধিকার নয়। সওয়াল জবাব শেষে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। DA মামলার শুনানিতে বড় ধাক্কা রাজ্যের। ৫০ শতাংশ মহার্ঘ ভাতা দিয়ে দেওয়ার নির্দেশ। মামলার ভাগ্যের উপর বাকিটা নির্ভর করবে পর্যবেক্ষণ বিচারপতির। রাজ্যের তরফে তখন যুক্তি দেওয়া হয় এই বিপূল পরিমাণ টাকা দিতে রাজ্যের কোমর ভেঙ্গে যাবে। রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, DA  কোন অধিকার নয়, সাংবিধানিক অধিকার নয়। পাশাপাশি জানানো হয় ৫০ শতাংশ DA এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। এরপরই সুপ্রিম নির্দেশে বলা হয়েছে বকেয়া মহার্য ভাতার ২৫ শতাংশ সরকারি কর্মচারীদের দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি অগাস্টে ধার্য করা হয়েছে। রাজ্য সরকারকে আপাতত ২৫ শতাংশ ডিএ দিতে হবে সাফ জানিয়েছে সুপ্রিম কোর্ট।