Homeপশ্চিমবঙ্গঋণ করে কাজ চালাতে বাধ্য হচ্ছে স্কুলগুলো! অবিলম্বে বিদ্যালয়গুলির কম্পোজিট গ্র‍্যান্ট প্রদান...

ঋণ করে কাজ চালাতে বাধ্য হচ্ছে স্কুলগুলো! অবিলম্বে বিদ্যালয়গুলির কম্পোজিট গ্র‍্যান্ট প্রদান করতে দাবিপত্র পেশ

শিক্ষাবর্ষ শেষ হতে গেল অথচ আজ পর্যন্ত বিদ্যালয় গুলি তাদের প্রাপ্য কম্পোজিট গ্র্যান্ড পেল না! আমরা শিক্ষা দপ্তরের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে বিদ্যালয়গুলির কম্পোজিট গ্রান্ড প্রদান করা হোক।

কম্পোজিট গ্র‍্যান্ট: শিক্ষাবর্ষ শেষ হতে গেল অথচ আজ পর্যন্ত বিদ্যালয় গুলি তাদের প্রাপ্য কম্পোজিট গ্র্যান্ড পেল না! অর্থবর্ষের ৭ মাস অতিবাহিত হওয়ায় অবিলম্বে স্কুলগুলিকে প্রাপ্য কম্পোজিট গ্র‍্যান্ট প্রদানের জন্য বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে পুনরায় স্কুল শিক্ষা কমিশনারকে দাবিপত্র দেওয়া হলো।

এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “শিক্ষাবর্ষ শেষ হতে গেল অথচ আজ পর্যন্ত বিদ্যালয় গুলি তাদের প্রাপ্য কম্পোজিট গ্র্যান্ড পেল না! আমরা শিক্ষা দপ্তরের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে বিদ্যালয়গুলির কম্পোজিট গ্রান্ড প্রদান করা হোক। বহু বিদ্যালয় ঋণ করে কাজ চালাতে বাধ্য হচ্ছেন। কম্পোজিট গ্রান্ট প্রদানের দাবী জানিয়ে শিক্ষা দপ্তরকে চিঠি পাঠানো হয়েছে।”

শিক্ষক সংগঠন, “অল পোস্ট গ্র‍্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” (APGTWA) এর পক্ষ থেকে পুনরায় স্কুল এডুকেশনের কমিশনারকে দাবিপত্র পেশ করে বলা হয়েছে যে, রাজ্যের স্কুলগুলিকে বর্তমান অর্থবর্ষ ২০২৪-২০২৫ এর কম্পোজিট গ্র‍্যান্ট (Composite Grant) বাবদ বরাদ্দ অর্থ এখনও পর্যন্ত দেওয়া হয়নি। বর্তমান অর্থবর্ষের ৭ মাস অতিক্রান্ত হয়ে গেলেও স্কুল পরিচালনার জন্য এই ফান্ডের অর্থ না পেয়ে বেশিরভাগ স্কুল সমস্যায় পড়েছে। বিশেষত:, ছোট ছোট স্কুলগুলি (অধিকাংশ জুনিয়র হাইস্কুল) এই কম্পোজিট ফান্ডের উপর নির্ভর করে থাকে। সুতরাং, অবিলম্বে এই ফান্ড প্রদান করতে হবে। এছাড়াও আরো উল্লেখ্য যে, বর্তমান পরিস্থিতিতে মূল্য বৃদ্ধির কারণে ছাত্র ছাত্রীর সংখ্যা অনুযায়ী নিদিষ্ট Composite Grant এর অর্থ বৃদ্ধি করতে হবে। কয়েকটি বিষয় সহানুভূতির সাথে বিবেচনা করতে অনুরোধ করা হচ্ছে:

(১) বেশীরভাগ স্কুলকে বহু পোস্টে অস্থায়ীভাবে নিযুক্ত কর্মরত পার্টটাইম টিচারদের Salary দেওয়ার জন্য অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। H.S.এ অনেক নতুন Subject সূচনা করার ফলে সেই সমস্ত Subject এ স্কুলকে নতুন Part-time Teacher নিতেই হচ্ছে।ফলে খরচ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

(২) যে সকল স্কুলের ছাত্র ছাত্রী সংখ্যা কম সেই সকল স্কুলগুলির Fund খুবই কম।

পড়ুন:  বড় খবর: ছুটি বৃদ্ধির ঘোষনা করলেন মমতা! পুলিশ, দমকল সহ এই কর্মীদের জন্য বড় ঘোষণা, যা জানালেন মুখ্যমন্ত্রী

(৩) বর্তমানে বহু সংখ্যক স্কুলের Composite Grant ছাড়া অন্য কোন ফান্ড পাওয়ার পরিস্থিতি নেই, এমতাবস্থায়, কম্পোজিট গ্র‍্যান্ট এখনও পর্যন্ত Disbursed না হওয়ায় স্কুলগুলি সমস্যার মধ্যে পড়েছে।

(৪) মূল্যবৃদ্ধির কারণে স্কুলের বিভিন্ন বিষয়ে খরচের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই বছর উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার সিস্টেমে ইলেভেনের MCQ উত্তরপত্র ও প্রশ্নপত্র ছাপার খরচ যুক্ত হয়েছে।

পড়ুন:  তবে কি আরজি কর কাণ্ডের পর কি বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? জেনেনিন নয়া আপডেট

(৫) স্কুল শিক্ষা দপ্তর সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন সময়ে নির্দেশ অনুযায়ী বহুবিধ প্রকল্প ও কর্মসূচী আয়োজনের জন্য Expenditure বাবদ কোনরকম টাকা স্কুল শিক্ষা দপ্তর / রাজ্য সরকার থেকে দেওয়া হচ্ছে না।

APGTWA এর পক্ষ থেকে সেক্রেটারি চন্দন গরাই বলেন, ‘অমরা কম্পোজিট গ্র‍্যান্ট সংক্রান্ত বিষয়গুলি নিয়ে দাবিপত্র পেশ করেছি। সহানুভূতির সাথে বিবেচনা করে পদক্ষেপ গ্রহণ করতে আবেদন করছি।”

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!