Homeপশ্চিমবঙ্গসংকটজনক অবস্থা: স্কুলগুলির কম্পোজিট গ্র‍্যান্টের জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে দাবিপত্র প্রদান

সংকটজনক অবস্থা: স্কুলগুলির কম্পোজিট গ্র‍্যান্টের জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে দাবিপত্র প্রদান

বর্তমান অর্থবর্ষের প্রায় ৯ মাস অতিক্রান্ত হয়ে গেলেও স্কুল পরিচালনার জন্য Composite Grant ফান্ডের অর্থ না পেয়ে বেশিরভাগ স্কুল সমস্যায় পড়েছে। বিশেষত:, ছোট ছোট স্কুলগুলি (অধিকাংশ জুনিয়র হাইস্কুল) এই কম্পোজিট ফান্ডের উপর নির্ভর করে থাকে। সুতরাং, অবিলম্বে এই ফান্ড প্রদান করতে হবে।  

নিউজ ডেস্ক: রাজ্যের Govt. Sposored ও Govt. Aided স্কুলগুলিকে বর্তমান অর্থবর্ষ ২০২৪-২০২৫ এর Govt.of India নির্দিষ্ট West Bengal এর জন্য কম্পোজিট গ্র‍্যান্ট (Composite Grant) বাবদ ফান্ড রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেওয়া হয়নি। এর ফলে শিক্ষাবর্ষের শেষ মাসে রাজ্যের স্কুলগুলির অবস্থা খুবই সংকটজনক ও দুর্বিসহ। বর্তমান অর্থবর্ষের প্রায় ৯ মাস অতিক্রান্ত হয়ে গেলেও স্কুল পরিচালনার জন্য Composite Grant ফান্ডের অর্থ না পেয়ে বেশিরভাগ স্কুল সমস্যায় পড়েছে। বিশেষত:, ছোট ছোট স্কুলগুলি (অধিকাংশ জুনিয়র হাইস্কুল) এই কম্পোজিট ফান্ডের উপর নির্ভর করে থাকে। সুতরাং, অবিলম্বে এই ফান্ড প্রদান করতে হবে।  

এছাড়াও আরো উল্লেখ্য যে, বর্তমান পরিস্থিতিতে মূল্য বৃদ্ধির কারণে ছাত্র ছাত্রীর সংখ্যা অনুযায়ী নিদিষ্ট Composite Grant এর অর্থ বৃদ্ধি করতে হবে। দীর্ঘদিন ধরে এই সমস্যা সমাধানে রাজ্যের হাইস্কুল শিক্ষক সংগঠন “অল পোস্ট গ্র‍্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” এর পক্ষ থেকে দাবিপত্র পাঠানো হলো। বিষয়টি স্কুল শিক্ষা কমিশনার ও প্রজেক্ট ডাইরেক্টরকেও জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে কয়েকটি বিষয়ে তথ্য সহ সমস্যা সমাধান করতে আবেদন করা হয়েছে, 

(১) West Bengal কে গত অর্থবর্ষ : ২০২৩-২০২৪ তে মোট কতগুলো স্কুলের জন্য মোট কতটাকা ফান্ড পাঠানো হয়েছে। শিক্ষার মানোন্নয়নে ও বর্তমান মূল্যবৃদ্ধির পরিস্থিতি বিবেচনা করে অবিলম্বে এই ফান্ড দ্বিগুণ করা হোক।

(২) যে সকল স্কুলের ছাত্র ছাত্রী সংখ্যা কম সেই সকল স্কুলগুলির Fund খুবই কম। 

(৩) বর্তমানে বহু সংখ্যক স্কুলের Composite Grant ছাড়া অন্য কোন ফান্ড পাওয়ার পরিস্থিতি নেই, এমতাবস্থায়, কম্পোজিট গ্র‍্যান্ট এখনও পর্যন্ত Disbursed না হওয়ায় স্কুলগুলি সমস্যার মধ্যে পড়েছে। 

পড়ুন:  ফেরাতে হবে চাকরি, বকেয়া বেতনও মিটিয়ে দিতে হবে! বরখাস্ত শিক্ষিকাকে পুনর্বহালের নির্দেশ দেওয়া হল, জেনেনিন বিস্তারিত

(৪) স্কুল শিক্ষা দপ্তর সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন সময়ে নির্দেশ অনুযায়ী বহুবিধ প্রকল্প ও কর্মসূচী আয়োজনের জন্য Expenditure বাবদ কোনরকম টাকা স্কুল শিক্ষা দপ্তর / রাজ্য সরকার থেকে দেওয়া হচ্ছে না। 

সংগঠন এর সম্পাদক চন্দন গরাই বলেন, শিক্ষা ও স্কুলের স্বার্থে রাজ্য ও কেন্দ্র সরকার বোঝাপড়া করে কম্পোজিট গ্র‍্যান্ট বাবদ ফান্ড বরাদ্দ করা দরকার। আবেদনের প্রাপ্তি স্বীকারের মেল শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে সংগঠনকে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments