Bihar Teacher Recruitment: বিহারের বিভিন্ন জেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়াতে 7279 জন শিক্ষক নিয়োগ করা হবে। এরা সবাই বিশেষ শিক্ষক হবেন, যারা প্রতিবন্ধী শিশুদের পাঠদানে দক্ষ হবেন। প্রাথমিকে (এক থেকে পঞ্চম শ্রেণি) 5534টি এবং মাধ্যমিক বিদ্যালয়ে (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) 1745টি পদে এই বিশেষ শিক্ষকদের নিয়োগ দেওয়া হবে।
বিহার পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হবে। এসব পদে নিয়োগের জন্য শিক্ষা বিভাগের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। বিভাগটি যত তাড়াতাড়ি সম্ভব সাধারণ প্রশাসন বিভাগের মাধ্যমে এই পদগুলিতে নিয়োগের জন্য বিপিএসসিতে রিকুইজিশন পাঠানোর চেষ্টা করছে। এরপর কমিশন বিজ্ঞাপন দেবে। শুধুমাত্র শিক্ষক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই এসব পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।
এ বিষয়ে কর্মকর্তারা বলছেন, মোট নয় ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য তাদের নিয়োগ দেওয়া হবে। যেসব শিশু দেখতে পায় না বা দৃষ্টিশক্তি কম তাদের জন্য আলাদা বিশেষজ্ঞ শিক্ষক থাকবেন। একইভাবে এই শিক্ষকরা বিশেষ চাহিদা সম্পন্ন অন্যান্য শিশুদের পড়াবেন। বর্তমানে বিদ্যালয়ে এ ধরনের শিশুদের পাঠদানের কোনো সুবিধা নেই। এ নিয়ে জেলাগুলোতে বিশেষ ব্যবস্থা রয়েছে, যেখানে শিশুদের শেখানো হয়। তবে এখন স্কুল পর্যায়ে এই ব্যবস্থা করা যেতে পারে।
কোন বিভাগের জন্য কতটি শূন্যপদ?
শিক্ষা অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষকের পদ রয়েছে ৫ হাজার ৫৩৪টি এবং ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির জন্য ১ হাজার ৭৪৫টি।
প্রাথমিক শিক্ষার ডিরেক্টর মিথিলেশ মিশ্র সমস্ত জেলা শিক্ষা অফিসারকে রোস্টার ক্লিয়ারেন্স করার নির্দেশ দিয়েছেন। নির্দেশনা অনুযায়ী সব পদই হবে বেসিক ক্যাটাগরির।
রোস্টার ছাড়পত্র নিয়ে আলোচনা চলছে
৫০ শতাংশ রিজার্ভেশন অনুযায়ী রোস্টার ক্লিয়ারেন্স করতে বলা হয়েছে। বিশেষ শিক্ষকের মোট পদের মধ্যে ৫০ শতাংশ সংরক্ষিত পদ থাকবে মহিলাদের জন্য। এই নিয়োগগুলিতে মহিলাদের ক্যাটাগরি অনুসারে ৫০ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে।