Homeপশ্চিমবঙ্গ৫০ হাজার শূন্য পদে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করতে হবে! নতুন নিয়োগ নিয়ে...

৫০ হাজার শূন্য পদে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করতে হবে! নতুন নিয়োগ নিয়ে যা জানা গেল

সমস্ত শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি করলেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। প্রাথমিক শিক্ষকের ৫০ হাজার শূন্য পদে স্বচ্ছভাবে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি ফের জানালেন চাকরিপ্রার্থীরা।

শিক্ষক নিয়োগের দাবি: সমস্ত শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি করলেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। প্রাথমিক শিক্ষকের ৫০ হাজার শূন্য পদে স্বচ্ছভাবে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি ফের জানালেন চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার বিকাশ ভবনে গিয়ে শিক্ষা দপ্তরের সচিবের সঙ্গে দেখা করে এই দাবি জানিয়েছেন ‘2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ’র পক্ষ থেকে এক প্রতিনিধিদল।

শূন্যপদ অনুমোদন সহ নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিষয়ক নানা প্রশ্নের সদুত্তর পেতে বিকাশ ভবনে ডেপুটেশন দিতে যান ‘২০২২ প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ’র চাকরিপ্রার্থীরা।

এই তিনজনের প্রতিনিধি দলে ছিলেন মোহিত করাতি, বিদেশ গাজি ও পার্থজিৎ বণিক। প্রতিনিধিদল বিকাশ ভবনে প্রধান সচিবের উপস্থিতিতে বৈঠকে বসতে চাইলেও কিন্তু উনি সময় দেননি বলে জানা গেছে। তাঁর নির্দেশে সহকারী সচিব (প্রাথমিক শাখা) চন্দ্ৰনাথ রায়চৌধুরি, প্রতিনিধি দলের সাথে আলোচনা করেন। আলোচনায় শূন্যপদ সংগ্রহের কাজ হলেও সেটি শিক্ষামন্ত্রী ও শিক্ষাদপ্তরের কাছে এখনও অনুমোদনের জন্যে পাঠানো হয়নি বলে জানা যায়।

প্রতিনিধিদলের পক্ষে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, শুধুমাত্র প্রতিশ্রুতি নিয়ে বছরের পর বছর তাঁদের অপেক্ষা করতে হচ্ছে। নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে না। অবিলম্বে ৫০ হাজার শূন্যপদে নিয়োগের দাবি জানাচ্ছেন চাকরি প্রার্থীরা।

এর আগে পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন, “চাকরিপ্রার্থীরা নতুন বিজ্ঞাপ্তির দিনক্ষণ জানতে চান। সেটা এখনই দেওয়া সম্ভব নয়। তবে এক দিকে যেমন সরকারের কাছে শূন্য পদের তালিকা চেয়েছি, তেমনই সুপ্রিম কোর্টে জানিয়েছি, আগের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ বার নতুন নিয়োগের বিজ্ঞপ্তির অনুমতি দেওয়া হোক। সুপ্রিম কোর্ট অনুমতি দিলে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।”

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments