Home Blog Page 106

SSC: এসএসসি ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে, আপডেট জেনেনিন

সুপ্রিম কোর্ট শিক্ষক ২৬ হাজার চাকরি বাতিল

SSC সুপ্রিম কোর্ট: ফের এসএসসি ২৬ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলা পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে।আজ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে SSC-এর প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ছিল। তবে এদিনও মামলাটির শুনানি হল না। মামলাটির শুনানি আরও এক সপ্তাহ পিছিয়ে গেল। সুপ্রিম কোর্টের দেওয়া তথ্য অনুযায়ী এই মামলার পরবর্তী শুনানির তারিখ ১ অক্টোবর (০১-১০-২০১৪)। যদিও এটি কম্পিউটার জেনারেটেড তারিখ। ফলে দিনক্ষণ পরিবর্তনও হতে পারে।

এই মামলাটির উপরেই নির্ভর করছে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ। আজ সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি ছিল। চাকরিহারাদের স্কুলে ফেরানোর রক্ষাকবচ দিয়েছিল শীর্ষ আদালত। CBI-এর তদন্তের অগ্রগতির উপর নির্ভর করছে মামলা।

OMR, হার্ডডিস্ক নিয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারবে CBI? কোন বিষয়ের উপর বিবেচনা করা হবে আগেই জানায় আদালত। আজ মামলার দিকে তাকিয়ে ছিল চাকরিহারাদের পাশাপাশি বঞ্চিত প্রার্থীরাও। তবে ফের মামলাটি পিছিয়ে যাওয়ায় আশাহত সবাই।




২০১৬ সালের ২২ এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। যদিও পরে সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দেয়।

এর আগে বেশ কয়েকবার এই মামলার শুনানি পিছিয়ে গেছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলার শুনানি হওয়ার কথা থাকলেও শুনানির তারিখ পিছিয়ে দেওয়া হয়। প্রধান বিচারপতি জানান, আগামী ২৪ সেপ্টেম্বর এই মামলা তালিকাভুক্ত করা হয়েছে। সে দিন অগ্রাধিকার দিয়ে এসএসসি মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। তবে এদিনও শুনানি হলনা।




প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালের ২২ এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। ওই রায়কে চ্যালেঞ্জ করে ৪৮ ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। 

এই বিষয়ে চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘আজ সুপ্রিম কোর্টে এসএসসির একটি মামলার শুনানি ছিল। কিন্তু ট্যাক্স সংক্রান্ত একটি মামলার শুনানি চলায় এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে। আমি যানি অনেকে ধৈর্য হারাচ্ছেন। কিন্তু বিচারব্যবস্থার ওপর ভরসা করা ছাড়া আমাদের উপায় নেই।’




SSC: নির্ভুল মেধা তালিকা প্রকাশ হচ্ছে, ১০০ জন গরমিল! মুখ খুললেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার

স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ

আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ: অবশেষে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। আগামী কাল, মেধাতালিকা প্রকাশ হবে বলে নোটিশ দিয়ে জানিয়েছে এসএসসি। এসএসসি-র উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশিত হবে আগামীকাল, ২৫ সেপ্টেম্বর।

এর আগে গত ২৮ অগস্ট কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, চার সপ্তাহের মধ্যে ১৪০৫২ জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে। তার চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিং করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আদালতের নির্দেশ মেনেই ফল প্রকাশ করা হবে।

এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “কলকাতা হাই কোর্টের নির্দেশ মতো আমরা চার সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে চলেছি।”

কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছিল, ইতিমধ্যে মেধা তালিকায় আগে ঠাঁই পাওয়া ১২৫৮৯ জনের সঙ্গে বাদ যাওয়া ১৪৬৩ জনকেও ওই তালিকায় রাখতে হবে। তা নিয়েই শুরু হয়েছিল বিতর্ক। এসএসসি জানিয়েছিল, ১৪০৫২ জনের মধ্যে এমন কিছু প্রার্থী আছেন, যাঁদের শংসাপত্রে গরমিল আছে। কিছু প্রার্থীর আবার নম্বরে গরমিল রয়েছে। তাঁদের কী করে মেধা তালিকায় ঠাঁই দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এমনকি, ওই সব প্রার্থীর মেধা তালিকায় স্থান হলে ফের মামলা হতে পারে বলেও এসএসসি আশঙ্কা প্রকাশ করেছিল। এই বিষয়ে তারা আইনি পরামর্শ নেবে বলে এসএসসি সিধান্ত নেয়।




এই নিয়ে এসএসসি-র এক কর্তা জানান, প্রায় ১০০ জন প্রার্থী নম্বর বা শংসাপত্রে গরমিল, সংরক্ষণ নীতি না মানার কারণে বাদ যাবেন। ওই সব প্রার্থী বলতে পারেন যে, আদালতের রায় অনুযায়ী, এসএসসি ১৪০৫২, জনের প্যানেল প্রকাশ করেনি। কিন্তু এই বিষয়ে তাঁরা ইতিমধ্যেই আইনি পরামর্শ নিয়েছেন। ওই কর্তা বলেন, “আমরা আইনি পরামর্শ করে এবং সব দিক খতিয়ে দেখেই নির্ভুল মেধা তালিকা প্রকাশ করতে চলেছি।”




Big News: SSC আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে করা মামলা ডিসমিস করে দিল সুপ্রিম কোর্ট, জেনেনিন বিস্তারিত

SSC সুপ্রিম কোর্ট: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে করা SLP খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। আপার প্রাইমারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা খারিজ করে দেওয়া হল। আপার প্রাইমারি নিয়ে বেশ কয়েকটি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। তার মধ্যে একটি মামলা আজ উঠেছিল শীর্ষ আদালতে। যদিও মামলাটি খারিজ হয়ে গেল।

উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে একাধিক অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে SLP করেন বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ। এদিন দুটো SLP মামলা ডিসমিস করা হল। নিয়োগের পক্ষে জোরালো ভাবে তথ্য তুলে ধরেন আইনজীবী জয়দীপ গুপ্ত, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাহুল কুমার সিংহ। SLP খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে প্রয়াজনে হাই কোর্ট এই নিয়ে শুনানি হতে পারে।

অবশেষে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। আগামী কাল, মেধাতালিকা প্রকাশ হবে বলে নোটিশ দিয়ে জানিয়েছে এসএসসি। এসএসসি-র উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশিত হবে আগামীকাল, ২৫ সেপ্টেম্বর।




এর আগে গত ২৮ অগস্ট কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, চার সপ্তাহের মধ্যে ১৪০৫২ জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে। তার চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিং করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আদালতের নির্দেশ মেনেই ফল প্রকাশ করা হবে।

এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “কলকাতা হাই কোর্টের নির্দেশ মতো আমরা চার সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে চলেছি।”




শোক সংবাদ: স্টেশনে পড়ে থেকেই প্রাক্তন প্রধান শিক্ষকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

শিক্ষকের মৃত্যু

প্রাক্তন প্রধান শিক্ষকের মৃত্যু: স্টেশনে পড়ে থেকে মৃত্যু হল প্রাক্তন প্রধান শিক্ষকের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। রানাঘাট-কৃষ্ণনগর ট্রেনে এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় ওই প্রাক্তন প্রধান শিক্ষককে স্টেশনে নামিয়ে দিয়েছিলেন সহযাত্রীরা। সেখানে বিনা চিকিৎসায় দু’ঘণ্টা পড়ে থেকে মৃত্যু হয়েছে তাঁর। ঘটনায় ক্ষোভের মুখে পড়েছেন জিআরপি কর্মীরা।

রবিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট-কৃষ্ণনগর ট্রেন লাইনের তাহেরপুর স্টেশনে। মৃতের নাম প্রদীপ বিশ্বাস (৬২)। কৃষ্ণনগর লাগোয়া গোবরাপোতা নেতাজি হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন তিনি। বাড়ি কৃষ্ণনগরে।

অসুস্থ হয়ে স্টেশনের প্লাটফর্মে পড়ে থাকলেও কেন তাঁকে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হলো না, সে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়-পরিজন। 

পরিবারের সদস্যদের বক্তব্য, প্রদীপ বাবুর ফোন থেকেই এক রেল কর্মী তাদের অসুস্থতার কথা জানিয়েছিলেন। তবে তারা পৌঁছে দু’নম্বর প্ল্যাটফর্মে রোদের মধ্যে একটা পিলারে হেলান দেওয়া অবস্থায় প্রদীপ বাবুর মৃতদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে বীরনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের জানান প্রদীপ বাবুর আগেই মৃত্যু হয়েছে। 




যদিও শিয়ালদহ ডিভিশনের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তিকে বীরনগরের স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছিল জিআরপি। দুপুর ১:৩০ নাগাদ খবর আসে তিনি মারা গিয়েছেন। ফলে তিনি যে দীর্ঘক্ষণ রেল স্টেশনে পড়ে ছিলেন সেই দাবি মিথ্যে।




SSC: সুপ্রিম কোর্টে এসএসসির ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলার শুনানি, জেনেনিন বিস্তারিত

SSC সুপ্রিম কোর্ট: আজ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে SSC-এর প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ছিল। তবে এদিনও মামলাটির শুনানি হল না। মামলাটির শুনানি আরও এক সপ্তাহ পিছিয়ে গেল। সুপ্রিম কোর্টের দেওয়া তথ্য অনুযায়ী এই মামলার পরবর্তী শুনানির তারিখ ১ অক্টোবর (০১-১০-২০১৪)। যদিও এটি কম্পিউটার জেনারেটেড তারিখ। ফলে দিনক্ষণ পরিবর্তনও হতে পারে।

এই মামলাটির উপরেই নির্ভর করছে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ। আজ সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। চাকরিহারাদের স্কুলে ফেরানোর রক্ষাকবচ দিয়েছিল শীর্ষ আদালত। CBI-এর তদন্তের অগ্রগতির উপর নির্ভর করছে মামলা।

OMR, হার্ডডিস্ক নিয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারবে CBI? কোন বিষয়ের উপর বিবেচনা করা হবে আগেই জানায় আদালত। আজ মামলার দিকে তাকিয়ে চাকরিহারাদের পাশাপাশি বঞ্চিত প্রার্থীরাও।

২০১৬ সালের ২২ এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। যদিও পরে সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দেয়।

এর আগে বেশ কয়েকবার এই মামলার শুনানি পিছিয়ে গেছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলার শুনানি হওয়ার কথা থাকলেও শুনানির তারিখ পিছিয়ে দেওয়া হয়। প্রধান বিচারপতি জানান, আগামী ২৪ সেপ্টেম্বর এই মামলা তালিকাভুক্ত করা হয়েছে। সে দিন অগ্রাধিকার দিয়ে এসএসসি মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালের ২২ এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। ওই রায়কে চ্যালেঞ্জ করে ৪৮ ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। 

এই বিষয়ে চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘আজ সুপ্রিম কোর্টে এসএসসির একটি মামলার শুনানি ছিল। কিন্তু ট্যাক্স সংক্রান্ত একটি মামলার শুনানি চলায় এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে। আমি যানি অনেকে ধৈর্য হারাচ্ছেন। কিন্তু বিচারব্যবস্থার ওপর ভরসা করা ছাড়া আমাদের উপায় নেই।’ ফিরদৌস শামিম জানান, ২৪ সেপ্টেম্বর প্রথম মামলা হিসাবে বিচারপতি মিশ্রর বেঞ্চে SSC মামলার শুনানি হওয়ার কথা।

WBCS EXAM 2024: ডব্লিউবিসিএস পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য, যোগ্যতা, পরীক্ষার নতুন প্যাটার্ন, সিলেবাস, কোন কোন পদে চাকরি

WBCS EXAM ডব্লিউবিসিএস পরীক্ষা

WBCS EXAM: পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (ডব্লিউবিসিএস) পরীক্ষার নিয়ামক সংস্থা পাবলিক সার্ভিস কমিশন। WBCS-এর গণ্ডি পেরোলেই নিশ্চিত সরকারি চাকরি। রাজ্যের মর্যাদাপূর্ণ নানা প্রশাসনিক চাকরির পথ খুলে দেয় এই পরীক্ষা নিয়মিত অধ্যয়ন, একাগ্রতা এবং বর্তমান ঘটনাবলি সম্পর্কে সচেতনতা এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মূল চাবিকাঠি। ২০২৫ সালের নিয়োগে পরীক্ষা পদ্ধতি ও সিলেবাসে বিপুল পরিবর্তন আসতে চলেছে। অনেকটাই UPSC এর ধাঁচে এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা। তাই সাফল্যের লক্ষ্যে সঠিক প্রশিক্ষণ ও প্রস্তুতিও শুরু করতে হবে এখনই।

WBCS পরীক্ষা হয় তিনটি ধাপে

WBCS পরীক্ষা ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ টাইপের প্রশ্নপত্রে পরীক্ষা হয়। তিনটি অংশে বিভক্ত:

১। প্রিলিমিনারি পরীক্ষা (অবজেক্টিভ টাইপ)
২। মেন পরীক্ষা (ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ টাইপ)
৩। পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণরাই মেন পরীক্ষায় বসতে পারেন। মেন পরীক্ষায় উত্তীর্ণরা পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পান।

প্রিলিমিনারি পরীক্ষা

■ এই পরীক্ষায় সাধারণত জেনারেল স্টাডিজের প্রশ্ন থাকে। এটি স্ক্রিনিং পরীক্ষা।
■ সময়সীমা: আড়াই ঘণ্টা। প্রশ্নের সংখ্যা ২০০ |
■ মোট নম্বর: ২০০। জেনারেল স্টাডিজ়ে মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকে।

মেইন পরীক্ষা

■ ছ’টি কম্পালসারি পেপার, একটি ঐচ্ছিক বিষয় থাকে (গ্রুপ এ ও বি-র জন্য)। গ্রুপ সি ও ডি পরীক্ষায় কোনও ঐচ্ছিক পেপার নেই।

পার্সোনালিটি টেস্ট

■ পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের প্রশাসনিক চাকরির যোগ্যতা যাচাই করা হয়।

প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস

■ আটটি বিষয়ে ২৫ নম্বর করে মোট ২০০ নম্বর বরাদ্দ। ইংলিশ কম্পোজিশন, সাধারণ বিজ্ঞান, জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বর্তমান ঘটনা, ভারতের ইতিহাস, ভারতের ভূগোল (পশ্চিমবঙ্গের বিশেষ উল্লেখ-সহ), ভারতের সংবিধান ও অর্থনীতি, ভারতীয় জাতীয় আন্দোলন এবং সাধারণ মানসিক দক্ষতা বিষয়ক।

মেইন পরীক্ষার সিলেবাস

■ সব চাকরির জন্য ছ’টি বাধ্যতামূলক পেপার। প্রতিটি
পেপারের সময়সীমা ৩ ঘণ্টা। প্রতিটি পেপার ২০০ নম্বরের। একটি ঐচ্ছিক বিষয় (গ্রুপ এ এবং বি বিভাগের চাকরিপ্রার্থীদের)।




বাধ্যতামূলক পেপার: পেপার ওয়ান বাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি/ সাঁওতালি (যে কোনও একটি ভাষা), পেপার টু ইংলিশ, পেপার থ্রি জেনারেল স্টাডিজ় ওয়ান (ভারতের ইতিহাস ও জাতীয় আন্দোলন এবং ভারতের ও পশ্চিমবঙ্গের ভূগোল), পেপার ফোর জেনারেল স্টাডিজ টু (বিজ্ঞান এবং প্রযুক্তি, পরিবেশ, সাধারণ জ্ঞান এবং বর্তমান ঘটনা), পেপার ফাইভ ভারতের সংবিধান ও অর্থনীতি (আরবিআই, পরিকল্পনা কমিশন ও নীতি আয়োগের ভূমিকা-সহ), পেপার সিক্স: অঙ্ক ও রিজনিং টেষ্ট।

ঐচ্ছিক পেপারসমূহ: বাংলা, হিন্দি, সংস্কৃত, ইংরেজি, পালি, আরবি, পার্শিয়ান, ফ্রেঞ্চ, উর্দু, সাঁওতালি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, কৃষি, সমাজবিজ্ঞান, নৃ-তত্ত্ব, গণিত, অর্থনীতি, ভূগোল, ফিজিক্স, জুলজি, স্ট্যাটিসটিক্স, জিওলজি, কম্পিউটার সায়েন্স, সাইকোলজি, দর্শন, ফিজিওলজি, বোটানি, কেমিস্ট্রি, মেডিকেল সায়েন্স, ম্যানেজমেন্ট, আইন, কমার্স অ্যান্ড অ্যাকাউটেন্সি, সিভিল, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যানিমাল হাসব্যান্ডারি এবং ভেটেরিনারি সায়েন্স ইত্যাদি।

শুধুমাত্র গ্রুপ এ এবং বি চাকরিপ্রার্থীদের একটি ঐচ্ছিক বিষয় নির্বাচন করতে হবে। ঐচ্ছিক বিষয় দু’টি পেপার নিয়ে হয়। পেপার ওয়ান এবং টুয়ে ২০০ করে ৪০০ নম্বর বরাদ্দ।




পার্সোনালিটি টেস্টের নম্বর বিভাজন 

■ গ্রুপ এ ও বি : ২০০ নম্বর,
■ গ্রুপ সি: ১৫০ নম্বর,
■ গ্রুপ ডি: ১০০ নম্বর পার্সোনালিটি টেস্টে প্রার্থীদের
বুদ্ধিমত্তা, মানসিক সতর্কতা, সচেতনতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং নৈতিক সততা যাচাই করা হয়।

WBCS পরীক্ষার যোগ্যতার মাপকাঠি 

ভারতীয় নাগরিক।




শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি। বাংলা ভাষায় পড়তে, লিখতে এবং বলতে
জানতে হবে (নেপালি ভাষাভাষীদের ক্ষেত্রে প্রযোজ্য
নয়)।

WBCS পরীক্ষার বয়সসীমা

গ্রুপ এ এবং সি: ২১-৩৬ বছর। গ্রুপ বি: ২০-৩৬ বছর। গ্রুপ ডি: ২১-৩৯ বছর। সংরক্ষিতদের জন্য সরকারি নিয়মে বয়সের ছাড় আছে।




তবে কি মিলবে না ১০০০ টাকা? আরজিকর আবহে কি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে রাজ্য? বিরাট আপডেট

ডব্লিউবিসিএসে সফল হতে পারলে কী কী চাকরি মেলে

■ গ্রুপ এ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এগজিকিউটিভ), অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভেনিউ (পশ্চিমবঙ্গ), ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস, লেবার সার্ভিস, ফুড অ্যান্ড সাপ্লায়েজ সার্ভিসসহ অন্যান্য

■ গ্রুপ বি: ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস




■ গ্রুপ সি: জেলা সংশোধনাগারের সুপার/ কেন্দ্রীয় সংশোধনাগারের ডেপুটি সুপার, জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার সহ অন্যান্য

■ গ্রুপ ডি: ইন্সপেক্টর অফ কো-অপারেটিভ সোসাইটিজ, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার সহ অন্যান্য।

BIG NEWS: শিক্ষিকার করা মামলায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতিকে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের, ঘটনায় তুমুল শোরগোল

কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: এবার জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতিকে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে তুমুল শোরগোল। আগামী ২৬ সেপ্টেম্বর সংসদ সভাপতিকে উচ্চ আদালতে হাজির করানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের।

আদালতের নির্দেশ অবমাননা করায় মালদহ জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতিকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হল। মালদহ থানার পুলিশকে সভাপতিকে গ্রেফতার করে উচ্চ আদালতের হাজির করার নির্দেশ দেওয়া হল। সংসদ সভাপতি বাসন্তী বর্মনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কলকাতা হাইকোর্ট।এই নির্দেশ আসার পরেই হইচই পড়েছে প্রশাসনিক মহলে।

গ্রেফতারি পরোয়ানা হাতে পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ জানিয়েছেন মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।




যদিও সংসদ সভাপতি টেলিফোনে জানিয়েছেন, আইনজীবীর সঙ্গে পরামর্শ করার জন্য আজই কলকাতায় গিয়েছেন। এখনই উচ্চ আদালতের নির্দেশ সংক্রান্ত বিষয়ে কিছু বলতে চাননি তিনি।




জানা গিয়েছে, এক প্রাথমিক স্কুল শিক্ষিকা বকেয়া প্রাপ্তির বিষয়ে মামলা করেন। সেই মামলায় এর আগে একাধিকবার মালদহ প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে স্বশরীরে অথবা ভার্চুয়াল ব্যবস্থায় হাজিরা দিতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু, সেই আদেশ অমান্য করেন তিনি। আদালত অবমাননা করায় কড়া নির্দেশ দিলেন বিচারপতি।




এ-ক্যাটাগরি স্কেল দিতেই হবে! DA মামলার মাঝে আদালতে বেতন নিয়ে মামলার পথে শিক্ষকরা, বাড়বে বেতন

প্রাথমিক শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: DA মামলার মাঝেই ফের আদালতে বেতন নিয়ে মামলা করছেন শিক্ষকরা। শিক্ষকদের বেতন নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করার কথা ঘোষণা করলেন ডিএ আন্দোলনের অন্যতম ‘মুখ’ ভাস্কর ঘোষ। একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জানান, পুজোর আগেই এই মামলার আবেদন করা হবে হায়কোর্টে।




আসলে এক বছরের পিটিটিআই কোর্স করে ২০১০ সালে প্রাথমিক শিক্ষক হিসেবে যোগদানকারীরা এ-ক্যাটাগরি স্কেলে বেতন পান না। এই নিয়ে ভাস্কর ঘোষ ঘোষণা করলেন, পিটিটি করে ২০১০ সালে সরকারি শিক্ষক হিসেবে যোগদানকারীরা যাতে এ-ক্যাটাগরি স্কেলে বেতন পান, তার দাবিতে কলকাতা হাই কোর্টে পুজোর আগেই মামলা করা হবে।

সোশ্যাল মিডিয়া পোস্টে ভাস্কর ঘোষ লিখেছেন, ‘২০১০ সালে যোগদানকারী শিক্ষক শিক্ষিকা যারা এ-ক্যাটাগরি স্কেল প্রথম দিন থেকে পাচ্ছেন না অথচ তারা এক বছরের পিটিটি করে যোগদান করেছিলেন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মনে করে প্রথম দিন থেকেই আপনাদের এ-ক্যাটাগরী স্কেলে বেতন  পাওয়া উচিত।’ 

SSC নিয়ে আজকেই হেস্তনেস্ত! অন স্পট নোটিশ দিয়ে মেধাতালিকা প্রকাশ ও কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করতেই হবে, বিরাট আন্দোলনে হবু শিক্ষকরা

তিনি আরও লেখেন, ‘বর্তমান এবং পূর্ববর্তী দুটি সরকারই আপনাদের প্রতি অন্যায় করেছে। আমরা দীর্ঘদিন থেকে এই বিষয়ে মামলা করার প্রস্তুতি নিয়ে রেখেছি, কিন্তু ২০০৬ সালের জটিলতার জন্য এই মামলাকে নিয়ে এগোনো হয়নি।’




শিক্ষকদের আশ্বাস দিয়ে ভাস্কর বাবু লেখেন, ‘এখন যেহেতু ২০০৬ সালের সমস্যার সমাধান হয়েছে তাই আমরা ঠিক করেছি দুর্গাপুজোর আগেই ২০১০ সালে শিক্ষক শিক্ষিকাদের যারা এক বছরের ট্রেনিং করে যোগদান করেছিলেন তাদের প্রথম দিন থেকে এ-ক্যাটাগরি স্কেলের জন্য সংগঠনের পক্ষ থেকে হাইকোর্টে মামলা করা হবে।’ 




SSC: দুবার ইন্টারভিউ, দুবার কাউন্সিলিং সম্পন্ন! ফের প্যানেল প্রকাশ হচ্ছে, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ হবেতো?

স্কুল সার্ভিস কমিশন

WBSSC UPPER PRIMARY: স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে নোটিশ দেওয়া হল। অবশেষে প্রকাশ হচ্ছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের মেধাতালিকা। এই মর্মে নোটিশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। মেধাতালিকা প্রকাশ করে শীঘ্রই কাউন্সিলিং করানো হবে বলে জানাল এসএসসি।

2016 উচ্চ প্রাথমিকের প্যানেল 25.09.2024 তারিখে প্রকাশিত হবে (প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষিত 10% আসন ছাড়া) বলে জানিয়ে দেওয়া হল।

Teacher Recruitment: মাধ্যমিক বিদ্যালয়ে 25 হাজার শিক্ষকের পদ শূন্য, TGT ও PGT পরীক্ষার তারিখ ঘোষণার দাবি

এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “দুর্নীতি এবং নানা অসঙ্গতির কারণে একটা প্যানেল এই নিয়ে তিন বার প্রকাশিত হতে চলেছে। দুবার ইন্টারভিউ, দুবার কাউন্সিলিং হয়ে গিয়েছে। নতুন করে আবার প্যানেল প্রকাশিত হবে। শেষ পর্যন্ত সফলভাবে দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে তো? নাকি আবার কোনো জটিলতা? আমরা চাই অতি দ্রুত স্বচ্ছ ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক। যোগ্যরা দ্রুত নিয়োগ পাক।”




এসএসসি নোটিশে জানিয়েছে –

এটি সংশ্লিষ্ট সকলের জন্য অবহিত করা হচ্ছে যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য প্যানেলটি 25.09.2024 তারিখে প্রকাশিত হবে। 2021 সালের MAT 638-এ 28.08.2024 তারিখের কলকাতা হাইকোর্টের রায় এবং সংযুক্ত বিষয়গুলির সাথে সম্মতিতে এই তালিকা প্রকাশ করা হবে। কাউন্সেলিং এর প্রথম পর্যায়ের সময়সূচী সম্পর্কে বিজ্ঞপ্তিটি শীঘ্রই প্রকাশ করা হবে।

Publication of Panel in respect of 1st SLST, 2016, Upper Primary level of classes (Except 10% seats reserved for Para Teachers) Memo. No. 858/6088/CSSC/ESTT/2024
Dated: 23.09.2024

আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ


It is notified for all concerned that the panel for the above-mentioned recruitment process will be published on 25.09.2024, in compliance with the solemn Judgment dated 28.08.2024 in MAT 638 of 2021 and connected matters. The notice intimating the schedule for the first phase of counseling will be published soon thereafter.




BIG BREAKING: শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ এবং কাউন্সেলিং নিয়ে নোটিশ এসএসসির (SSC), দেখেনিন এক ক্লিকেই

স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ

WBSSC UPPER PRIMARY: স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে বিরাট খবর সামনে এল। অবশেষে প্রকাশ হচ্ছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের মেধাতালিকা। এই মর্মে নোটিশ দিল স্কুল সার্ভিস কমিশন। মেধাতালিকা প্রকাশ করে শীঘ্রই কাউন্সিলিং করানো হবে বলে জানাল এসএসসি।




এসএসসি নোটিশে জানিয়েছে –

এটি সংশ্লিষ্ট সকলের জন্য অবহিত করা হচ্ছে যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য প্যানেলটি 25.09.2024 তারিখে প্রকাশিত হবে। 2021 সালের MAT 638-এ 28.08.2024 তারিখের কলকাতা হাইকোর্টের রায় এবং সংযুক্ত বিষয়গুলির সাথে সম্মতিতে এই তালিকা প্রকাশ করা হবে। কাউন্সেলিং এর প্রথম পর্যায়ের সময়সূচী সম্পর্কে বিজ্ঞপ্তিটি শীঘ্রই প্রকাশ করা হবে।

Publication of Panel in respect of 1st SLST, 2016, Upper Primary level of classes (Except 10% seats reserved for Para Teachers) Memo. No. 858/6088/CSSC/ESTT/2024
Dated: 23.09.2024

আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ


It is notified for all concerned that the panel for the above-mentioned recruitment process will be published on 25.09.2024, in compliance with the solemn Judgment dated 28.08.2024 in MAT 638 of 2021 and connected matters. The notice intimating the schedule for the first phase of counseling will be published soon thereafter.