Homeচাকরির খবরSSC: দুবার ইন্টারভিউ, দুবার কাউন্সিলিং সম্পন্ন! ফের প্যানেল প্রকাশ হচ্ছে, আপার প্রাইমারি...

SSC: দুবার ইন্টারভিউ, দুবার কাউন্সিলিং সম্পন্ন! ফের প্যানেল প্রকাশ হচ্ছে, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ হবেতো?

স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে নোটিশ দেওয়া হল। অবশেষে প্রকাশ হচ্ছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের মেধাতালিকা। এই মর্মে নোটিশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। মেধাতালিকা প্রকাশ করে শীঘ্রই কাউন্সিলিং করানো হবে বলে জানাল এসএসসি।

WBSSC UPPER PRIMARY: স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে নোটিশ দেওয়া হল। অবশেষে প্রকাশ হচ্ছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের মেধাতালিকা। এই মর্মে নোটিশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। মেধাতালিকা প্রকাশ করে শীঘ্রই কাউন্সিলিং করানো হবে বলে জানাল এসএসসি।

2016 উচ্চ প্রাথমিকের প্যানেল 25.09.2024 তারিখে প্রকাশিত হবে (প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষিত 10% আসন ছাড়া) বলে জানিয়ে দেওয়া হল।

Teacher Recruitment: মাধ্যমিক বিদ্যালয়ে 25 হাজার শিক্ষকের পদ শূন্য, TGT ও PGT পরীক্ষার তারিখ ঘোষণার দাবি

এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “দুর্নীতি এবং নানা অসঙ্গতির কারণে একটা প্যানেল এই নিয়ে তিন বার প্রকাশিত হতে চলেছে। দুবার ইন্টারভিউ, দুবার কাউন্সিলিং হয়ে গিয়েছে। নতুন করে আবার প্যানেল প্রকাশিত হবে। শেষ পর্যন্ত সফলভাবে দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে তো? নাকি আবার কোনো জটিলতা? আমরা চাই অতি দ্রুত স্বচ্ছ ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক। যোগ্যরা দ্রুত নিয়োগ পাক।”

পড়ুন:  WBSSC: এসএসসি ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে, আপডেট জেনেনিন




এসএসসি নোটিশে জানিয়েছে –

এটি সংশ্লিষ্ট সকলের জন্য অবহিত করা হচ্ছে যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য প্যানেলটি 25.09.2024 তারিখে প্রকাশিত হবে। 2021 সালের MAT 638-এ 28.08.2024 তারিখের কলকাতা হাইকোর্টের রায় এবং সংযুক্ত বিষয়গুলির সাথে সম্মতিতে এই তালিকা প্রকাশ করা হবে। কাউন্সেলিং এর প্রথম পর্যায়ের সময়সূচী সম্পর্কে বিজ্ঞপ্তিটি শীঘ্রই প্রকাশ করা হবে।

Publication of Panel in respect of 1st SLST, 2016, Upper Primary level of classes (Except 10% seats reserved for Para Teachers) Memo. No. 858/6088/CSSC/ESTT/2024
Dated: 23.09.2024

পড়ুন:  প্রধান শিক্ষক নিয়োগ: রাজ্যের স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে বড় মন্তব্য চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের

আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ


It is notified for all concerned that the panel for the above-mentioned recruitment process will be published on 25.09.2024, in compliance with the solemn Judgment dated 28.08.2024 in MAT 638 of 2021 and connected matters. The notice intimating the schedule for the first phase of counseling will be published soon thereafter.




RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments