Home Blog Page 105

দারুন খবর, বাড়তি মিলবে পুজোর ছুটি! টানা বন্ধ থাকবে সরকারি অফিস, স্কুল, পশ্চিমবঙ্গ সরকারের হলিডে লিস্ট দেখেনিন

DA News মহার্ঘ ভাতা

পুজোর ছুটি: এবার পুজোয় টানা বন্ধ থাকবে সরকারি অফিস। অক্টোবর মাস মানেই উৎসব। এই মাসে একটানা অনেক দিন ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা (West Bengal Government Holiday)। আগামী ৭ অক্টোবর থেকে পুজোর ছুটি পড়বে। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। তার আগে ২রা অক্টোবর ছুটি আছে গান্ধী জয়ন্তী।




২ অক্টোবর (বুধবার) ছুটি থাকবে মহালয়ার জন্য। চতুর্থী পড়েছে ৭ অক্টোবর (সোমবার) থেকে রাজ্য সরকারি কর্মচারীদের পুজোর ছুটি শুরু হবে। এরপর পঞ্চমী ৮ অক্টোবর (মঙ্গলবার) এবং ষষ্ঠী ৯ অক্টোবরও (বুধবার) ছুটি মিলবে রাজ্য সরকারি কর্মচারীদের।মহাসপ্তমী ১০ অক্টোবর, মহাষ্টমী ১১ অক্টোবর, মহানবমী এবং বিজয়াদশমী ১২ অক্টোবর ছুটি থাকবে রাজ্য সরকারি কর্মীদের।

এছাড়া বাড়তি ছুটি মিলবে ১৪ অক্টোবর এবং ১৫ অক্টোবরও। অর্থাৎ সেই সময়ও সরকারি কর্মচারীদের ছুটি থাকবে। এরপর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ১৬ অক্টোবর (বুধবার)। সেদিন তো ছুটি থাকবেই পাশাপাশি কোজাগরী লক্ষ্মীপুজোর পর বাড়তি দু’দিন ছুটি থাকবে। বাড়তি ছুটি (Government Holiday) হিসেবে ১৭ অক্টোবর এবং ১৮ অক্টোবর রাজ্যের সমস্ত সরকারি অফিস বন্ধ থাকবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর।




এখানেই ছুটি শেষ হচ্ছে না। এরপর কালীপুজো উপলক্ষে আগামী ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) ছুটি থাকবে। পরদিন অর্থাৎ আগামী ১ নভেম্বরও ছুটি দেওয়া হয়েছে। ভাইফোঁটা পড়েছে আগামী ৩ নভেম্বর (রবিবার)। তবে ছুটি জলে যাচ্ছে না। রবিবার হওয়ায় ভাইফোঁটার পরদিন সোমবার সরকারি অফিসে ছুটি দেওয়া হয়েছে। উৎসব শেষে আগামী ৫ নভেম্বর রাজ্যের সরকারি অফিস খুলে যাবে। 




WBSSC: এসএসসি ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে, আপডেট জেনেনিন

এসএসসি সুপ্রিম কোর্ট শিক্ষক নিয়োগ

SSC সুপ্রিম কোর্ট: ফের এসএসসি ২৬ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলা পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে।আজ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে SSC-এর প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ছিল। তবে এদিনও মামলাটির শুনানি হল না। মামলাটির শুনানি ফের পিছিয়ে গেল। সময়ের অভাবে এদিন শুনানি করা যায়নি। সুপ্রিম কোর্টের দেওয়া তথ্য অনুযায়ী এই মামলার শুনানি আগামীকাল হতে পারে। মামলাটি ২৩ নম্বর সিরিয়ালে আছে।

এই মামলাটির উপরেই নির্ভর করছে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ। আজ সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি ছিল। চাকরিহারাদের স্কুলে ফেরানোর রক্ষাকবচ দিয়েছিল শীর্ষ আদালত। CBI-এর তদন্তের অগ্রগতির উপর নির্ভর করছে মামলা।

OMR, হার্ডডিস্ক নিয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারবে CBI? কোন বিষয়ের উপর বিবেচনা করা হবে আগেই জানায় আদালত। আজ মামলার দিকে তাকিয়ে ছিল চাকরিহারাদের পাশাপাশি বঞ্চিত প্রার্থীরাও। তবে ফের মামলাটি পিছিয়ে যাওয়ায় আশাহত সবাই।




২০১৬ সালের ২২ এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। যদিও পরে সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দেয়।

এর আগে বেশ কয়েকবার এই মামলার শুনানি পিছিয়ে গেছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলার শুনানি হওয়ার কথা থাকলেও শুনানির তারিখ পিছিয়ে দেওয়া হয়। প্রধান বিচারপতি জানান, আগামী ২৪ সেপ্টেম্বর এই মামলা তালিকাভুক্ত করা হয়েছে। সে দিন অগ্রাধিকার দিয়ে এসএসসি মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। তবে এদিনও শুনানি হলনা।




প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালের ২২ এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। ওই রায়কে চ্যালেঞ্জ করে ৪৮ ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। 

এই বিষয়ে চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘আজ সুপ্রিম কোর্টে এসএসসির একটি মামলার শুনানি ছিল। কিন্তু ট্যাক্স সংক্রান্ত একটি মামলার শুনানি চলায় এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে। আমি যানি অনেকে ধৈর্য হারাচ্ছেন। কিন্তু বিচারব্যবস্থার ওপর ভরসা করা ছাড়া আমাদের উপায় নেই।’




WBSSC Upper Primary: আপার প্রাইমারি মেরিট প্যানেল, উচ্চপ্রাথমিকের মেধাতালিকা দেখেনিন

এসএসসি SSC শিক্ষক

WBSSC UPPER PRIMARY MERIT LIST: কলকাতা হাইকোর্টের অনুমতি, সুপ্রিম কোর্টও প্যানেল প্রকাশের পথে বাধা দেয়নি, এই অবস্থায় আজ উচ্চ প্রাথমিকের প্যানেল (upper primary merit list) প্রকাশ করা হল।  স্কুল সার্ভিস কমিশন ১৪ হাজার ৫২টি পদের জন্য নিয়োগ প্যানেল প্রকাশ করেছে। এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে মেধা তালিকা প্রকাশ করেছে। ফলাফল দেখতে, অনুগ্রহ করে নীচের লিঙ্কে ক্লিক করুন।

স্কুল সার্ভিস কমিশন আজ বিকেলে উচ্চ প্রাথমিক প্যানেল প্রকাশ করেছে। পুজোর মুখে কি তবে চাকরি প্রার্থীদের জন্য দরজা খুলবে?




WBSSC UPPER PRIMARY MERIT LIST 

এর আগে দুবার মেধা তালিকা প্রকাশ করা হলেও দুর্নীতির অভিযোগে তা বাতিল করা হয়। দীর্ঘদিন ধরে এ মামলা চলছে। অবশেষে নিয়োগের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে আদালত বলেছে, নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে।




আদালত বলেছে, চার সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে।  চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিং করে তাকে নিয়োগ দিতে হবে।  আদালতের নির্দেশে তৃতীয়বারের মতো তালিকা প্রকাশ করল এসএসসি। কমিশন সূত্রে জানা গিয়েছে, পুজোর ছুটির আগেই কাউন্সেলিং জানিয়ে দেওয়া হবে।

এই নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “বহু ঘাত প্রতিঘাতের পর আজ আবার উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশিত হলো। আর যেন কোন টালবাহানা না হয়। অতি দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করে নিয়োগপত্র পাক চাকরি প্রার্থীরা।”

WBSSC উচ্চ প্রাথমিক মেরিট প্যানেল সরাসরি লিঙ্ক




Provisional Panel and Waiting list of 1st SLST(AT), 2016 in c/w notice vide Memo No.882/6723(IV)/CSSC/ESTT/2024 Dated: 25.09.2024.      

Click here to view the Panel    

Click here to view the Waitlist    

Notice in r/o inclusion of 9 candidates in Upper Primary Panel in compliance with solemn order dated. 19.09.24 in WPA no 12286 of 2021.

Click here to view the Notice.     

FOR DIRECT DOWNLOAD CLICK THE BELOW LINK BELOW 👇

https://drive.google.com/file/d/1jNmcyyfBxYIOv7zk6KgU57L2sGrz4loR/view?fbclid=IwY2xjawFg9PFleHRuA2FlbQIxMQABHcDNDE2sam6mwNt5F6CYBTRhbmiGEeJUY06kHCSfkFJrussf22c45UGLyA_aem_vDfehcoTibttPTLIsKZUKA

FOR WAITING LIST CLICK THE LINK BELOW 👇 

https://drive.google.com/file/d/1N2irdlVCNxEOb88gHtH3BnJ7gGZC-mWs/view?usp=drivesdk




Assistant Professor: দুটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান 150 টি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ চলছে, আবেদন করুন এইভাবে

Assistant Professor Recruitment

Assistant Professor Recruitment: ভারতে 130 টিরও বেশি কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এগুলি জাতীয় ইনস্টিটিউট।  এই প্রতিষ্ঠানগুলি শিক্ষকতা পেশায় আকর্ষণীয় ক্যারিয়ারের সুযোগও সরবরাহ করে।

25 সেপ্টেম্বর 2024 পর্যন্ত, দুটি আইএনআই ফ্যাকাল্টি নিয়োগ শুরু করেছে। সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে নিয়োগ করা হবে।   পিএইচডি থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। মোট শূন্য সহকারী অধ্যাপকের সংখ্যা 200 জনের বেশি হবে বলে আশা করা হচ্ছে।

List of Institutes of INIs Recruiting Assistant Professors

IIT Indore – 26 Assistant Professors – 31 October 2024

For exact details on eligibility conditions, how to apply and other detail, the candidates should refer Recruitment Notification uploaded on the official website of IIT Indore.

https://www.iiti.ac.in/recruitments/faculty-positions

NIT Andhra Pradesh – 88 Assistant Professors – 10 October 2024

For exact details on eligibility conditions, how to apply and other detail, the candidates should refer Recruitment Notification uploaded on the official website of NIT Andhra Pradesh.

https://www.nitandhra.ac.in/main/careers.php

শিক্ষাগত যোগ্যতা



ইউজিসির নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। ন্যুনতম নম্বর ৫৫ শতাংশ থাকতে হবে। সংরক্ষিত প্রার্থীদের ৫ শতাংশ নম্বর ছাড় দেওয়া হবে। NET/SET বা PhD থাকতে হবে।

দ্রষ্টব্য: Biswa Barta পাবলিক ডোমেনে উপলব্ধ তথ্যের ভিত্তিতে এই গল্পটি প্রকাশ করেছে।  কোনো পদে আবেদন করার আগে প্রার্থীদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।



West Bengal Rain Alert: ফের নিম্নচাপে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস; দুর্গাপুজোতেও কি ভিজবে বাংলা?

ঝড় বৃষ্টি

West Bengal Rain Alert: পশ্চিমবঙ্গের অনেক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।  আবহাওয়ার পূর্বাভাসে বিজেকে (West Bengal Rain Alert) বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে কয়েকটি জেলায় ভারী বর্ষণ ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।  কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগণার মতো এলাকাগুলি বিশেষভাবে প্রভাবিত হবে বলে মনে করা হচ্ছে।  সড়কে জলাবদ্ধতা ও যান চলাচলে বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকায় প্রশাসনের পক্ষ থেকে সকল নাগরিককে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।  আবহাওয়া দফতর মানুষকে নিরাপদে থাকার এবং ভ্রমণের আগে আবহাওয়ার অবস্থা পরীক্ষা করার পরামর্শ দিয়েছে।  এ সময় যেকোনো জরুরি অবস্থা মোকাবিলায় সরকারি সংস্থা ও স্থানীয় প্রশাসনও প্রস্তুতি শুরু করেছে।  সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে যেকোনো ধরনের অসুবিধা এড়ানো যায়।

কলকাতা-সহ দক্ষিণের অধিকাংশ জেলায় ফের বৃষ্টি

মঙ্গলবার থেকে কলকাতা-সহ দক্ষিণের অধিকাংশ জেলায় ফের শুরু হয়েছে বৃষ্টি।  বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  আবার কোনো কোনো জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।  উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে।

আগামীকাল থেকে এসব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

বুধবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  অনেক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।  দক্ষিণের বাকি জেলাগুলোতেও ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।  বৃহস্পতিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারি

বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।  বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  জেলার বাকি অংশে বজ্রসহ বৃষ্টি হতে পারে।  বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং-এর কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (7 থেকে 20 সেমি) সম্ভাবনা রয়েছে।  সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

SSC: আজ বিকেলে উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ, পুজোর মুখে দেওয়া হবে কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি? জেনেনিন

এসএসসি SSC শিক্ষক

আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ: কলকাতা হাইকোর্টের ছাড়পত্র মিলেছে, সুপ্রিম কোর্টও প্যানেল প্রকাশে বাঁধা হয়ে দাঁড়ায়নি। এই অবস্থায় আজ বিকেলে উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ হচ্ছে। মত ১৪ হাজার ৫২টি পদে নিয়োগের প্যানেল প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। অফিসিয়াল ওয়েবসাইটে মেধাতালিকা প্রকাশ করবে এসএসসি।

আজ বিকেলে উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। তবে কি পুজোর মুখে চাকরি প্রার্থীদের জন্য খুলবে চাকরির দরজা?

এর আগে দু’বার মেধা তালিকা প্রকাশ হলেও দুর্নীতির অভিযোগে বাতিল হয়। দীর্ঘদিন ধরে মামলা চলে। শেষপর্যন্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিয়োগের ছাড়পত্র দিয়েছে। তবে আদালত বলেছে নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে।

আদালত জানিয়েছিল চার সপ্তাহের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে। তার চার মাসের মধ্যে কাউন্সিলিং করিয়ে নিয়োগ করাতে হবে। আদালতের নির্দেশে তৃতীয়বার তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি। পুজোর ছুটির আগেই কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি হবে বলে কমিশন সূত্রের খবর মিলেছে।  

৫০ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ করতে হবে! নিয়োগ নিয়ে মুখ খুললেন পর্ষদ সভাপতি গৌতম পাল

প্রাথমিক শিক্ষক নিয়োগ

প্রাথমিক শিক্ষক নিয়োগ: এবার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলন করলেন চাকরি প্রার্থীরা। প্রাথমিকের টেট পাশ করেছেন ২০২২ সালে, অথচ, এখনও পর্যন্ত শিক্ষক নিয়োগের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেনি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই অবস্থায় ৫০ হাজার শূন্য পদ তৈরি করে দ্রুত বিজ্ঞপ্তি দেওয়ার দাবিতে মঙ্গলবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন ২০২২ সালের প্রাথমিক টেট পাশ চাকরিপ্রার্থীরা।

আন্দোলনকারী চাকরি প্রার্থীরা জানাচ্ছেন, ২০২২ সালের ১১ ডিসেম্বর টেট হয়েছিল। ফল বেরোয় ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি। টেটের ফল প্রকাশের এতদিন পরেও নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বের না হওয়ায় আশাহত চাকরি প্রার্থীরা।

এই বিষয়ে চাকরিপ্রার্থী মোহিত করাতি বলেন, “প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি আমাদের বলেছিলেন, কোনও বাধা না থাকলে ৫০ হাজার শূন্য পদে নিয়োগ করা হবে। আমাদের নিয়োগ নিয়ে তো আদালতে মামলা চলছে না। তা হলে কেন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে না?”

যদিও এই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, “পর্ষদ নিয়োগ করতে পারে না। সরকার শূন্য পদের সংখ্যা দিলে তবেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া যাবে। আগের নিয়োগ প্রক্রিয়া আইনি জটে আটকে রয়েছে। সেই প্রক্রিয়া শেষ না হলে কী ভাবে নতুন বিজ্ঞপ্তি দেওয়া সম্ভব?”




SSC: টানা চাকরি বাতিলের পর চাকরিতে নিয়োগের বিষয় উল্লেখযোগ্য! হাসলেন প্রধান বিচারপতি, মূল আবেদনকারীরা এলে ভেবে দেখা হবে

SSC শিক্ষক নিয়োগ: উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগে সবুজ সঙ্কেত দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এর ফলে উচ্চ প্রাথমিকে অর্থাৎ সরকার এবং সরকার-পোষিত স্কুলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র পড়াতে ১৪ হাজার শিক্ষক নিয়োগে আপাতত আর কোনও বাধা রইল না। এই অবস্থায় আজ, বুধবার প্রকাশ করা হবে উচ্চ প্রাথমিকের ১৪ হাজার প্রার্থীর নিয়োগ প্যানেল।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত একটি মামলা চলছিল। যদিও  শীর্ষ আদালত জানিয়ে দিল, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে কোনও বাধা নেই। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে মামলা করেছিলেন কয়েকজন চাকরি প্রার্থী। কিন্তু তাঁরা হাইকোর্টে মূল মামলার সঙ্গে যুক্ত ছিলেন না।

সুপ্রিম কোর্টে শুনানিতে সফল প্রার্থীদের হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যাঁরা এখানে মামলা করেছেন, তাঁরা আদৌ মূল মামলার আবেদনকারী নন। এঁরা ইন্টারভেনার। অর্থাৎ মামলায় নতুন করে জুড়তে চাইছেন।’ তাঁকে সমর্থন করেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কুণাল চট্টোপাধ্যায়।

ইঙ্গিতপূর্ণভাবে কল্যানবাবু আরও বলেন, ‘এতদিন কলকাতা হাইকোর্টে কেবল চাকরি বাতিলেরই নির্দেশই দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বহুদিন পর চাকরিতে নিয়োগের বিষয়টিও উল্লেখযোগ্য নয় কি!’ যা শুনে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কেও মুচকি হাসতে দেখা যায়।

Assistant Professor: 1158টি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগে সবুজ সংকেত দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, নিয়োগ নিয়ে চ্যালেঞ্জ করেছিল




সব শুনে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠলেও তা খারিজ করে দেওয়া হয়। কল্যাণবাবুর সওয়ালকে গ্রাহ্য করে সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়ে দেয়, ‘ইন্টারভেনারদের আবেদন শুনব না। হাইকোর্টে মূল মামলা আবেদনকারীদের মধ্যে কেউ এলে ভেবে দেখা হবে।’




Assistant Professor: 1158টি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগে সবুজ সংকেত দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, নিয়োগ নিয়ে চ্যালেঞ্জ করেছিল পাঞ্জাব সরকার

Assistant Professor Recruitment শিক্ষক নিয়োগ

Assistant Professor Recruitment: পাঞ্জাব সরকার 1158টি শূন্যপদে সহকারী অধ্যাপক এবং গ্রন্থাগারিক নিয়োগ প্রক্রিয়ায় বড় স্বস্থি পিছে। আদালতের ডিভিশন বেঞ্চ নিয়োগ প্রক্রিয়াকে সবুজ সংকেত দিয়েছে। এছাড়াও একক বেঞ্চে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। এটা স্পষ্ট যে এখন এই নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িতরা চাকরি পাবেন। যদিও এর আগে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছিল। নিয়োগ প্রক্রিয়ায় নিয়ম মানা হয়নি বলেও জানানো হয়।

তথ্য অনুসারে, 2022 সালের আগস্টে, পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট 1158 সহকারী অধ্যাপকের (Assistant Professor) নিয়োগ বাতিল করেছিল। নিয়োগ প্রক্রিয়ায় নিয়ম মানা হয়নি বলেও জানানো হয়। এই নিয়োগ প্রক্রিয়াকে কিছু জন চ্যালেঞ্জ করেছিল। তাতে নিয়োগ বিধি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। 484 জন ইতিমধ্যে এই নিয়োগ প্রক্রিয়ায় সহকারী অধ্যাপক পদে যোগদান করেছেন। কিন্তু তাঁরা বেতনও পাননি।

সিঙ্গেল সেলের সিদ্ধান্তের পর ডাবল বেঞ্চে যায় সরকার। এছাড়াও আদালতে সরকারের পক্ষ থেকে অনেক যুক্তি উপস্থাপন করা হয়। যার মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে নিয়োগ প্রক্রিয়া একেবারেই সঠিক।

আদালতে এই যুক্তি পেশ করেছিল সরকার

সরকার আদালতে যুক্তি দেখিয়েছিল, কলেজগুলোতে অধ্যাপকের ঘাটতি রয়েছে। এর প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ক্যারিয়ারে। এমন পরিস্থিতিতে এই নিয়োগ প্রক্রিয়া প্রত্যাখ্যান করা উচিত নয়। এছাড়াও, এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার অনুমতি দেওয়া উচিত। সরকার আদালতে তাদের অবস্থান জোরালোভাবে উপস্থাপন করেছে। এর পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এখন এই নিয়োগ প্রক্রিয়া এগিয়ে যাবে। ফলে সহকারী অধ্যাপক পদে নিয়োগের বাধা রইলো না।

পুজোর আগে হবু শিক্ষকের জন্য সুপ্রিম কোর্ট থেকে এল বিশাল সুখবর, ১৪ হাজার প্যানেল প্রকাশে রইল না বাধা

এসএসসি সুপ্রিম কোর্ট শিক্ষক নিয়োগ

SSC সুপ্রিম কোর্ট: পুজোর আগেই এল সুখবর। ১৪ হাজার হবু শিক্ষকের জন্য সুপ্রিম কোর্ট থেকেই এল বিশাল সুখবর। নিয়োগ মামলায় হস্তক্ষেপ করল না দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।

২০১৫ সাল থেকে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতায় আটকে রয়েছেন চাকরিপ্রার্থীরা। ২০২০ সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দিয়েছিল উচ্চ আদালত। আবার ২০২৩ সালে প্যানেল প্রকাশ করার অনুমতি দিয়েছিল হাই কোর্ট। চলতি বছর অগস্ট মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দেয়, উচ্চ প্রাথমিকে নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তার ভিত্তিতে কাউন্সেলিং করে চাকরিতে নিয়োগ করতে হবে কমিশনকে। 

কলকাতা হাইকোর্টের নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী, এই দাবি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হন কয়েক জন বঞ্চিত চাকরিপ্রার্থী। তার ফলে ১৪ হাজার চাকরিপ্রার্থীর নিয়োগ নিয়ে আবার জট তৈরি হয়। যদিও সুপ্রিম কোর্ট এই মামলায় হস্তক্ষেপ করল না।  মঙ্গলবার সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিল, উচ্চ প্রাথমিকে নিয়োগে হস্তক্ষেপ করা হবে না। ফলে প্যানেল প্রকাশ করতে আর বাধা রইল না।




উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে করা SLP খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। আপার প্রাইমারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা খারিজ করে দেওয়া হল। আপার প্রাইমারি নিয়ে বেশ কয়েকটি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। তার মধ্যে একটি মামলা আজ উঠেছিল শীর্ষ আদালতে। যদিও মামলাটি খারিজ হয়ে গেল।




উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে একাধিক অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে SLP করেন বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ। এদিন দুটো SLP মামলা ডিসমিস করা হল। নিয়োগের পক্ষে জোরালো ভাবে তথ্য তুলে ধরেন আইনজীবী জয়দীপ গুপ্ত, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাহুল কুমার সিংহ। SLP খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে প্রয়োজনে কলকাতা হাই কোর্ট এই নিয়ে শুনানি হতে পারে।