Homeচাকরির খবরপুজোর আগে হবু শিক্ষকের জন্য সুপ্রিম কোর্ট থেকে এল বিশাল সুখবর, ১৪...

পুজোর আগে হবু শিক্ষকের জন্য সুপ্রিম কোর্ট থেকে এল বিশাল সুখবর, ১৪ হাজার প্যানেল প্রকাশে রইল না বাধা

পুজোর আগেই এল সুখবর। ১৪ হাজার হবু শিক্ষকের জন্য সুপ্রিম কোর্ট থেকেই এল বিশাল সুখবর। নিয়োগ মামলায় হস্তক্ষেপ করল না দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।

SSC সুপ্রিম কোর্ট: পুজোর আগেই এল সুখবর। ১৪ হাজার হবু শিক্ষকের জন্য সুপ্রিম কোর্ট থেকেই এল বিশাল সুখবর। নিয়োগ মামলায় হস্তক্ষেপ করল না দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।

২০১৫ সাল থেকে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতায় আটকে রয়েছেন চাকরিপ্রার্থীরা। ২০২০ সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দিয়েছিল উচ্চ আদালত। আবার ২০২৩ সালে প্যানেল প্রকাশ করার অনুমতি দিয়েছিল হাই কোর্ট। চলতি বছর অগস্ট মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দেয়, উচ্চ প্রাথমিকে নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তার ভিত্তিতে কাউন্সেলিং করে চাকরিতে নিয়োগ করতে হবে কমিশনকে। 

কলকাতা হাইকোর্টের নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী, এই দাবি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হন কয়েক জন বঞ্চিত চাকরিপ্রার্থী। তার ফলে ১৪ হাজার চাকরিপ্রার্থীর নিয়োগ নিয়ে আবার জট তৈরি হয়। যদিও সুপ্রিম কোর্ট এই মামলায় হস্তক্ষেপ করল না।  মঙ্গলবার সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিল, উচ্চ প্রাথমিকে নিয়োগে হস্তক্ষেপ করা হবে না। ফলে প্যানেল প্রকাশ করতে আর বাধা রইল না।




উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে করা SLP খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। আপার প্রাইমারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা খারিজ করে দেওয়া হল। আপার প্রাইমারি নিয়ে বেশ কয়েকটি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। তার মধ্যে একটি মামলা আজ উঠেছিল শীর্ষ আদালতে। যদিও মামলাটি খারিজ হয়ে গেল।

পড়ুন:  চাকরির খবর: বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে আলিয়া বিশ্ববিদ্যালয়, বেতন কত? জেনেনিন আবেদন প্রক্রিয়া




উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে একাধিক অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে SLP করেন বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ। এদিন দুটো SLP মামলা ডিসমিস করা হল। নিয়োগের পক্ষে জোরালো ভাবে তথ্য তুলে ধরেন আইনজীবী জয়দীপ গুপ্ত, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাহুল কুমার সিংহ। SLP খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে প্রয়োজনে কলকাতা হাই কোর্ট এই নিয়ে শুনানি হতে পারে।

পড়ুন:  BIG NEWS: আপার প্রাইমারি শিক্ষক নিয়োগে সূচি প্রকাশ এসএসসির, ডাইরেক্ট লিঙ্ক এখানে




RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments