Home Blog Page 102

কয়েক হাজার শূন্যপদে কবে হবে প্রধান শিক্ষক নিয়োগ? বড় খবর সামনে এল, জেনেনিন বিস্তারিত

Assistant Professor Recruitment শিক্ষক নিয়োগ

প্রধান শিক্ষক নিয়োগ: আদালতের নির্দেশ মেনে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এবার প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে মুখ খুললেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। জানালেন, নয়া বিল পাস হলেই প্রধানশিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। সেক্ষেত্রে এসসি, এসটি, ওবিসি ‘এ’ ‘বি’ রাও সংরক্ষণের সুযোগ পাবেন। 

২০১৭ সালের রাজ্যের হাইস্কুলগুলোতে প্রধানশিক্ষক নিয়োগ হয় দেড় হাজারের মতো। তার পর থেকে আর প্রধান শিক্ষক নিয়োগ করা হয়নি। সুত্রে জানা গিয়েছে, এখন পর্যন্ত রাজ্যের স্কুলগুলিতে ৩ হাজার ৫০০ পদে বেশি প্রধানশিক্ষক পদ খালি রয়েছে। বিভিন্ন শিক্ষক সংগঠন দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের জন্য দাবি জানাচ্ছেন। প্রধান শিক্ষকের অভাবে ব্যাহত হচ্ছে পঠন-পাঠন।

এর আগে রাজ্যের সমস্ত স্কুলে প্রধানশিক্ষক নিয়োগ জেনারেল ক্যাটাগরিতে হত। আগের নিয়োগে কোনও সংরক্ষণ নীতি মানা হত না। শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল, সংরক্ষণ নিয়োগ মেনে স্কুলের প্রধানশিক্ষক নিয়োগ করা হোক। সেই দাবি মেনে প্রধান শিক্ষক নিয়োগ করবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলে প্রধানশিক্ষক নিয়োগের নতুন বিধি রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেই বিল পাস হলেই নিয়োগ শুরু হবে। আইন পাস হওয়ার পর স্কুল সার্ভিস কমিশনের দফতরে নির্দেশিকা আসলেই প্রধানশিক্ষক নিয়োগ শুরু হবে বলে জানান এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।




রাজ্যে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলের এক-তৃতীয়াংশ প্রধানশিক্ষক পদই ফাঁকা বলে জানা গেছে। সেক্ষেত্রে সমস্যা হচ্ছে স্কুল চালাতে। ২০১৮ সালের পর স্কুলগুলোয় কোনও প্রধান শিক্ষক নিয়োগ হয়নি। রাজ্যে মাধ্যমিক স্কুল আছে ৯ হাজার ৯৭১টি। তার মধ্যে ৩ হাজারের বেশি স্কুলে প্রধানশিক্ষক না থাকায় স্কুলে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।




শিক্ষক নিয়োগ: কবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে? যা জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল

প্রাথমিক শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: আদালতের নির্দেশে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জট কেটেছে। এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর সামনে এল। শিক্ষা দফতরে নতুন নিয়োগের জন্য আবেদন করা হল। রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে শিক্ষা দফতরে আবেদন করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদে গিয়ে পর্ষদ সভাপতি গৌতম পালের সঙ্গে বৈঠকের পরে এ কথা জানালেন প্রাথমিক টেট ২০২২-এর চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীরা জানান, ২০২২- এর ডিসেম্বরে পরীক্ষা ও ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ফল বেরোনোর পরে কেটেছে প্রায় দু’বছর। এই সময়ে নানা প্রতিশ্রুতি পেলেও কাজের কাজ হয়নি।

বৈঠকের পরে মোহিত করাতি নামে এক চাকরিপ্রার্থী বলেন, “বৈঠকে গৌতমবাবু জানান, নিয়োগের নতুন বিজ্ঞপ্তির জন্য শিক্ষা দফতরের কাছে শূন্য পদের তালিকা চাওয়া হয়েছে। কিন্তু কবে বিজ্ঞপ্তি দেওয়া হবে, তা তিনি বলতে পারেননি। বিজ্ঞপ্তি বেরোনো পর্যন্ত আন্দোলন চলবে।”




প্রসঙ্গত উল্লেখ্য, শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তির দাবিতে ২০২২ সালে টেট পাশ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা মঙ্গলবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন। তাঁরা জানান, তার পরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ বৈঠকে ডাকে।




এই নিয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, “চাকরিপ্রার্থীরা নতুন বিজ্ঞাপ্তির দিনক্ষণ জানতে চান। সেটা এখনই দেওয়া সম্ভব নয়। তবে এক দিকে যেমন সরকারের কাছে শূন্য পদের তালিকা চেয়েছি, তেমনই সুপ্রিম কোর্টে জানিয়েছি, আগের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ বার নতুন নিয়োগের বিজ্ঞপ্তির অনুমতি দেওয়া হোক। সুপ্রিম কোর্ট অনুমতি দিলে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।”




FLOOD ALERT: রেকর্ড ভেঙে ফরাক্কা ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে অতিরিক্ত জল! বন্যা পরিস্থিতিতে মানুষদেরকে দ্রুত সরে যাওয়ার জন্য প্রচার শুরু

বন্যা পরিস্থিতি

বন্যা পরিস্থিতি দুই জেলায়: চলছে বৃষ্টি, আর এর মাঝেই ছাড়া হচ্ছে জল! বন্যা পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠছে বাংলায়। বৃষ্টিতে চরম বিপর্যস্ত নেপাল। ইতমধ্যেই মৃত্যু হয়েছে অন্তত ১১২ জনের। পাশাপাশি, বিহার ঝাড়খন্ডেও চলছে টানা বৃষ্টি। ফলে রেকর্ড ভেঙে ফরাক্কা ব্যারেজ থেকে ছাড়া হবে অতিরিক্ত জল।

এই পরিস্থিতিতে বন্যা পরিস্থিতি ঘোরালো হয়ে উঠছে বাংলায়। অতীতের রেকর্ড ভেঙে ফরাক্কা ব্যারেজ থেকে আজ, রবিবারই ১৯.৯ লক্ষ কিউসেক জল ছাড়া হতে পারে। এমনটাই জানানো হয়েছে মুর্শিদাবাদ জেলার প্রশাসনকে। সেই বিষয়ে সতর্ক জেলা প্রশাসন।

রেকর্ড জল ছড়ায় মুর্শিদাবাদের ফরাক্কা, সামশেরগঞ্জ, সূতি-২, রানিনগর-২, লালগোলা, ভগবানগোলা-১ ও জলঙ্গি ব্লকে নদীর পাড় থেকে মানুষদের দ্রুত সরে যাওয়ার জন্য প্রচার শুরু হয়েছে। গঙ্গার জল বিপদসীমা অতিক্রম করে এই ব্লক গুলিকে প্লাবিত করবে বলেই আশঙ্কা করা হচ্ছে।




জানা যাচ্ছে, ২০ লাখ কিউসেক হারে জল ছাড়তে পারে ফারাক্কা। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে জলস্তর দ্রুত বাড়বে মালদা ও মুর্শিদাবাদ জেলায়। মালদা জেলার মানিকচক, রতুয়া, কালিয়াচক ১ এবং ২, ইংরেজ বাজারের কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে, মুর্শিদাবাদ জেলার জলঙ্গি, লালগোলা, ভগবানগোলা, সমসেরগঞ্জ, সুতি-২,  রানীনগর ২ এবং ফারাক্কায় পরিস্থিতি ঘোরালো হতে পারে। এই সমস্ত এলাকার নদীর তীরবর্তী এলাকার মানুষজনকে দ্রুত সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।




পুজোর মুখে এল দারুন সুখবর, বেতন বৃদ্ধি হল কয়েক হাজার! রাজ্যের এই কর্মীদের পকেট ভরাল মমতার সরকার

ছুটি ঘোষণা নবান্ন পশ্চিমবঙ্গ

বেতন বৃদ্ধি: পুজোর মুখে এল সুখবর। বেতন বাড়ল কয়েক হাজার, চুক্তিভিত্তিক কর্মীদের পকেট ভরাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পুজোর মুখে রাজ্য সরকারের শিশু ও সমাজকল্যাণ দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে মুখে হাসি ফোটালেন বহু চুক্তিভিত্তিক সরকারি কর্মীর। এর ফলে কণ্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক বেতন সর্বোচ্চ ৬ হাজার টাকা পর্যন্ত বাড়তে চলেছে।

এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক তথ্যপ্রযুক্তি কর্মী, অ্যাকাউন্ট্যান্ট, ডেটা ম্যানেজারদের পারিশ্রমিক বাড়ছে। কাজের অভিজ্ঞতা বাড়লে পারিশ্রমিকও বৃদ্ধি পায়। সেই পারিশ্রমিক বৃদ্ধির হারও একধাক্কায় অনেকটা বাড়াল রাজ্য সরকার।

কতটা পারিশ্রমিক বাড়ল?

রাজ্য সরকারের দুই সমাজকল্যাণ প্রকল্পের অ্যাকাউন্ট্যান্টরা এতদিন পারিশ্রমিক পেতেন ১৫ হাজার টাকা। এবার তা বেড়ে হল ২১ হাজার টাকা। কন্যাশ্রী প্রকল্পের ডেটা ম্যানেজার এবং রূপশ্রীর ডেটা এন্ট্রি অপারেটরদের পারিশ্রমিক ১১ হাজার টাকা থেকে বেড়ে হল ১৬ হাজার টাকা। কন্যাশ্রী ডেটা ম্যানেজারদের পারিশ্রমিক ১২ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়াল ১৬ হাজার টাকা।



প্রথম পাঁচ বছর অ্যাকাউন্ট্যান্টদের বার্ষিক পারিশ্রমিক বৃদ্ধি হবে ৮০০ টাকা করে। ৫ বছর পর পারিশ্রমিক হবে ২৬ হাজার, ১০ বছর পর পারিশ্রমিক হবে ৩২ হাজার এবং ১৫ বছর পর পারিশ্রমিক হবে ৪০ হাজার টাকা। তার পর থেকে বছরে ১২০০ টাকা করে পারিশ্রমিক বাড়বে। ডেটা ম্যানেজারদের বর্তমান পারিশ্রমিক ১৬ হাজার। ৫ বছর পর পারিশ্রমিক হবে ২০ হাজার টাকা। ১০ বছর পর পারিশ্রমিক দাঁড়াবে ২৫ হাজার টাকা। ১৫ বছর পার করলে পারিশ্রমিক হবে ৩১ হাজার টাকা। সেই সময় প্রতি বছর পারিশ্রমিক বাড়বে ১ হাজার টাকা করে।



প্রাথমিকে শিক্ষকের সংখ্যা বেড়ে হল ২ লক্ষ ৬ হাজার ৩৮৪, মাধ্যমিকে কমে হল ১ লক্ষ ৬৪ হাজার ৭৭১, দেখেনিন হিসাব নিকাশ

মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসু

শিক্ষক সংখা: রাজ্যে শিক্ষক নিয়োগ ক্রমেই অনিয়মিত হয়ে পড়ছে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দীর্ঘদিন ধরেই প্রকাশ হয়নি। শিক্ষকের অভাবে ব্যাহত হচ্ছে পঠন-পাঠন। যদিও শিক্ষা দফতরের দাবি স্কুলশিক্ষকের সংখ্যা বেড়েছে এক দশকে। শিক্ষা দফতরের দাবিতে বিতর্ক তৈরি হয়েছে।

রাজ্যের শিক্ষা দফতরের প্রকাশিত একটি বইয়ে শিক্ষকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছে। পরিসংখ্যান অনুযায়ী, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে ২০১১-’১২সালে যেখানে শিক্ষকের সংখ্যা ছিল ১ লক্ষ ৬৭ হাজার ৪৮২, সেখানে ২০২২-’২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৪ হাজার ৭৭১ জনে। একই সময়সীমায় উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকের সংখ্যা ২৪ হাজার ৭০৪ জন থেকে কমে হয়েছে ২৪ হাজার ২০১।

প্রাথমিক স্কুলগুলির ক্ষেত্রে শিক্ষকের সংখ্যা কিছুটা বেড়েছে। ২০১১-’১২ সালে এই স্তরে শিক্ষকের সংখ্যা ছিল ১ লক্ষ ৯০ হাজার ৭০৪। ২০২২-’২৩ সালে তা বেড়ে হয়েছে ২ লক্ষ ৬ হাজার ৩৮৪। কিছুদিন আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, প্রাথমিকে শিক্ষক নিয়োগ হল, ফের দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বারেবারে শিক্ষক নিয়োগের কথা বলেছেন। 

উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের একাংশের দাবি, শিক্ষকের সংখ্যা যে কমেছে, সে তথ্য বলছে শিক্ষা দফতরের পরিসংখ্যানই। বস্তুত, যত জনশিক্ষক কমেছে বলে দফতর জানাচ্ছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে বেশি। বাস্তব হল, বহু স্কুলে শিক্ষক না থাকায় পঠনপাঠন বন্ধ হওয়ার মুখে। শিক্ষক-সংখ্যার সামান্য বৃদ্ধিকে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি বলে দাবি করা পরিহাসের মতো শোনাচ্ছে।’’

RRB NTPC Recruitment: রেলে 3445টি শূন্যপদের জন্য আবেদন করুন; দারুন সুযোগ চাকরি প্রার্থীদের

RRB NTPC RECRUITMENT

Indian Railway RRB NTPC Recruitment: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। রেলে বিপুল কর্মী নিয়োগ হতে চলেছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আজ অর্থাৎ 21 সেপ্টেম্বর 2024 তারিখে RRB NTPC UG নিয়োগ 2024-এর জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করছে। যে প্রার্থীরা নন-টেকনিক্যাল পোস্টের জন্য  আবেদন করতে চান, তারা RRB-এর অফিসিয়াল ওয়েবসাইট- rrbapply.gov.in-এ সরাসরি লিঙ্কটি খুঁজে পাবেন।

এই নিয়োগ ড্রাইভ সংস্থায় মোট 3445 টি পদ পূরণ করবে।  আবেদন করার সময়সীমা 20 অক্টোবর 2024 পর্যন্ত, এবং 22 অক্টোবর 2024 পর্যন্ত ফি প্রদান করা হবে।

RRB NTPC UG নিয়োগ 2024: শূন্যপদের বিবরণ
কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক: 2022 পদ
অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট: 361 পদ
জুনিয়র ক্লার্ক কাম মুদ্রাক্ষরিক: 990টি পদ
ট্রেন ক্লার্ক: 72টি পদ

RRB NTPC UG নিয়োগ 2024: আবেদন করার পদক্ষেপ

RRB Apply- rrbapply.gov.in-এর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন
হোম পেজে উপলব্ধ RRB NTPC UG Recruitment 2024 লিঙ্কে ক্লিক করুন
একটি নতুন পৃষ্ঠা খুলবে যেখানে প্রার্থীদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে
একবার হয়ে গেলে, অ্যাকাউন্টে লগইন করুন
আবেদনপত্র পূরণ করুন এবং আবেদন ফি প্রদান করুন
পেজ জমা দিন এবং ডাউনলোড করুন
ভবিষ্যতের জন্য একটি প্রিন্টআউট রেখেদিন

SC, ST, প্রাক্তন সৈনিক, মহিলা, PwBD, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু এবং অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণী (EBC) বিভাগের প্রার্থীদের জন্য RRB NTPC আবেদন ফি হল 250 টাকা।  অন্যান্য সমস্ত অ্যাপ্লিকেশনের জন্য, ফি 500 টাকা। 

আরও তথ্য এবং বিশদ বিবরণের জন্য, প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইট হল rrbapply.gov.in.

BIG NEWS: ‘মৃত্যুদণ্ডও হতে পারে…’, সন্দীপ ঘোষের জমিনের অর্জি খারিজ করে বিরাট পর্যবেক্ষণ আদালতের, যা বললেন…

আরজিকর সন্দীপ ঘোষ

নিউজ ডেস্ক: তবে কি মৃত্যুদণ্ড হতে পারে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের? আদালত জানিয়েছে, অপরাধ প্রমাণ হলে সন্দীপ ঘোষের মৃত্যুদণ্ড হতে পারে। শিয়ালদা কোর্টের বিচারক মনে করেন, যে অপরাধ সংগঠিত করা হয়েছে, তা বিরলতম। বিচারকের অভিমত, অন্য কারও সহযোগিতা নিয়ে যে কেউ অপরাঘ সংগঠিত করতে পারে। সেজন্য ওই ব্যক্তিকে সেই স্থানে থাকার কোনও দরকার পড়ে না। 

জমিনের আবেদন করেছিলেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের জামিন-আর্জি খারিজ করে দিয়ে শিয়ালদা আদালতের অতিরিক্ত প্রধান বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট এ দে-র পর্যবেক্ষণ,’ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত গুরুত্ব। এই ধরনের অপরাধ প্রমাণিত হলে মৃত্যুদণ্ডও হতে পারে। এটা বিরলতম মামলা’।

বিচারকের মতে, সন্দীপকে জামিন দেওয়া হলে তা নৈতিকতা বিরুদ্ধ হবে। এর পাশাপাশি সিবিআই রুদ্ধদ্বার শুনানির আবেদনও খারিজ করে দিয়েছে আদালত। সন্দীপের সঙ্গে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিনের আবেদনও খারিজ করে দিয়েছে আদালত।

শিয়ালদা আদালতে চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই। জানিয়েছে,টালা থানায় ভুয়ো তথ্য নথিভুক্ত করা হয়েছে। প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ মণ্ডলকে জেরা করে এই তথ্য তাদের হাতে এসেছে। সিবিআই আদালতকে এও জানিয়েছে, টালা থানার সিসিটিভি ফুটেজের ডিভিআর এবং হার্ডডিস্ক ডেটা পাঠানো হয়েছে কলকাতা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। দুই অভিযুক্তের মোবাইল ফোনও পাঠানো হয়েছে সিএফএসএলে। আগামী দিনে গুরুত্বপূর্ণ প্রমাণ মিলতে পারে।




জামিন খারিজ করে আদালতের পর্যবেক্ষণ, এখন পুরোদমে তদন্ত চলছে। অভিজিৎ টালা থানার পুলিশকর্তা ছিলেন। সন্দীপ এক জন চিকিৎসক। তাই তাঁদের সামাজিক অবস্থান এড়িয়ে যাওয়া যায় না। তাঁদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে, তা অত্যন্ত গুরুতর। অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। 

প্রসঙ্গত উল্লেখ্য, সন্দীপ ও অভিজিতের অভিযুক্তের নারকো ও পলিগ্রাফ পরীক্ষা করানো হবে কি না, এ নিয়ে শুনানি হওয়ার কথা ছিল বুধবার। কিন্তু সিবিআই জানায়, কলকাতার সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞ অন্য কাজে যাওয়ায় তিনি আসতে পারেননি।আদালত সন্দীপ ও অভিজিৎকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে। দুজনেই জামিনের আবেদন করেছিলেন।




ছাত্রীদের বউ, ডার্লিং বলে ডাক! গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক, ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে

গ্রেফতার শিক্ষক




নিউজ ডেস্ক: এবার গ্রেফতার করা হল স্কুলের প্রধান শিক্ষককে। ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে পুরুলিয়ার নিতুড়িয়া থানার শিমুলিয়ায়। অভিযোগ সামনে আসতেই শুক্রবার রাতেই অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে নিতুড়িয়া থানার পুলিস।

পুলিস জানিয়েছে, ধৃতের নাম নাম জিতেন মণ্ডল। তিনি ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। অভিযোগ, জিতেন বিদ্যালয়ের ছাত্রীদের প্রতি অভভ্য আচরণ করত। পাশাপাশি, কুরুচিকর ভাষায় কটুক্তিও করত। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই শিক্ষক।

একদিন নয়, বেশ কয়েকদিন ধরেই লাগাতার অভিযোগ উঠছিল ওই শিক্ষকের বিরুদ্ধে। সম্প্রতি ফের একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ক্ষোভ বাড়ে অভিভাবকদের মধ্যে। শুক্রবার স্কুলে গিয়ে বিক্ষোভও দেখান অনেকে। সন্ধ্যায় দায়ের হয় লিখিত অভিযোগ। তারপরেই রাতে গ্রেফতার করা হয় অভিযুক্ত শিক্ষককে। পকসো আইনে মামলাও হয়। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।




এই নিয়ে এক অভিভাবক বলেন, “হেড স্যারের বিরুদ্ধে অনেক অভিযোগ মেয়েরা আগে থেকেই জানাতো। বাথরুম গেলে মেয়েদের পিছন পিছন যেতেন। কোমরে খারাপভাবে হাত দিতেন। মেয়েদের তো বউ, ডার্লিং বলেও ডাকতো। প্রচুর মেয়ে এই অভিযোগ জানিয়েছে। দিন চারেক আগে ফের এক মেয়ের শ্লীলতাহানির অভিযোগ ওঠে। তারপরই থানায় অভিযোগ হয়।”




অসাধারণ: ১০০ শতাংশ প্রতিবন্ধকতা নিয়েও SSC আপার প্রাইমারির তালিকায় পঞ্চম স্থান দখল করে চমকে দিলেন রাহুল

প্রাথমিক স্কুলের সহশিক্ষক রাহুল দেব ঘোষ

SSC শিক্ষক নিয়োগ: আদালতের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। ১০০ শতাংশ প্রতিবন্ধকতা নিয়েও আপার প্রাইমারির তালিকায় ইতিহাসে পঞ্চম স্থান দখল করে চমকে দিলেন কান্দি শহরের প্রাথমিক স্কুলের সহশিক্ষক রাহুল দেব ঘোষ।

চরম ইচ্ছা শক্তির কাছে হার মেনেছে প্রতিবন্ধকতা।মুর্শিদাবাদের কান্দি শহরের নতুন পাড়ার বাসিন্দা রাহুল দেব ঘোষ। বর্তমানে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। পাশাপাশি শরীরের নিম্নাংশ পুরোপুরি অসাড়। কিন্তু মানসিক ভাবে খুব শক্তিশালী। সব সময় সাথী হুইলচেয়ার। শিক্ষক রাহুল দেব ঘোষ বলেন, “মনের জোর এবং ইচ্ছাশক্তি থাকলে অনেক কিছুই করা যায়।”

বর্তমানে শিক্ষকতা করেন শহরের কুমারবিমলচন্দ্র পুর প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলের প্রধান শিক্ষক নিমাই কুমার চক্রবর্তী জানিয়েছেন, “রাহুল দেব ঘোষের মতো শিক্ষক পেয়ে আমরা খুবই গর্বিত। সঠিক সময়ে স্কুলে আসা ছাত্র-ছাত্রীদের সঙ্গে সময় কাটানো শিক্ষা প্রদান করা মনোবল বাড়ানো সবকিছু রাহুলের বিশেষ কর্তব্যর মধ্যেই পড়ে। ওনার এই সফলতায় আমরাও খুবই খুশি এবং গর্বিত।”




প্রসঙ্গত উল্লেখ্য, উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং প্রক্রিয়া পুজোর আগেই শুরু হবে। দীর্ঘ আট বছরের অপেক্ষা অবশেষে অবসান হতে চলেছে। উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের নিয়োগ এবার সম্পন্ন হতে চলেছে। শুক্রবার কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। পুজোর আগেই, ৩ এবং ৪ অক্টোবর হবে প্রথম দু’দফার কাউন্সেলিং। পুজোর পরে আরও চার দফা কাউন্সেলিং হবে। কাউন্সেলিংয়ের পরবর্তী দিনগুলি হল, ২৪, ২৫, ২৮ এবং ২৯ অক্টোবর।




Assistant Professor: অতিথি শিক্ষক নিয়োগ করবে রাজ্যের বিশ্ববিদ্যালয়, আগ্রহী প্রার্থীরা এইভাবে আবেদন করুন

Assistant Professor Recruitment

Assistant Professor Recruitment: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। হিন্দি নিয়ে পড়াশোনা করছেন? অতিথি শিক্ষক নিয়োগ করবে মৌলানা আবুল কালাম আজ়াদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)। এই মর্মে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। প্রতিষ্ঠানের লিঙ্গুইস্টিক্স বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।

বিষয়

অতিথি শিক্ষক নিয়োগ পদে নিয়োগ দেওয়া হবে। হিন্দি পড়ানোর জন্য নিয়োগ করা হবে কর্মী। প্রতিষ্ঠানের লিঙ্গুইস্টিক্স বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।

বেতন

প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

আগ্রহী চাকরি প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট/ স্টেট এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি থাকলে এবং শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

‘এতে কোনও সমস্যা হবে না…’, টানা কাউন্সেলিং নিয়ে মুখ খুললেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, জানালেন এই কথা

আবেদন প্রক্রিয়া

আগ্রহী চাকরি প্রার্থীকে প্রথমে ম্যাকাউট-এর makautwb.ac.in এই ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি মেল করতে হবে। আবেদন প্রক্রিয়া শেষের পর ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে বাছাই করা প্রার্থীদের। বিস্তারিত তথ্য জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।