Homeপশ্চিমবঙ্গFLOOD ALERT: রেকর্ড ভেঙে ফরাক্কা ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে অতিরিক্ত জল! বন্যা...

FLOOD ALERT: রেকর্ড ভেঙে ফরাক্কা ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে অতিরিক্ত জল! বন্যা পরিস্থিতিতে মানুষদেরকে দ্রুত সরে যাওয়ার জন্য প্রচার শুরু

বন্যা পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠছে বাংলায়। বৃষ্টিতে চরম বিপর্যস্ত নেপাল। ইতমধ্যেই মৃত্যু হয়েছে অন্তত ১১২ জনের। পাশাপাশি, বিহার ঝাড়খন্ডেও চলছে টানা বৃষ্টি। ফলে রেকর্ড ভেঙে ফরাক্কা ব্যারেজ থেকে ছাড়া হবে অতিরিক্ত জল।

বন্যা পরিস্থিতি দুই জেলায়: চলছে বৃষ্টি, আর এর মাঝেই ছাড়া হচ্ছে জল! বন্যা পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠছে বাংলায়। বৃষ্টিতে চরম বিপর্যস্ত নেপাল। ইতমধ্যেই মৃত্যু হয়েছে অন্তত ১১২ জনের। পাশাপাশি, বিহার ঝাড়খন্ডেও চলছে টানা বৃষ্টি। ফলে রেকর্ড ভেঙে ফরাক্কা ব্যারেজ থেকে ছাড়া হবে অতিরিক্ত জল।

এই পরিস্থিতিতে বন্যা পরিস্থিতি ঘোরালো হয়ে উঠছে বাংলায়। অতীতের রেকর্ড ভেঙে ফরাক্কা ব্যারেজ থেকে আজ, রবিবারই ১৯.৯ লক্ষ কিউসেক জল ছাড়া হতে পারে। এমনটাই জানানো হয়েছে মুর্শিদাবাদ জেলার প্রশাসনকে। সেই বিষয়ে সতর্ক জেলা প্রশাসন।

রেকর্ড জল ছড়ায় মুর্শিদাবাদের ফরাক্কা, সামশেরগঞ্জ, সূতি-২, রানিনগর-২, লালগোলা, ভগবানগোলা-১ ও জলঙ্গি ব্লকে নদীর পাড় থেকে মানুষদের দ্রুত সরে যাওয়ার জন্য প্রচার শুরু হয়েছে। গঙ্গার জল বিপদসীমা অতিক্রম করে এই ব্লক গুলিকে প্লাবিত করবে বলেই আশঙ্কা করা হচ্ছে।




জানা যাচ্ছে, ২০ লাখ কিউসেক হারে জল ছাড়তে পারে ফারাক্কা। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে জলস্তর দ্রুত বাড়বে মালদা ও মুর্শিদাবাদ জেলায়। মালদা জেলার মানিকচক, রতুয়া, কালিয়াচক ১ এবং ২, ইংরেজ বাজারের কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে, মুর্শিদাবাদ জেলার জলঙ্গি, লালগোলা, ভগবানগোলা, সমসেরগঞ্জ, সুতি-২,  রানীনগর ২ এবং ফারাক্কায় পরিস্থিতি ঘোরালো হতে পারে। এই সমস্ত এলাকার নদীর তীরবর্তী এলাকার মানুষজনকে দ্রুত সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।

পড়ুন:  উৎসশ্রীতে শিক্ষক বদলি নিয়ে ভয়ংকর অভিযোগ সামনে এল, অভিকদের কীর্তিতে হতবাক! ৪ লাখ টাকায় সার্টিফিকেট




RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments