Home Blog Page 100

৩২ হাজার প্রাথমিক শিক্ষক এবং ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলার শুনানি নিয়ে গুরুত্বপুর্ন আপডেট জেনেনিন

শিক্ষক সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক: আজ কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে শিক্ষক নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি আছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। মামলাটি (প্রিয়াঙ্কা নস্কর মামলা) ৬৭ নম্বর সিরিয়ালে আছে। সুপ্রিম কোর্টে 2016 SSC এর ২৬ হাজার শিক্ষক/শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ মামলার শুনানি আছে। মামলাটি ৩৪ নম্বর সিরিয়ালে আছে।

সুপ্রিম কোর্টের মামলাটির উপরেই নির্ভর করছে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ। আজ সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি আছে। চাকরিহারাদের স্কুলে ফেরানোর রক্ষাকবচ দিয়েছিল শীর্ষ আদালত। CBI-এর তদন্তের অগ্রগতির উপর নির্ভর করছে মামলা।

OMR, হার্ডডিস্ক নিয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারবে CBI? কোন বিষয়ের উপর বিবেচনা করা হবে আগেই জানায় আদালত। আজ মামলার দিকে তাকিয়ে আছেন চাকরিহারাদের পাশাপাশি বঞ্চিত প্রার্থীরাও।

২০১৬ সালের ২২ এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। যদিও পরে সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দেয়।

এর আগে বেশ কয়েকবার এই মামলার শুনানি পিছিয়ে গেছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলার শুনানি হওয়ার কথা থাকলেও শুনানির তারিখ পিছিয়ে দেওয়া হয়। বারেবারে শুনানি পিছিয়ে যাওয়ায় আশাহত হচ্ছেন শিক্ষকরা।

পুজোর ছুটি বাতিল করছে বহু স্কুল! যা জানালেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য

Assistant Professor Recruitment

নিউজ ডেস্ক: শুরু হল উৎসবের মাস অক্টোবর। আর এই মাসে রয়েছে টানা পুজোর ছুটি। পুজোর মাসে ১৭ দিন ছুটি সরকারি অফিসে। অক্টোবর মাসে দুর্গাপুজো, কোজাগরী লক্ষ্মীপুজো এবং কালীপুজো উপলক্ষ্যে রয়েছে টানা ছুটি। এরাজ্যের সরকারি কর্মীদের প্রথম ছুটি ছিল ২ অক্টোবর (বুধবার)। ওইদিন গান্ধী জয়ন্তীর পাশাপাশি মহালয়াও ছিল। এরপর কয়েকটা দিন অফিস করার পরেই পুজোর ছুটি শুরু হয়ে যাবে। চলবে টানা ছুটি। বন্ধ থাকবে অফিস, আদালত, স্কুল, কলেজ।

তবে এবারে গ্রীষ্মে তাপপ্রবাহের কারণে বাড়িয়ে দেওয়া হয়েছিল গরমের ছুটি। তারপর দীর্ঘমেয়াদি লোকসভা ভোট আর বন্যার কারণে এ বছর পঞ্চম থেকে দ্বাদশে পড়াশোনায় বিপুল খামতি রয়ে গিয়েছে। সেই কারণেই পুজোর ছুটিতেও চলবে স্কুল। অনেক স্কুলই লক্ষ্মীপুজোর পর থেকে কালীপুজোর আগে পর্যন্ত অফলাইন ও অনলাইন ক্লাসের পথে হাঁটছে বলে জানিয়েছে একটি অনলাইন নিউজ পোর্টাল। নিউজ পোর্টালটি জানিয়েছে এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘সিদ্ধান্ত নিতে দু-একদিনের মধ্যেই বৈঠকে বসব।’

নিউজ পোর্টালটি পুজোর ছুটি নিয়ে এই দাবি করলেও এখনও পর্যন্ত ছুটি বাতিল নিয়ে অফিসিয়াল ভাবে কিছু জানানো হয়নি। ফলে ছুটি বাতিল নিয়ে চিন্তিত হওয়ার কিছুই নেই। তাই পুজোর ছুটি নিয়ে আনন্দ করুন।

এই মাসে খাতায়কলমে চতুর্থী (৭ অক্টোবর) থেকে পুজোর ছুটি শুরু হবে। এবার চতুর্থী থেকেই নবান্নের তরফে পুজোর ছুটি ঘোষণা করা হয়েছে। বাড়তি হিসেবে চতুর্থী (৭ অক্টোবর, সোমবার), পঞ্চমী (৮ অক্টোবর, মঙ্গলবার) এবং ষষ্ঠীতে (৯ অক্টোবর, বুধবার) ছুটি থাকবে। এক্ষেত্রে শনিবার অফিস বন্ধ থাকলে পুজোর ছুটি আদতে ৫ অক্টোবর থেকেই শুরু হয়ে যাচ্ছে।

সপ্তমী (১০ অক্টোবর, বৃহস্পতিবার), অষ্টমী ও নবমী (১১ অক্টোবর, শুক্রবার) এবং দশমীতে (১২ অক্টোবর এবং শনিবার) স্বভাবতই ছুটি থাকবে। তারপরও অবশ্য সরকারি অফিস খুলবে না। কারণ ১৩ অক্টোবর এমনিতেই রবিবার পড়েছে। আর ১৪ অক্টোবর (সোমবার) এবং ১৫ অক্টোবর (মঙ্গলবার) বাড়তি ছুটি থাকছে।

লক্ষ্মীপুজো পড়েছে ১৬ অক্টোবর (বুধবার)। কোজাগরী লক্ষ্মীপুজোর জন্য বাড়তি দু’দিন বাড়তি ছুটি থাকছে – ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) এবং ১৮ অক্টোবর (শুক্রবার)। যে সরকারি অফিস শনিবার ছুটি থাকবে, তা একেবারে খুলবে সেই ২১ অক্টোবর। মাসের শেষদিনে (৩১ অক্টোবর, বৃহস্পতিবার) কালীপুজোর জন্য ছুটি থাকবে। তারপর কালীপুজো এবং ভাইফোঁটার জন্যও বাড়তি ছুটি থাকবে। তবে সেই ছুটি পড়েছে নভেম্বরে।

৫০ হাজার শূন্য পদে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করতে হবে! নতুন নিয়োগ নিয়ে যা জানা গেল

প্রাথমিক শিক্ষক নিয়োগ

শিক্ষক নিয়োগের দাবি: সমস্ত শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি করলেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। প্রাথমিক শিক্ষকের ৫০ হাজার শূন্য পদে স্বচ্ছভাবে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি ফের জানালেন চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার বিকাশ ভবনে গিয়ে শিক্ষা দপ্তরের সচিবের সঙ্গে দেখা করে এই দাবি জানিয়েছেন ‘2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ’র পক্ষ থেকে এক প্রতিনিধিদল।

শূন্যপদ অনুমোদন সহ নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিষয়ক নানা প্রশ্নের সদুত্তর পেতে বিকাশ ভবনে ডেপুটেশন দিতে যান ‘২০২২ প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ’র চাকরিপ্রার্থীরা।

এই তিনজনের প্রতিনিধি দলে ছিলেন মোহিত করাতি, বিদেশ গাজি ও পার্থজিৎ বণিক। প্রতিনিধিদল বিকাশ ভবনে প্রধান সচিবের উপস্থিতিতে বৈঠকে বসতে চাইলেও কিন্তু উনি সময় দেননি বলে জানা গেছে। তাঁর নির্দেশে সহকারী সচিব (প্রাথমিক শাখা) চন্দ্ৰনাথ রায়চৌধুরি, প্রতিনিধি দলের সাথে আলোচনা করেন। আলোচনায় শূন্যপদ সংগ্রহের কাজ হলেও সেটি শিক্ষামন্ত্রী ও শিক্ষাদপ্তরের কাছে এখনও অনুমোদনের জন্যে পাঠানো হয়নি বলে জানা যায়।

প্রতিনিধিদলের পক্ষে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, শুধুমাত্র প্রতিশ্রুতি নিয়ে বছরের পর বছর তাঁদের অপেক্ষা করতে হচ্ছে। নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে না। অবিলম্বে ৫০ হাজার শূন্যপদে নিয়োগের দাবি জানাচ্ছেন চাকরি প্রার্থীরা।

এর আগে পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন, “চাকরিপ্রার্থীরা নতুন বিজ্ঞাপ্তির দিনক্ষণ জানতে চান। সেটা এখনই দেওয়া সম্ভব নয়। তবে এক দিকে যেমন সরকারের কাছে শূন্য পদের তালিকা চেয়েছি, তেমনই সুপ্রিম কোর্টে জানিয়েছি, আগের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ বার নতুন নিয়োগের বিজ্ঞপ্তির অনুমতি দেওয়া হোক। সুপ্রিম কোর্ট অনুমতি দিলে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।”

শিক্ষক নিয়োগ: রাজ্যের সরকাররি স্কুলে সহকারী শিক্ষক পদে নিয়োগ চলছে, বেতন ২২,৫০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা

আপার প্রাইমারি শিক্ষক পে স্কেল

শিক্ষক নিয়োগ: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। রাজ্যের সরকাররি স্কুলে কর্মখালি রয়েছে। সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করতে পারবেন।

শূন্যপদ

কোচবিহারের আকড়াহাট দিশারি প্রতিবন্ধী স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্রে কর্মখালি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট টিচার (সহকারী শিক্ষক) পদে নিয়োগ করা হবে কর্মী। শূন্যপদ একটি।

বেতন

স্থায়ী শূন্যপদে নিয়োগ দেয়া হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ২২,৫০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকার মধ্যে।

বয়স

৩১ অগস্ট ২০২৪ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট বিভাগে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্সের যোগ্যতা থাকা চাই। স্নাতক উত্তীর্ণ হলে অগ্রাধিকার দেওয়া হবে। 

নিয়োগ প্রক্রিয়া

প্রার্থী নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীকে প্রথমে কোচবিহার জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ অক্টোবর ’২৪। বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

Holiday List: ১৭ দিন ছুটি অক্টোবরে! বন্ধ থাকবে স্কুল-কলেজ, অফিস-আদালত! কবে বন্ধ? কোনদিন খোলা? দেখেনিন তালিকা

DA News মহার্ঘ ভাতা

ছুটির তালিকা: শুরু হল উৎসবের মাস অক্টোবর। আর এই মাসে রয়েছে টানা পুজোর ছুটি। পুজোর মাসে ১৭ দিন ছুটি সরকারি অফিসে। অক্টোবর মাসে দুর্গাপুজো, কোজাগরী লক্ষ্মীপুজো এবং কালীপুজো উপলক্ষ্যে রয়েছে টানা ছুটি। আসুন ছুটির তালিকা দেখে নিই। 

এরাজ্যের সরকারি কর্মীদের প্রথম ছুটি থাকছে ২ অক্টোবর (বুধবার)। ওইদিন গান্ধী জয়ন্তীর পাশাপাশি মহালয়াও পড়েছে। এরপর কয়েকটা দিন অফিস করার পরেই পুজোর ছুটি শুরু হয়ে যাবে। চলবে টানা ছুটি। বন্ধ থাকবে অফিস, আদালত, স্কুল, কলেজ।

এই মাসে খাতায়কলমে চতুর্থী (৭ অক্টোবর) থেকে পুজোর ছুটি শুরু হবে। এবার চতুর্থী থেকেই নবান্নের তরফে পুজোর ছুটি ঘোষণা করা হয়েছে। বাড়তি হিসেবে চতুর্থী (৭ অক্টোবর, সোমবার), পঞ্চমী (৮ অক্টোবর, মঙ্গলবার) এবং ষষ্ঠীতে (৯ অক্টোবর, বুধবার) ছুটি থাকবে। এক্ষেত্রে শনিবার অফিস বন্ধ থাকলে পুজোর ছুটি আদতে ৫ অক্টোবর থেকেই শুরু হয়ে যাচ্ছে।

সপ্তমী (১০ অক্টোবর, বৃহস্পতিবার), অষ্টমী ও নবমী (১১ অক্টোবর, শুক্রবার) এবং দশমীতে (১২ অক্টোবর এবং শনিবার) স্বভাবতই ছুটি থাকবে। তারপরও অবশ্য সরকারি অফিস খুলবে না। কারণ ১৩ অক্টোবর এমনিতেই রবিবার পড়েছে। আর ১৪ অক্টোবর (সোমবার) এবং ১৫ অক্টোবর (মঙ্গলবার) বাড়তি ছুটি থাকছে।

লক্ষ্মীপুজো পড়েছে ১৬ অক্টোবর (বুধবার)। কোজাগরী লক্ষ্মীপুজোর জন্য বাড়তি দু’দিন বাড়তি ছুটি থাকছে – ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) এবং ১৮ অক্টোবর (শুক্রবার)। যে সরকারি অফিস শনিবার ছুটি থাকবে, তা একেবারে খুলবে সেই ২১ অক্টোবর। মাসের শেষদিনে (৩১ অক্টোবর, বৃহস্পতিবার) কালীপুজোর জন্য ছুটি থাকবে। তারপর কালীপুজো এবং ভাইফোঁটার জন্যও বাড়তি ছুটি থাকবে। তবে সেই ছুটি পড়েছে নভেম্বরে।

বড় খবর: এবার ইসরায়েলি বিমান ঘাঁটি ‘ঝাঁঝরা’ করে দিয়েছে ইরান! যা জানাল সিএনএন

ইজরায়েল ইরান যুধি

নিউজ ডেস্ক: এবার ইসরায়েলি বিমান ঘাঁটি ‘ঝাঁঝরা’ করে দিয়েছে ইরান! খবরটি নিশ্চিত করেছে সিএনএন। পাল্টা হামলায় বিপর্যস্ত ইজরায়েল। জানা যাচ্ছে, দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে মঙ্গলবার রাতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এরমধ্যে অন্যতম ছিল নেভাতিম বিমান ঘাঁটি।

এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে, নেভাতিম ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান। যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলোর মধ্যে একটি ধারণ করা হয়েছে আরাত আন-নাকাব শহর থেকে। এটি বিমান ঘাঁটির ঠিক দক্ষিণ দিকে অবস্থিত। ভিডিওতে যেসব ভবন দেখা গেছে; সেগুলোর সঙ্গে পুরোনো ছবির সাদৃশ্যতা খুঁজে পেয়ে সিএনএন নিশ্চিত করেছে; ভিডিওটি ঘাঁটির পাশ থেকেই ধারণ করা হয়েছে।

ভিডিওতে যা দেখা যাচ্ছে

আকাশের উপর দিকে ধরা রাখা ক্যামেরায় ধরা পড়েছে কয়েক ডজন মিসাইল এই ঘাঁটির উপর পড়ছে। ওই সময় সেখানে সাইরেন বাজছিল।

ওই সময় আরও দেখা যায়, মিসাইল ঠেকানোর একটি প্রতিরোধী মিসাইল ব্যাটারি থেকে ছুড়ছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ঘাঁটির কন্ট্রোল টাওয়ারও ভিডিওতে দেখা যাচ্ছিল। ঠিক তখনই ঘাঁটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে। এরপর ওই ঘাঁটি থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হওয়া শুরু করে। তখনও ঘাঁটিতে একের পর এক মিসাইল পড়তে ও বিস্ফোরিত হতে থাকে।

তবে ঘাঁটির কোন কোন অবকাঠামো লক্ষ্য করে এতগুলো মিসাইল ছোড়া হয়েছে সেটি রাতের অন্ধকারে বোঝা যায়নি বলে জানিয়েছে সিএনএন। তারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কাছে এ ব্যাপারে জানতে যোগাযোগ করলেও কোনো সাড়া পায়নি।

এর আগে গত ১৩ এপ্রিল দখলদার ইসরায়েলে মিসাইল ছুড়েছিল ইরান। সেবারও নেভাতিম নামের এই ঘাঁটিকে লক্ষ্য করা হয়েছিল। তবে ওই সময় ঘাঁটির ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছিল। প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়ে হ্যাগারি ওই সময় জানিয়েছিলেন, ঘাঁটির রানওয়েও সচল আছে।

সূত্র: সিএনএন

শোক সংবাদ: দিনের পর দিন অত্যাচার, ১৮ পাতার সুইসাইড নোট লিখে নিজেকে শেষ করলেন প্রধান শিক্ষক

স্কুল শিক্ষক
প্রতীকী চিত্র

আত্মহত্যা শিক্ষকের: এবার এক অত্যন্ত দুঃখজনক খবর সামনে এল। আত্মহত্যা করলেন স্কুলের প্রধান শিক্ষক। উত্তরপ্রদেশের আমরোহায় উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের অধ্যক্ষ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ ঘটনাস্থল থেকে 18 পৃষ্ঠার একটি সুইসাইড নোটও পেয়েছে। যেখানে তার মৃত্যুর জন্য দুই শিক্ষক ও বিএসএকে দায়ী করেছেন মৃত অধ্যক্ষ। 

তথ্য অনুযায়ী, সকালে স্কুলে এসে স্কুলেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অধ্যক্ষ। সকালে স্কুলের কর্মচারী ও পড়ুয়ারা স্কুলে পৌঁছলে বিষয়টি জানা যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। এছাড়াও, তদন্তের জন্য ফরেনসিক দলকে ঘটনাস্থলে ডাকা হয়। সঞ্জীব গজরাউলা এলাকার সুলতানার গ্রামের আদর্শ জুনিয়র হাই স্কুলের অধ্যক্ষ ছিলেন এবং তিনি মূলত বাছরাউন এলাকার জামানাবাদ গ্রামের বাসিন্দা ছিলেন। 

স্কুলে বিবাদ চলছিল

স্কুলের সহকর্মী শিক্ষকের সঙ্গে অধ্যক্ষ সঞ্জীব কুমারের বিবাদ চলছিল। সুইসাইড নোটে তিনি লিখেছেন যে রাঘবেন্দ্র সিং, সরিতা সিং এবং বিএসএ ম্যাডামের জন্য তিনি আত্মহত্যা করছেন।  রাঘবেন্দ্র ও সরিতা তাকে গালি দেয়, তাদের অত্যাচারে মরে যাওয়াই ভালো। প্রধান শিক্ষক লিখেছেন, “আমি 2 এপ্রিল, 2019 থেকে তাদের উত্পীড়ন সহ্য করছি, আমি তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চাই। আমি সমস্ত অফিসারদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি যে তদন্তটি মোরাদাবাদ বিভাগ দ্বারা করা উচিত নয় কারণ পুরো বিভাগে তাদের আধিপত্য আছে।” 

এ ছাড়া তিনি বলেন, ডিএম সাহেবা ও বিএসএ ম্যাডাম না আসা পর্যন্ত কেউ যেন আমার শরীরে হাত না দেয়। আমার কাছে স্কুলের কোনো জিনিসপত্র নেই, ট্যাবলেট দুটোই রেখেছি।  পরিমা শর্মাকে স্কুলের ইনচার্জ করা হচ্ছে, তিনি সবচেয়ে সিনিয়র শিক্ষক।

পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে

নিহতের ছেলে অনুজ সিং জানান, স্কুল শিক্ষক তার বাবাকে নির্যাতন ও মারতেন। মঙ্গলবার সকাল ৭টায় বাড়ি থেকে বের হলে অন্য শিক্ষকরা লাশ ঝুলতে দেখে আমাকে খবর দেয়। বাবা আমাকে একটি হোয়াটসঅ্যাপ মেসেজও পাঠিয়েছিলেন, কিন্তু দেখার আগেই ডিলিট করে দিয়েছিলেন। গত রাত থেকে তাকে বিচলিত দেখাচ্ছিল, আমরা তাকে জিজ্ঞাসাও করি কিন্তু তিনি কিছুই বলেননি। 

Assistant Professor: ফ্যাকাল্টি নিয়োগ 2024, 125টি শূন্যপদে সহকারী অধ্যাপক এবং অধ্যাপক পদে আবেদনের জন্য অনলাইনে আবেদন করুন

Assistant Professor Recruitment শিক্ষক নিয়োগ

Assistant Professor Recruitment: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NIT) অন্ধ্রপ্রদেশ বিভিন্ন বিষয়ে সহকারী অধ্যাপকদের নিয়োগের ঘোষণা করেছে। NIT অন্ধ্রপ্রদেশের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া 19 সেপ্টেম্বর, 2024 এ শুরু হয়েছে। NIT অন্ধ্রপ্রদেশ সহকারী অধ্যাপক নিয়োগের জন্য আবেদন এবং নির্বাচন প্রক্রিয়া, যোগ্যতার প্রয়োজনীয়তা এবং অন্যান্য তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে।

এনআইটি অন্ধ্র প্রদেশ অনুষদের শূন্যপদ 2024

সহকারী অধ্যাপক নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি NIT অন্ধ্র প্রদেশ দ্বারা করা হয়েছে। নিম্নলিখিত শূন্যপদের সংখা দেখেনিন –

সহকারী অধ্যাপক লেভেল-10: 48
সহকারী অধ্যাপক লেভেল-11: 20
সহকারী অধ্যাপক লেভেল-12: 20
সহযোগী অধ্যাপক লেভেল-13A2: 30
অধ্যাপক (14A): 7

শিক্ষাগত যোগ্যতা

NIT AP-এ শূন্য পদের জন্য আবেদনের জন্য অবশ্যই তাদের BE/BTech, ME/MTech, PhD, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়, একাডেমি বা ইনস্টিটিউট থেকে উপযুক্ত ক্ষেত্রে সমমানের ডিগ্রি সম্পন্ন করতে হবে।

বয়স সীমা

সহকারী অধ্যাপক- ৩৫ বছর 
সহযোগী অধ্যাপক- ৩৫ বছর 
অধ্যাপক- ৫০ বছর 

এনআইটি অন্ধ্রপ্রদেশ আবেদনপত্র 2024

আবেদনকারীরা এক বা একাধিক পদের জন্য আবেদন করতে পারেন: অনলাইন আবেদনের জন্য, https://nitandhra.ac.in/FRP/ দেখুন। অনলাইন আবেদনটি একাধিক সেশনে সম্পন্ন করা যেতে পারে।

প্রতিটি বিভাগের জন্য পৃথক অনলাইন আবেদন সম্পূর্ণ করুন: আপনি যদি একাধিক বিভাগে আবেদন করেন তবে প্রতিটি বিভাগের জন্য আপনাকে অবশ্যই অনলাইনে একটি আবেদন পূরণ করতে হবে।

শুধুমাত্র অনলাইন আবেদন গ্রহণ করা হবে। ইমেল বা অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন পাঠানোর অনুমতি নেই। সমস্ত আবেদন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ফাইল করতে হবে।

NIT অন্ধ্রপ্রদেশ সহকারী অধ্যাপক আবেদন ফি 2024

আবেদন ফি স্থানান্তর বা ফেরত দেওয়া যাবে না। নিম্নলিখিত ফি কাঠামো। ক্যটাগরি আবেদন ফি –

সাধারণ, OBC, EWS 1000/- প্রতি আবেদন
SC/ST/PWD কোন আবেদন ফি নেই

NIT অন্ধ্রপ্রদেশ অনুষদ নির্বাচন প্রক্রিয়া 2024

NIT অন্ধ্র প্রদেশের সহকারী অধ্যাপক নিয়োগের প্রক্রিয়ায় নিম্নলিখিত পদ্ধতিগুলি জড়িত:

শিক্ষণ প্রদর্শন: দ্বিতীয় বর্ষের BTech স্তরে, প্রার্থীদের অবশ্যই তাদের শাখার মধ্যে একটি মূল কোর্সে একটি শিক্ষণ প্রদর্শনী পরিচালনা করতে হবে।

পাওয়ারপয়েন্ট রিসার্চ প্রেজেন্টেশন: প্রার্থীদের অবশ্যই তাদের গবেষণার ফলাফল প্রদর্শনের জন্য একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহার করতে হবে।

সাক্ষাত্কার: প্রথম দুই রাউন্ডের মাধ্যমে অগ্রসর হওয়া আবেদনকারীদের একটি সাক্ষাত্কারের জন্য যোগাযোগ করা হবে।

NIT অন্ধ্র প্রদেশ অনুষদের গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইন আবেদন শুরুর তারিখ: সেপ্টেম্বর 19, 2024
অনলাইনে আবেদনের শেষ তারিখ: অক্টোবর 10, 2024

অফিসিয়াল ওয়েবসাইট: https://nitandhra.ac.in/FRP/

ব্রেকিং: আপার প্রাইমারি সব বিষয়ের স্কুলের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন, দেখেনিন এখানে

স্কুল সার্ভিস কমিশন

এসএসসি কাউন্সেলিং: আদালতের নির্দেশের পরে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য মেধাতালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। এবার উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য স্কুল ভিত্তিক শূণ্যপদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। আপার প্রাইমারীর সব বিষয়ের স্কুল লিস্ট পাবলিশ হল। তালিকা দেখতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।

এদিকে আজই কাউন্সেলিং সম্পর্কিত নোটিশ  আগেই দেওয়া হয়েছে। কাউন্সেলিং, এবং ইন্টিমেশন লেটার ডাউনলোড সম্পর্কিত নোটিশ দেওয়া হল। যে সকল প্রার্থীদের অক্টোবর মাসের 2,3,24,25,28,29 কাউন্সিলিং হবে, তাঁদের সূচি দেওয়া হয়েছে। মোট ১৪ হাজার ৫২ শূন্যপদে শিক্ষক নিয়োগ হবে। বিস্তারিত জানতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।

পুজোর আগেই শুরু হচ্ছে কাউন্সেলিং। আগামী ৩  অক্টোবর থেকে কাউন্সেলিং হবে। পুজোর আগে দুদিন হবে কাউন্সেলিং। তার পর আবার অক্টোবরের শেষ সপ্তাহে। স্কুল সার্ভিস কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে, ৩ ও ৪ অক্টোবর অর্থাৎ পুজোর আগে দুদিন হবে কাউন্সেলিং। তার পর আবার পুজোর পর চার দিন হবে কাউন্সেলিং – ২৪,২৫, ২৮ ও ২৯ অক্টোবর। তার পর শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। কাউন্সেলিংয়ে অংশগ্রহণকারী যোগ্য প্রার্থীদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ করা হবে। 

এসএসসির দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত প্রথম দফার কাউন্সেলিং হবে। প্রথম দিন হচ্ছে ইংরেজি, হিন্দি, তেলুগু এবং উর্দু মাধ্যমের পিওর সায়েন্স বিষয়গুলির কাউন্সেলিং। ওইদিন ১৪৪ জন প্রার্থীর কাউন্সেলিং হবে। এছাড়া, ২৯ অক্টোবর পর্যন্ত যে কাউন্সেলিংগুলি হবে, তার মধ্যে একদিন শুধু বাংলা মাধ্যমের কাউন্সেলিং রয়েছে। সেটা ২৫ অক্টোবর বাংলা মাধ্যমে আরবি বিষয়ের কাউন্সেলিং। বাংলা মাধ্যমের বাকি বিষয়গুলির কাউন্সেলিংয়ের দিনক্ষণ পরে ঘোষণা করবে এসএসসি।

স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, ১ অক্টোবরের মধ্যে কাউন্সেলিংয়ের ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নিতে হবে প্রার্থীদের। কমিশনের ওয়েবসাইটে স্কুলভিত্তিক শূন্যপদের হিসেবও দেওয়া হবে সেদিন থেকেই। শূন্যপদ অনুযায়ী পছন্দের স্কুল কাউন্সেলিংয়ে বেছে নিতে পারবেন প্রার্থীরা। যদিও চাকরি প্রার্থীদের অভিযোগ অত্যন্ত ধীর গতিতে কাউন্সেলিং প্রক্রিয়া পরিচালিত করছে এসএসসি। আদালত নির্দেশ দিয়েছিল চার সপ্তাহের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তবে এসএসসির নোটিশ দেখে বোঝা যাচ্ছে চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হবে না। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে আদালত অবমাননার মুখে পড়বে নাতো এসএসসি?

SSC: আপার প্রাইমারি শিক্ষক নিয়োগে সূচি প্রকাশ এসএসসির, ডাইরেক্ট লিঙ্ক এখানে

আদালতের নির্দেশকে মান্যতা দিতে হলে এসএসসিকে বিজ্ঞপ্তি প্রকাশের চার সপ্তাহের মধ্যে ১৪ হাজার ৫২ জনের কাউন্সেলিং করতে হতো। কিন্তু পুজোর আগে দু’টি দিন মাত্র ৫০০ চাকরিপ্রার্থীর কাউন্সেলিং করছে এসএসসি। আর দুর্গা পুজোর পর বাকি তিন দিনে ৭০০ থেকে ৮০০ চাকরিপ্রার্থীর কাউন্সেলিং হবে। এই নিয়ে আশাহত হবু শিক্ষকরা।

Final Vacancy in r/o 1st SLST, 2016(AT), Upper Primary Level of Classes (Except 10% seats reserved for Para Teachers) for counselling in compliance with solemn Judgment dated 28.08.2024 in MAT 638 of 2021 & connected matters.      

Click here to view the Final Vacancy    

BIG NEWS: আপার প্রাইমারি শিক্ষক নিয়োগে সূচি প্রকাশ এসএসসির, ডাইরেক্ট লিঙ্ক এখানে

এসএসসি SSC শিক্ষক

এসএসসি কাউন্সেলিং: আদালতের নির্দেশের পরে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য মেধাতালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। কাউন্সেলিং সম্পর্কিত নোটিশ  আগেই দেওয়া হয়েছে। কাউন্সেলিং, এবং ইন্টিমেশন লেটার ডাউনলোড সম্পর্কিত নোটিশ দেওয়া হল। যে সকল প্রার্থীদের অক্টোবর মাসের 2,3,24,25,28,29 কাউন্সিলিং হবে, তাঁদের সূচি দেওয়া হয়েছে। মোট ১৪ হাজার ৫২ শূন্যপদে শিক্ষক নিয়োগ হবে। বিস্তারিত জানতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।

পুজোর আগেই শুরু হচ্ছে কাউন্সেলিং। আগামী ৩  অক্টোবর থেকে কাউন্সেলিং হবে। পুজোর আগে দুদিন হবে কাউন্সেলিং। তার পর আবার অক্টোবরের শেষ সপ্তাহে। স্কুল সার্ভিস কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে, ৩ ও ৪ অক্টোবর অর্থাৎ পুজোর আগে দুদিন হবে কাউন্সেলিং। তার পর আবার পুজোর পর চার দিন হবে কাউন্সেলিং – ২৪,২৫, ২৮ ও ২৯ অক্টোবর। তার পর শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। কাউন্সেলিংয়ে অংশগ্রহণকারী যোগ্য প্রার্থীদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ করা হবে। 

এসএসসির দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত প্রথম দফার কাউন্সেলিং হবে। প্রথম দিন হচ্ছে ইংরেজি, হিন্দি, তেলুগু এবং উর্দু মাধ্যমের পিওর সায়েন্স বিষয়গুলির কাউন্সেলিং। ওইদিন ১৪৪ জন প্রার্থীর কাউন্সেলিং হবে। এছাড়া, ২৯ অক্টোবর পর্যন্ত যে কাউন্সেলিংগুলি হবে, তার মধ্যে একদিন শুধু বাংলা মাধ্যমের কাউন্সেলিং রয়েছে। সেটা ২৫ অক্টোবর বাংলা মাধ্যমে আরবি বিষয়ের কাউন্সেলিং। বাংলা মাধ্যমের বাকি বিষয়গুলির কাউন্সেলিংয়ের দিনক্ষণ পরে ঘোষণা করবে এসএসসি।

স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, ১ অক্টোবরের মধ্যে কাউন্সেলিংয়ের ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নিতে হবে প্রার্থীদের। কমিশনের ওয়েবসাইটে স্কুলভিত্তিক শূন্যপদের হিসেবও দেওয়া হবে সেদিন থেকেই। শূন্যপদ অনুযায়ী পছন্দের স্কুল কাউন্সেলিংয়ে বেছে নিতে পারবেন প্রার্থীরা। যদিও চাকরি প্রার্থীদের অভিযোগ অত্যন্ত ধীর গতিতে কাউন্সেলিং প্রক্রিয়া পরিচালিত করছে এসএসসি। আদালত নির্দেশ দিয়েছিল চার সপ্তাহের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তবে এসএসসির নোটিশ দেখে বোঝা যাচ্ছে চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হবে না। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে আদালত অবমাননার মুখে পড়বে নাতো এসএসসি?

SSC: আপার প্রাইমারি শিক্ষক নিয়োগে সূচি প্রকাশ এসএসসির, ডাইরেক্ট লিঙ্ক এখানে

আদালতের নির্দেশকে মান্যতা দিতে হলে এসএসসিকে বিজ্ঞপ্তি প্রকাশের চার সপ্তাহের মধ্যে ১৪ হাজার ৫২ জনের কাউন্সেলিং করতে হতো। কিন্তু পুজোর আগে দু’টি দিন মাত্র ৫০০ চাকরিপ্রার্থীর কাউন্সেলিং করছে এসএসসি। আর দুর্গা পুজোর পর বাকি তিন দিনে ৭০০ থেকে ৮০০ চাকরিপ্রার্থীর কাউন্সেলিং হবে। এই নিয়ে আশাহত হবু শিক্ষকরা।

Link for downloading intimation letter for attending the Counselling icw this office Memo no. 903 /6723(IV)/CSSC/ESTT/2024 dated: 27.09.2024   

Click here to Download Intimation Letter.     

Notice (Ref:Initial Schedule of counseling) in c/w 1st SLST-2016, Upper Primary Level of Classes (excluding 10%para-teachers).   

Click here to view the Notice.