Home পশ্চিমবঙ্গ Holiday List: ১৭ দিন ছুটি অক্টোবরে! বন্ধ থাকবে স্কুল-কলেজ, অফিস-আদালত! কবে বন্ধ?...

Holiday List: ১৭ দিন ছুটি অক্টোবরে! বন্ধ থাকবে স্কুল-কলেজ, অফিস-আদালত! কবে বন্ধ? কোনদিন খোলা? দেখেনিন তালিকা

শুরু হল উৎসবের মাস অক্টোবর। আর এই মাসে রয়েছে টানা পুজোর ছুটি। পুজোর মাসে ১৭ দিন ছুটি সরকারি অফিসে। অক্টোবর মাসে দুর্গাপুজো, কোজাগরী লক্ষ্মীপুজো এবং কালীপুজো উপলক্ষ্যে রয়েছে টানা ছুটি। আসুন ছুটির তালিকা দেখে নিই। 

774
DA News মহার্ঘ ভাতা

ছুটির তালিকা: শুরু হল উৎসবের মাস অক্টোবর। আর এই মাসে রয়েছে টানা পুজোর ছুটি। পুজোর মাসে ১৭ দিন ছুটি সরকারি অফিসে। অক্টোবর মাসে দুর্গাপুজো, কোজাগরী লক্ষ্মীপুজো এবং কালীপুজো উপলক্ষ্যে রয়েছে টানা ছুটি। আসুন ছুটির তালিকা দেখে নিই। 

এরাজ্যের সরকারি কর্মীদের প্রথম ছুটি থাকছে ২ অক্টোবর (বুধবার)। ওইদিন গান্ধী জয়ন্তীর পাশাপাশি মহালয়াও পড়েছে। এরপর কয়েকটা দিন অফিস করার পরেই পুজোর ছুটি শুরু হয়ে যাবে। চলবে টানা ছুটি। বন্ধ থাকবে অফিস, আদালত, স্কুল, কলেজ।

এই মাসে খাতায়কলমে চতুর্থী (৭ অক্টোবর) থেকে পুজোর ছুটি শুরু হবে। এবার চতুর্থী থেকেই নবান্নের তরফে পুজোর ছুটি ঘোষণা করা হয়েছে। বাড়তি হিসেবে চতুর্থী (৭ অক্টোবর, সোমবার), পঞ্চমী (৮ অক্টোবর, মঙ্গলবার) এবং ষষ্ঠীতে (৯ অক্টোবর, বুধবার) ছুটি থাকবে। এক্ষেত্রে শনিবার অফিস বন্ধ থাকলে পুজোর ছুটি আদতে ৫ অক্টোবর থেকেই শুরু হয়ে যাচ্ছে।

সপ্তমী (১০ অক্টোবর, বৃহস্পতিবার), অষ্টমী ও নবমী (১১ অক্টোবর, শুক্রবার) এবং দশমীতে (১২ অক্টোবর এবং শনিবার) স্বভাবতই ছুটি থাকবে। তারপরও অবশ্য সরকারি অফিস খুলবে না। কারণ ১৩ অক্টোবর এমনিতেই রবিবার পড়েছে। আর ১৪ অক্টোবর (সোমবার) এবং ১৫ অক্টোবর (মঙ্গলবার) বাড়তি ছুটি থাকছে।

পড়ুন:  দারুন খবর, বাড়তি মিলবে পুজোর ছুটি! টানা বন্ধ থাকবে সরকারি অফিস, স্কুল, পশ্চিমবঙ্গ সরকারের হলিডে লিস্ট দেখেনিন

লক্ষ্মীপুজো পড়েছে ১৬ অক্টোবর (বুধবার)। কোজাগরী লক্ষ্মীপুজোর জন্য বাড়তি দু’দিন বাড়তি ছুটি থাকছে – ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) এবং ১৮ অক্টোবর (শুক্রবার)। যে সরকারি অফিস শনিবার ছুটি থাকবে, তা একেবারে খুলবে সেই ২১ অক্টোবর। মাসের শেষদিনে (৩১ অক্টোবর, বৃহস্পতিবার) কালীপুজোর জন্য ছুটি থাকবে। তারপর কালীপুজো এবং ভাইফোঁটার জন্যও বাড়তি ছুটি থাকবে। তবে সেই ছুটি পড়েছে নভেম্বরে।

পড়ুন:  ৫০ হাজার শূন্য পদে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করতে হবে! নতুন নিয়োগ নিয়ে যা জানা গেল