Homeপশ্চিমবঙ্গপুজোর ছুটি বাতিল করছে বহু স্কুল! যা জানালেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য

পুজোর ছুটি বাতিল করছে বহু স্কুল! যা জানালেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য

শুরু হল উৎসবের মাস অক্টোবর। আর এই মাসে রয়েছে টানা পুজোর ছুটি। পুজোর মাসে ১৭ দিন ছুটি সরকারি অফিসে। অক্টোবর মাসে দুর্গাপুজো, কোজাগরী লক্ষ্মীপুজো এবং কালীপুজো উপলক্ষ্যে রয়েছে টানা ছুটি। এরাজ্যের সরকারি কর্মীদের প্রথম ছুটি ছিল ২ অক্টোবর (বুধবার)। ওইদিন গান্ধী জয়ন্তীর পাশাপাশি মহালয়াও ছিল।

নিউজ ডেস্ক: শুরু হল উৎসবের মাস অক্টোবর। আর এই মাসে রয়েছে টানা পুজোর ছুটি। পুজোর মাসে ১৭ দিন ছুটি সরকারি অফিসে। অক্টোবর মাসে দুর্গাপুজো, কোজাগরী লক্ষ্মীপুজো এবং কালীপুজো উপলক্ষ্যে রয়েছে টানা ছুটি। এরাজ্যের সরকারি কর্মীদের প্রথম ছুটি ছিল ২ অক্টোবর (বুধবার)। ওইদিন গান্ধী জয়ন্তীর পাশাপাশি মহালয়াও ছিল। এরপর কয়েকটা দিন অফিস করার পরেই পুজোর ছুটি শুরু হয়ে যাবে। চলবে টানা ছুটি। বন্ধ থাকবে অফিস, আদালত, স্কুল, কলেজ।

তবে এবারে গ্রীষ্মে তাপপ্রবাহের কারণে বাড়িয়ে দেওয়া হয়েছিল গরমের ছুটি। তারপর দীর্ঘমেয়াদি লোকসভা ভোট আর বন্যার কারণে এ বছর পঞ্চম থেকে দ্বাদশে পড়াশোনায় বিপুল খামতি রয়ে গিয়েছে। সেই কারণেই পুজোর ছুটিতেও চলবে স্কুল। অনেক স্কুলই লক্ষ্মীপুজোর পর থেকে কালীপুজোর আগে পর্যন্ত অফলাইন ও অনলাইন ক্লাসের পথে হাঁটছে বলে জানিয়েছে একটি অনলাইন নিউজ পোর্টাল। নিউজ পোর্টালটি জানিয়েছে এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘সিদ্ধান্ত নিতে দু-একদিনের মধ্যেই বৈঠকে বসব।’

নিউজ পোর্টালটি পুজোর ছুটি নিয়ে এই দাবি করলেও এখনও পর্যন্ত ছুটি বাতিল নিয়ে অফিসিয়াল ভাবে কিছু জানানো হয়নি। ফলে ছুটি বাতিল নিয়ে চিন্তিত হওয়ার কিছুই নেই। তাই পুজোর ছুটি নিয়ে আনন্দ করুন।

এই মাসে খাতায়কলমে চতুর্থী (৭ অক্টোবর) থেকে পুজোর ছুটি শুরু হবে। এবার চতুর্থী থেকেই নবান্নের তরফে পুজোর ছুটি ঘোষণা করা হয়েছে। বাড়তি হিসেবে চতুর্থী (৭ অক্টোবর, সোমবার), পঞ্চমী (৮ অক্টোবর, মঙ্গলবার) এবং ষষ্ঠীতে (৯ অক্টোবর, বুধবার) ছুটি থাকবে। এক্ষেত্রে শনিবার অফিস বন্ধ থাকলে পুজোর ছুটি আদতে ৫ অক্টোবর থেকেই শুরু হয়ে যাচ্ছে।

সপ্তমী (১০ অক্টোবর, বৃহস্পতিবার), অষ্টমী ও নবমী (১১ অক্টোবর, শুক্রবার) এবং দশমীতে (১২ অক্টোবর এবং শনিবার) স্বভাবতই ছুটি থাকবে। তারপরও অবশ্য সরকারি অফিস খুলবে না। কারণ ১৩ অক্টোবর এমনিতেই রবিবার পড়েছে। আর ১৪ অক্টোবর (সোমবার) এবং ১৫ অক্টোবর (মঙ্গলবার) বাড়তি ছুটি থাকছে।

পড়ুন:  বহুদিনের দাবি মিটল! ৩ বা ৪% নয়, একধাক্কায় ভাতা বাড়ল ৭ গুণ! পকেট ভারী হবে বাংলার এই সরকারি কর্মীদের

লক্ষ্মীপুজো পড়েছে ১৬ অক্টোবর (বুধবার)। কোজাগরী লক্ষ্মীপুজোর জন্য বাড়তি দু’দিন বাড়তি ছুটি থাকছে – ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) এবং ১৮ অক্টোবর (শুক্রবার)। যে সরকারি অফিস শনিবার ছুটি থাকবে, তা একেবারে খুলবে সেই ২১ অক্টোবর। মাসের শেষদিনে (৩১ অক্টোবর, বৃহস্পতিবার) কালীপুজোর জন্য ছুটি থাকবে। তারপর কালীপুজো এবং ভাইফোঁটার জন্যও বাড়তি ছুটি থাকবে। তবে সেই ছুটি পড়েছে নভেম্বরে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments