বিএড ভর্তি: শিক্ষক হতে ইচ্ছুক প্রার্থীদের জন্য ভালো খবর। ফের বিএড ভর্তি হওয়ার আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। ২১ অক্টোবর থেকে বিএডে শুরু দ্বিতীয় দফার কাউন্সেলিং প্রক্রিয়া। বিএড অ্যাডমিশনের দ্বিতীয় ধাপ দেরিতে শুরু করছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি।
আগ্রহী প্রার্থীরা২১ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। অনলাইনের আবেদন প্রক্রিয়া চালাবে বিএড বিশ্ববিদ্যালয়। নতুন প্রার্থীরাই এতে আবেদন করতে পারবেন। এই সময়ের মধ্যে পছন্দসই কলেজ বাছাই করে ২৮ অক্টোবর অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে প্রার্থীদের। ২ নভেম্বর প্রকাশিত হবে মেধা তালিকা। সেদিন থেকে ৬ নভেম্বর পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়া।
প্রসঙ্গত উল্লেখ্য, এ বছর বিএডে ভর্তির হার একেবারেই আশাব্যঞ্জক নয়। তাই দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ের দিকে তাকিয়ে রয়েছে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। সংশ্লিষ্ট মহল মনে করছে রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া একেবারেই অনিয়মিত হয়ে পড়ছে। দীর্ঘ ৮ বছর স্কুল সার্ভিস কমিশন নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। ফলে বিএডে ভর্তি হওয়ার চাহিদাও কমেছে।