এ-ক্যাটাগরি স্কেল দিতেই হবে! DA মামলার মাঝে আদালতে বেতন নিয়ে মামলার পথে শিক্ষকরা, বাড়বে বেতন

DA মামলার মাঝেই ফের আদালতে বেতন নিয়ে মামলা করছেন শিক্ষকরা। শিক্ষকদের বেতন নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করার কথা ঘোষণা করলেন ডিএ আন্দোলনের অন্যতম 'মুখ' ভাস্কর ঘোষ। একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জানান, পুজোর আগেই এই মামলার আবেদন করা হবে হায়কোর্টে।

6102
প্রাথমিক শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: DA মামলার মাঝেই ফের আদালতে বেতন নিয়ে মামলা করছেন শিক্ষকরা। শিক্ষকদের বেতন নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করার কথা ঘোষণা করলেন ডিএ আন্দোলনের অন্যতম ‘মুখ’ ভাস্কর ঘোষ। একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জানান, পুজোর আগেই এই মামলার আবেদন করা হবে হায়কোর্টে।




আসলে এক বছরের পিটিটিআই কোর্স করে ২০১০ সালে প্রাথমিক শিক্ষক হিসেবে যোগদানকারীরা এ-ক্যাটাগরি স্কেলে বেতন পান না। এই নিয়ে ভাস্কর ঘোষ ঘোষণা করলেন, পিটিটি করে ২০১০ সালে সরকারি শিক্ষক হিসেবে যোগদানকারীরা যাতে এ-ক্যাটাগরি স্কেলে বেতন পান, তার দাবিতে কলকাতা হাই কোর্টে পুজোর আগেই মামলা করা হবে।

সোশ্যাল মিডিয়া পোস্টে ভাস্কর ঘোষ লিখেছেন, ‘২০১০ সালে যোগদানকারী শিক্ষক শিক্ষিকা যারা এ-ক্যাটাগরি স্কেল প্রথম দিন থেকে পাচ্ছেন না অথচ তারা এক বছরের পিটিটি করে যোগদান করেছিলেন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মনে করে প্রথম দিন থেকেই আপনাদের এ-ক্যাটাগরী স্কেলে বেতন  পাওয়া উচিত।’ 

পড়ুন:  হতে পারে আশাভঙ্গ! গ্রেড ধরে ধরে জানুন কত বাড়তে পারে সরকারি কর্মীদের বেতন

SSC নিয়ে আজকেই হেস্তনেস্ত! অন স্পট নোটিশ দিয়ে মেধাতালিকা প্রকাশ ও কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করতেই হবে, বিরাট আন্দোলনে হবু শিক্ষকরা

তিনি আরও লেখেন, ‘বর্তমান এবং পূর্ববর্তী দুটি সরকারই আপনাদের প্রতি অন্যায় করেছে। আমরা দীর্ঘদিন থেকে এই বিষয়ে মামলা করার প্রস্তুতি নিয়ে রেখেছি, কিন্তু ২০০৬ সালের জটিলতার জন্য এই মামলাকে নিয়ে এগোনো হয়নি।’

পড়ুন:  ‘আসি, আমি মাঝে মধ্যে স্কুলে আসি’, ছাত্র-ছাত্রীরা না চিনতেই একি জবাব শিক্ষকের




শিক্ষকদের আশ্বাস দিয়ে ভাস্কর বাবু লেখেন, ‘এখন যেহেতু ২০০৬ সালের সমস্যার সমাধান হয়েছে তাই আমরা ঠিক করেছি দুর্গাপুজোর আগেই ২০১০ সালে শিক্ষক শিক্ষিকাদের যারা এক বছরের ট্রেনিং করে যোগদান করেছিলেন তাদের প্রথম দিন থেকে এ-ক্যাটাগরি স্কেলের জন্য সংগঠনের পক্ষ থেকে হাইকোর্টে মামলা করা হবে।’ 

পড়ুন:  শিক্ষক নিয়োগে ‘এক নম্বরি’ ষড়যন্ত্রে পার্থ এবং মানিক? ৪৬ জন প্রশিক্ষণপ্রাপ্তই নন, বঞ্চিত ১৫৮ জন