নিউজ ডেস্ক: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। মোট ৫৭,২০৮ পদে নিয়োগের পরীক্ষার তারিখ ঘোষণা করল স্টাফ সিলেকশন কমিশন (SSC)। বিস্তারিত সূচি প্রকাশ করল এসএসসি। এসএসসি কম্বাইনড গ্র্যাজুয়েট লেভেলের (SSC CGL) নিয়োগ প্রক্রিয়ার টিয়ার-২ পরীক্ষা এবং জিডি কনস্টেবল নিয়োগ পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশিত হল।
SSC Constable GD পরীক্ষা
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (সিএপিএফ) এবং এসএসএফে কনস্টেবল (জিডি), অসম রাইফেলসে রাইফেলম্যান (জিডি) এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোতে সিপাহির পদ পূরণ করা হয়ে থাকে। ২০২৫ সালের জিডি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় ৫২,৬৯,৫০০ জন আবেদন করেছেন। যেখানে শূন্যপদের সংখ্যা মাত্র ৩৯,৪৮১। অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবল নিয়োগে একটি পদের জন্য ১৩৩ জন প্রার্থী আছেন।
SSC Constable GD পরীক্ষার শূন্যপদ
১) বিএসএফ: ১৫,৬৫৪
২) সিআইএসএফ: ৭,১৪৫
৩) সিআরপিএফ: ১১,৫৪১
৪) এসএসবি: ৮১৯
৫) আইটিবিপি: ৩,০১৭
৬) অসম রাইফেলস: ১,২৪৮
৭) এসএসএফ: ৩৫
৮) এনসিবি: ২২
SSC Constable GD পরীক্ষার দিনক্ষণ
২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি, ৫ ফেব্রুয়ারি, ৬ ফেব্রুয়ারি, ৭ ফেব্রুয়ারি, ৮ ফেব্রুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১০ ফেব্রুয়ারি, ১১ ফেব্রুয়ারি, ১২ ফেব্রুয়ারি, ১৩ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারি, ১৮ ফেব্রুয়ারি, ১৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি, ২১ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি এবং ২৫ ফেব্রুয়ারি এসএসসি জিডি কনস্টেবল নিয়োগের কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (সিবিটি) হবে।