শোক সংবাদ: বিজয়া দশমীর দিনে মাত্র ৩৬ বছর বয়সে মৃত্যু হল শিক্ষকের, শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়

শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হল শিক্ষকের। মৃত শিক্ষকের নাম রাবন বেসরা। তিনি পুরুলিয়ার গিরিশচন্দ্র বিদ্যাপীঠের সহ শিক্ষক ছিলেন।

3740

শিক্ষকের মৃত্যু: এবার এক অত্যন্ত দুঃখজনক খবর সামনে এল। শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হল শিক্ষকের। মৃত শিক্ষকের নাম রাবন বেসরা। তিনি পুরুলিয়ার গিরিশচন্দ্র বিদ্যাপীঠের সহ শিক্ষক ছিলেন। বেশ কিছুদিন ধরেই তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন।

চিকিৎসা চলছিল, তবে শেষরক্ষা হল না। কিডনির সমস্যা জনিত কারনে পরলোক গমন করেছেন তিনি।

দুর্গাপুজোর উৎসবের আবহে বিজয়া দশমীর দিনে চলে গেলেন পুরুলিয়ার গিরিশচন্দ্র বিদ্যাপীঠের সহ শিক্ষক রাবন বেসরা। বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর। এদিন সকাল ১১টা নাগাদ মৃত্যু হয় ওই শিক্ষকের।

পড়ুন:  অসাধারণ: ১০০ শতাংশ প্রতিবন্ধকতা নিয়েও SSC আপার প্রাইমারির তালিকায় পঞ্চম স্থান দখল করে চমকে দিলেন রাহুল

শিক্ষকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুরুলিয়ার গিরিশচন্দ্র বিদ্যাপীঠের সহকারী শিক্ষক ছিলেন তিনি। স্বল্পভাষী, সদা হাস্যময় রাবনবাবু খুব অল্প সময়ের মধ্যেই স্কুলের সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। স্কুলের সহকর্মী শিক্ষক থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা প্রিয় শিক্ষকের মৃত্যুতে মর্মাহত। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।