চাকরির খবর: মাধ্যমিক পাসে সরকারি চাকরির সুযোগ! মাসিক বেতন ৩৫ হাজার টাকা

ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্য়ান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD) অফিস অ্য়াটেনডেন্ট হিসেবে নিয়োগ করবে।

591
WBCS EXAM ডব্লিউবিসিএস পরীক্ষা

চাকরির খবর: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্য়ান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD) অফিস অ্য়াটেনডেন্ট হিসেবে নিয়োগ করবে। ইতিমধ্যে ওই পদগুলির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্থায়ী শূন্যপদে নিয়োগ দেয়া হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

মোট শূন্যপদ

অফিস অ্যাটেনডেন্ট পদে মোট শূন্যপদ ১০৮টি। তারমধ্যে অসংরক্ষিত আসন ৫৪টি। এছাড়াও তপশিলি জাতির জন্য ৪টি, তপশিলি উপজাতির জন্য ১২টি, OBC-র জন্য ২৮টি আসন সংরক্ষিত থাকবে।

বেতন

পড়ুন:  Assistant Professor: বিভিন্ন বিভাগে 500+ অধ্যাপক, সহকারী অধ্যাপক পদে নিয়োগ চলছে, আবেদন করুন এইভাবে

অফিস অ্যাটেনডেন্ট গ্রুপ C পদে নিয়োগ দেওয়া হবে। ওই পদগুলিতে যাঁদের নিয়োগ করা হবে তাঁদের বেসিক বেতন হবে ১০ হাজার ৯৪০ টাকা। এরসঙ্গে ভাতা যুক্ত হবে। সবমিলিয়ে ইনহ্যান্ড স্যালারি হবে প্রায় ৩৫ হাজার টাকা।

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক পাস করলেই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।

পড়ুন:  শিক্ষক নিয়োগ: রাজ্যের বিশ্ববিদ্যালয়ে ছয়টি বিষয়ে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে গেস্ট টিচার নিয়োগ করা হবে

বয়সসীমা

আবেদনের জন্য সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে। এবং সর্বোচ্চ বয়স ৩০ বছরের মধ্যে থাকলেই আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণি অর্থাৎ তপশিলি জাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষমদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে।

নিয়োগ প্রক্রিয়া

নিয়োগের জন্য অনলাইন টেস্ট হবে। টেস্টের মধ্যে রয়েছে ৩০ নম্বরের রিজিনিং, ৩০ নম্বরের ইংরেজি এবং ৩০ নম্বরের জেনারেল অ্য়াওয়ারনেস।

পড়ুন:  Airport Authority Recruitment 2024: জুনিয়র সহকারীর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, বেতন 92,000 টাকা পর্যন্ত

আবেদন পদ্ধতি

ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ২১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। www.nabard.org ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।