শিক্ষক নিয়োগ: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। রাজ্যের সরকাররি স্কুলে কর্মখালি রয়েছে। সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করতে পারবেন।
শূন্যপদ
কোচবিহারের আকড়াহাট দিশারি প্রতিবন্ধী স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্রে কর্মখালি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট টিচার (সহকারী শিক্ষক) পদে নিয়োগ করা হবে কর্মী। শূন্যপদ একটি।
বেতন
স্থায়ী শূন্যপদে নিয়োগ দেয়া হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ২২,৫০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকার মধ্যে।
বয়স
৩১ অগস্ট ২০২৪ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট বিভাগে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্সের যোগ্যতা থাকা চাই। স্নাতক উত্তীর্ণ হলে অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
প্রার্থী নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীকে প্রথমে কোচবিহার জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ অক্টোবর ’২৪। বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।