Homeপশ্চিমবঙ্গSSC শিক্ষক নিয়োগ: উচ্চ প্রাথমিকের শূন্যপদ নিয়ে বিভ্রান্তি, বাতিল বহু স্কুল, বিকাশ...

SSC শিক্ষক নিয়োগ: উচ্চ প্রাথমিকের শূন্যপদ নিয়ে বিভ্রান্তি, বাতিল বহু স্কুল, বিকাশ ভবন সূত্রে যা জানা গেল

কলকাতা হাইকোর্টের নির্দেশের পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই দুই দফার কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করেছে স্কুল সার্ভিস কমিশন।

SSC শিক্ষক নিয়োগ: কলকাতা হাইকোর্টের নির্দেশের পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই দুই দফার কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করেছে স্কুল সার্ভিস কমিশন। পাঁচ বছর পর স্কুল সার্ভিস কমিশন ১৪,৩৩৯টি শূন্যপদের তালিকা প্রকাশ করার পর বহু স্কুলেই পড়াশোনা চালানো নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

এর কারণ হল, শিক্ষকদের শূন্যপদ পূরণের জন্য বহু স্কুলের নাম গত বার প্যানেলে থাকলেও এবার অজ্ঞাত কারণে তালিকা থেকে বাদ পড়েছে। বিকাশ ভবন সূত্রে খবর, চাকরিপ্রার্থীদের কাছ থেকে এরকম জানা মাত্রই এসএসসি-র তরফে স্কুলশিক্ষা কমিশনারকে বিষয়টি জানানো হয়েছে।

SSC প্রকাশিত আপার প্রাইমারি সাবজেক্ট ও ক্যাটেগরি অনুযায়ী স্কুল লিস্টে বহু সংখ্যক স্কুলের নাম নেই। এর ফলে স্কুলগুলি সমস্যায় পড়েছে। পূর্বের লিস্টে ও বহুবার পোস্ট / ভেকেন্সি জমা দেওয়া সত্বেও বর্তমান লিস্টে নাম নেই। অবশ্যই কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী পোস্ট সংখ্যা অনুযায়ী নিয়োগ করছে স্কুল সার্ভিস কমিশন ও স্কুল শিক্ষা দপ্তর। তবুও দীর্ঘ কয়েক বছর ধরে যে সকল স্কুলের  আপার প্রাইমারি স্তরের ভেকেন্সিগুলি পূরণ হয়নি সেগুলো যথাযথভাবে লিস্টে প্রাধান্য পায়নি। এর ফলে বহু সংখ্যক জুনিয়র হাইস্কুল সমস্যায় পড়বে, যেগুলিতে শিক্ষক নিয়োগ আবশ্যিক ছিলো।

তবে এই নিয়ে বিকাশ ভবন সূত্রে খবর, চাকরিপ্রার্থীদের কাছ থেকে এরকম জানা মাত্রই এসএসসি-র তরফে স্কুলশিক্ষা কমিশনারকে বিষয়টি জানানো হয়েছে।



কমিশন সূত্রের খবর, ৯০০ স্কুলের ভুল ঠিকানা, বিষয় এবং ক্যাটিগরি সংশোধন করা হয়েছে। আদালতের নির্দেশে মেধাতালিকা আগেই প্রকাশ করা হয়েছে। এবার উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগে ১৪,৩৩৯টি শূন্যপদের তালিকা ওয়েবসাইটে আপলোড করেছে স্কুল সার্ভিস কমিশন (WBSSC)। ইতমধ্যেই দুই দফার কাউন্সিলিং সম্পন্ন হয়েছে।

পড়ুন:  Teacher Recruitment 2024: আর্মি পাবলিক স্কুলে টিজিটি, পিজিটি, পিআরটি শিক্ষক পদের জন্য আবেদন শুরু, আবেদন করার সরাসরি লিঙ্ক



RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments