শিক্ষকের মৃত্যু: এবার এক অত্যন্ত দুঃখজনক খবর সামনে এল। ভয়ংকর দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল শিক্ষকের। মৃত শিক্ষকের নাম মশিউর রহমান। তিনি বীরভূম জেলার সিউড়ি ২ নং ব্লকের অন্তর্গত মাজিগ্রাম হাই স্কুলের শিক্ষক ছিলেন। ট্রেনে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শিক্ষকের।
জানা গেছে, মশিউর রহমান এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় পরলোকগমন করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁইথিয়ায় রেল স্টেশনে দুর্ঘটনাটি ঘটে। ট্রেন থেকে নামার সময় হঠাৎ করে পড়ে জান। আর এরপরেই ঘটে যায় দুর্ঘটনা। মৃত্যু হয় শিক্ষকের।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মাজিগ্রাম হাই স্কুলের শিক্ষক থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা প্রিয় শিক্ষকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।