Homeপশ্চিমবঙ্গতবে কি বছর শেষে রাজ্যে স্কুল শিক্ষকের বদলি নিয়ে বড় ‘সুখবর’, যা...

তবে কি বছর শেষে রাজ্যে স্কুল শিক্ষকের বদলি নিয়ে বড় ‘সুখবর’, যা জানাচ্ছে পর্ষদ ও কমিশন

আপস-বদলিতে অসুবিধা নেই বলে জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন।

শিক্ষকদের বদলি: তবে কি ফের উৎসশ্রী পোর্টালের মাধম্যে বদলির রক্রিয়া শুরু হবে শিক্ষকদের? আপস-বদলিতে অসুবিধা নেই বলে জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন। এই নিয়ে শিক্ষা দফতরের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন শিক্ষক-শিক্ষিকারা। আবেদন করেও দীর্ঘ কয়েক বছর ধরে থমকে তাঁদের ‘মিউচুয়াল ট্রান্সফার’ বা আপস-বদলি।

আসলে ২০২২ সালে শিক্ষক বদলির পোর্টাল বন্ধ রাখার প্রক্রিয়া শুরু হয়। তার পর থেকে পোর্টাল খোলার ইচ্ছে পর্যন্ত দেখাচ্ছে না শিক্ষা দফতর। এর কারন হিসাবে বলা হয়, যেহেতু নিয়োগ প্রক্রিয়া চলছে, তাই বদলি চললে অসুবিধায় পড়তে হবে। বদলির পোর্টাল বন্ধ হওয়ার আগে পর্যন্ত প্রায় ২২০০-এর বেশি বদলির আবেদন থমকে রয়েছে জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে। একই ভাবে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রেও আবেদন জমা পড়ে রয়েছে। এখন পর্ষদ এবং কমিশন জানাচ্ছে, আপস-বদলিতে অসুবিধা নেই। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, “আপস-বদলির ক্ষেত্রে আমাদের কোন‌ও সমস্যা নেই। আমরা এ বিষয়ে যা জানানোর সরকারকে জানিয়েছি। ট্রান্সফার চালু করার সিদ্ধান্ত সরকারের। তারা চালু করলে দ্রুত ট্রান্সফার সম্পূর্ণ করা হবে।”

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “এই মুহূর্তে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া চলছে। জেনারেল ট্রান্সফার চালু হলে তাতে ব্যাঘাত করতে পারে। তবে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কোন‌ও সমস্যা নেই। সে কথা আমরা শিক্ষা দফতরকে জানিয়েছি।”

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments