Homeপশ্চিমবঙ্গবাড়ি বানাতে ১ লক্ষ ২০ হাজার দেবে পশ্চিমবঙ্গ সরকার, তবে বদলে গেল...

বাড়ি বানাতে ১ লক্ষ ২০ হাজার দেবে পশ্চিমবঙ্গ সরকার, তবে বদলে গেল নিয়ম! সমস্যায় পড়ার আগেই জেনেনিন

প্রথমে ধাপে ৬০,০০০ টাকা, এরপর ৪০,০০০ টাকা এবং সবশেষে ২০,০০০ টাকা দেয় সরকার। তবে দেখা গিয়েছে, বেশ কিছু উপভোক্তা এই প্রকল্পে টাকা পেলেও বাড়ি তৈরি করেননি।

বাংলার বাড়ি স্কিম: বাড়ি বানাতে ১ লক্ষ ২০ হাজার দেবে পশ্চিমবঙ্গ সরকার।  তবে এই সুবিধা পেতে গেলে বদলে গেল নিয়ম! সমস্যায় পড়ার আগেই সব কিছু জেনে নিতে হবে আপনাকে। পশ্চিমবঙ্গ সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পের (Government Scheme) স্কিম নিয়ে সামনে এল বড় আপডেট।

বাংলার বাড়ি প্রকল্পে (Government Scheme) বদলে গেল নিয়ম

রাজ্য সরকারের (Government of West Bengal) এই প্রকল্পে বাড়ি তৈরির টাকা পেতে গেলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। আগে তেমন কড়াকড়ি না থাকলেও সাম্প্রতিক অতীতে বেশ কিছু দুর্নীতির খবর আসতেই কড়াকড়ির পথে হেঁটেছে রাজ্য। পুজো মিটলেই অক্টোবর মাসের ২১ তারিখ থেকে রাজ্যজুড়ে বাংলার বাড়ি (Banglar Bari) প্রকল্পের সমীক্ষা শুরু হবে। কারা এই প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য সেটা খতিয়ে দেখা হবে। এরপরেই যোগ্য আবেদনকারীদের বাড়ি তৈরির টাকা দেবে রাজ্য।

তিনটি ধাপে দেওয়া হবে টাকা

জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পে (Government Scheme) মূলত ৩টি ধাপে টাকা দেওয়া হয়। প্রথমে ধাপে ৬০,০০০ টাকা, এরপর ৪০,০০০ টাকা এবং সবশেষে ২০,০০০ টাকা দেয় সরকার। তবে দেখা গিয়েছে, বেশ কিছু উপভোক্তা এই প্রকল্পে টাকা পেলেও বাড়ি তৈরি করেননি। প্রায় ৩০,০০০ থেকে ৪০,০০০ বাড়ি এভাবেই অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে বলে জানা গিয়েছে বলে খবর। এরপরেই নড়েচড়ে বসে সরকার।

পড়ুন:  ‘দ্রুত তালিকা প্রকাশ করুন’, শিক্ষক নিয়োগ নিয়ে পর্ষদকে নির্দেশ হাইকোর্টের, কাদের কপাল খুলছে?

দিতে হবে মুচলেকা

উপভোক্তাদের বাড়ির কাজ অসম্পূর্ণ করে রাখার এই প্রবণতা কমানোর জন্য রাজ্য সরকারকে একটি মুচলেকা দেওয়ার কথা বলা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পের (Government Scheme) উপভোক্তাদের একটি মুচলেকা দিয়ে জানাতে হবে, সরকারের তরফ থেকে যে টাকা প্রদান করা হবে সেটা কেবলমাত্র বাড়ি তৈরির জন্যই ব্যবহার করবেন। জানা যাচ্ছে, উপভোক্তাদের এই মুচলেকা পঞ্চায়েত দফতর রেকর্ড করবে। পরবর্তীতে কখনও যদি প্রশ্ন ওঠে তাহলে এই নথি ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments