Homeপশ্চিমবঙ্গনতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু! 'আগে দ্রুত নিয়োগ...', যা জানিয়েছেন পর্ষদ সভাপতি...

নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু! ‘আগে দ্রুত নিয়োগ…’, যা জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল

প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই স্কুলগুলির কাছে শূন্যপদের তালিকা। চেয়ে পাঠিয়েছে পর্ষদ।

শিক্ষক নিয়োগ: অবশেষে প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই স্কুলগুলির কাছে শূন্যপদের তালিকা। চেয়ে পাঠিয়েছে পর্ষদ। সূত্রের খবর, চলতি বছর।ডিসেম্বরের মধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ২০২২ সালের পাশাপাশি ২০২৩ সালের টেট উত্তীর্ণরাও এই পরীক্ষায় অংশ নিতে পারবেন। এমনই জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল।

২০২৩-এর প্রাথমিক টেট পরীক্ষায় বসেছিলেন মোট সাড়ে তিন লক্ষ পরীক্ষার্থী। টেটের ফল প্রকাশের পরই শুরু হয়ে যাবে প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। নভেম্বর মাসেই টেটের ফল হবে। আর ডিসেম্বর মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হবে।

রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে বর্তমানে কত শূন্যপদ রয়েছে, স্কুল শিক্ষা দপ্তরের থেকে সেই তালিকা চাওয়া হয়েছে। স্কুল শিক্ষা দপ্তরকে জেলাভিত্তিক তালিকা পাঠাতে বলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।।পর্ষদ সূত্রে খবর, ডিসেম্বরের শুরুতেই প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞাপন দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

সম্প্রতি সভাপতি গৌতম পাল সম্প্রতি বলেছেন, ‘আগে দ্রুত নিয়োগ করতে হবে। তারপরই নেওয়া হবে নতুন টেট পরীক্ষা। অনেকেই বলছেন পর্ষদ সভাপতি আগে বলেছিলেন, প্রতিবছর নিয়োগ পরীক্ষা নেবে। কিন্তু নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে যদি ঘন ঘন মামলা হয়, তা তাহলে বোর্ড কীভাবে তার প্রতিশ্রুতি রাখবে।’

পড়ুন:  SSC ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে, জেনেনিন আপডেট

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে নিয়োগপত্র পেতে চলেছেন উচ্চ প্রাথমিকের হাজার হাজার চাকরিপ্রার্থী। এবার শুরু হচ্ছে প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। চাকরি প্রার্থীরা দাবি করছেন এবার অবিলম্বে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!