নিউজ ডেস্ক: খুব ভালো খবর আসতে চলেছে এরাজ্যের সরকারি কর্মীদের জন্য। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন ঘোষণা হতে পারে বাজেটে। আগামী ১২ ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজট পেশ হতে চলেছে। এর সেখানে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা হতে পারে। নবান্ন সূত্রে এমনই খবর সামনে আসছে।
সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। কেন্দ্র ও রাজ্য কর্মীদের নতুন বেতন কমিশনের সুপারিশ ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। সাধারণত প্রতি ১০ বছর অন্তর কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মীদের নতুন বর্ধিত বেতন হার নির্ধারিত হয়।
এর আগে এটা হয়েছিল ২০১৬ সালের জানুয়ারিতে। অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে রাজ্য সরকারি কর্মীদের জন্য ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছিল ২০১৫ সালে। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ সরকারের কাছে পেশ হয়। রাজ্য সরকার তার ভিত্তিতে সরকারি কর্মীদের নতুন বর্ধিত বেতন হার চালু করে ২০২০ সালের জানুয়ারি থেকে। যদিও এটা করার সময় নতুন বেতন হারের ‘নোশনাল এফেক্ট’ দেওয়া হয়েছিল ২০১৬ সালের জানুয়ারি থেকে। অর্থাৎ ওইসময় থেকে নতুন বর্ধিত বেতন হার চালু হয়েছে ধরে নিয়ে কর্মীদের নতুন বেতন নির্ধারণ করা হয়েছিল।
তবে শুধু বেতন কমিশন নয়, এবারের রাজ্য বাজেটে এক কিস্তি ডিএ ঘোষণারও আশা করছে রাজ্য সরকারি কর্মীরা। গত বছরের ফেব্রুয়ারি মাসে রাজ্যে বাজেটে ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা হয়। ২০২৪-২৫ আর্থিক বছরের শুরু, অর্থাৎ গত এপ্রিল থেকেই ওই বর্ধিত ডিএ কার্যকর হয়। তারপর থেকে এখনও রাজ্য সরকারি কর্মীদের ডিএ’র হার ১৪ শতাংশ হারে অপরিবর্তিত আছে। তবে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন ৫৩ শতাংশ। অর্থাৎ ৩৯ শতাংশ ডিএ কম পাচ্ছেন এরাজ্যের সরকারি কর্মীরা।