নিউজ ডেস্ক: রাজ্য সরকারি কর্মীদের সরস্বতী পুজোর ছুটি কবে হবে? রবি না সোমবার? আপনি জানেন কি? সরস্বতী পুজোর ছুটি যদি রবিবার পড়ে সেক্ষেত্রে তো ছুটি মার খাবে। তাহলে কি হবে? এই প্রতিবেদনে জেনেনিন বিস্তারিত।
এবারে সরস্বতী পুজো রবিবার পড়লেও তার পরেরদিন অর্থাৎ সোমবারও ছুটি দেওয়া হয়েছে রাজ্য সরকার তরফে। আর এবার সরস্বতী পুজো রবিবারের পাশাপাশি সোমবারও রয়েছে। এবার সোমবারও ছুটি দেওয়া হয়েছে। অর্থাৎ দু’দিন মিলিয়ে পড়েছে। এই ক্ষেত্রে সোমবারও ছুটি দেওয়া হয়েছে।
জানিয়ে রাখি ২০২৫ সালে ৮টি ছুটির দিন পড়েছে রবিবার। ২০২৫ সালে স্বামী বিবেকানন্দর জন্মদিন, প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি), সরস্বতী পুজো (২ ফেব্রুয়ারি) পড়েছে রবিবার।
গত বছর থেকে রামনবমীতেও ছুটি দিচ্ছে রাজ্য। আগামী বছর রামনবমী পড়েছে (৬ এপ্রিল) রবিবার। মহরম (৬ জুলাই), রাখিপূর্ণিমা (৯ অগস্ট), ভানুভক্তের জন্মদিন, মহালয়া এবং দুর্গাপুজোর মহা ষষ্ঠী সবই রবিবার পড়ায় বাড়তি ছুটি মিলবে না সরকারি কর্মীদের।