“বিষয়টি আমি দেখব” ২৬ হাজার চাকরি নিয়ে সুপ্রিম দ্বারস্থ রাজ্য, কবে শুনানি? কি বললেন বিচারপতি?

1110
প্রধান বিচারপতি সঞ্জীব খান্না

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা হয়েছেন ২৬ হাজার শিক্ষক, শিক্ষাকর্মী। এবার রায় সংশোধনের আবেদন জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হল রাজ্য প্রশাসন। রাজ্য সরকারের আইনজীবী  প্রধান বিচারপতির বেঞ্চে রায় কার্যকর করায় প্রশাসনিক অসুবিধার কথা জানিয়ে জরুরি ভিত্তিতে আগামীকালই শুনানির আবেদন জানান। বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। বিচারপতি বললেন, “বিষয়টি আমি দেখব।”

সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন। সেই আশ্বাসের পরই প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীদের চাকরি বাঁচাতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। রাজ্যের  শিক্ষা ব্যবস্থাকে অব্যহত রাখতে জরুরী ভিত্তিতে আগামীকাল, বুধবারই মামলার শুনানির আবেদন করেন রাজ্যের আইনজীবী।

প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলার আর্জি জানালেও এখনও পর্যন্ত দেশের প্রধান বিচারপতি শুনানির দিন জানাননি বলে শীর্ষ আদালত সূত্রে খবর। তবে বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।

সোমবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার কিছুক্ষণের মধ্যেই জানা যায়, সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আর মুখ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে একই আবেদন নিয়ে সর্বোচ্চ আদালতে গেল রাজ্য।

রাজ্যের তরফে আবেদনে জানানো হয়েছে, ‘সুপ্রিম কোর্টের রায় কার্যকর করতে প্রশাসনিক সমস্যা হচ্ছে। এর ফলে বহু স্কুলে পঠনপাঠন বন্ধ করে দিতে হতে পারে। বহু স্কুলে ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে পরীক্ষা। যার ফলে ছাত্রছাত্রীরাই বিপাকে পড়ছে।’ একই সঙ্গে দ্রুত শুনানির আবেদন জানিয়ে বুধবার এই মামলার শুনানি করার আবেদন জানানো হয়েছে।

পড়ুন:  নিয়োগ মামলায় বিরাট রায় শীর্ষ আদালতের! নিয়োগ প্রক্রিয়ার মাঝপথে নিয়ম বদলানো যাবে না, সুপ্রিম কোর্ট আরও বলেছে...

এদিকে, SSC-র অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে CBI তদন্তে স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। SSC-র অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে CBI তদন্তে স্থগিতাদেশ। মন্ত্রিসভার সিদ্ধান্তে অতিরিক্ত শূন্য়পদ তৈরি নিয়ে CBI তদন্তে স্থগিতাদেশ। CBI তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে শুরু থেকেই বিতর্ক হয়। তবে এবার সুপ্রিম কোর্টে বিরাট স্বস্থি পেল রাজ্য সরকার।