Homeপশ্চিমবঙ্গব্রেকিং: ৬-০ তৃণমূলের, মমতার বিরাট জয়! পর্যদুস্ত বাম, বিজেপি এবং কংগ্রেস, দেখেনিন...

ব্রেকিং: ৬-০ তৃণমূলের, মমতার বিরাট জয়! পর্যদুস্ত বাম, বিজেপি এবং কংগ্রেস, দেখেনিন ভোটের ফাইনাল ফল

13 নভেম্বর কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর 24 পরগনার হাড়োয়া ও নৈহাটি, বাঁকুড়ার তালডাংরা এবং পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর-সহ ছ’টি বিধানসভা উপনির্বাচন হয়েছে ৷ 6টির মধ্যে মাদারিহাট ছাড়া....

উপ নির্বাচন ভোটের ফল: আজ রাজ্যের ছ’টি বিধানসভা আসনে উপনির্বাচনের ফলপ্রকাশ হচ্ছে৷ ইতিমধ্যেই শুরু হয়েছে ভোটগণনা ৷ প্রাথমিক ট্রেন্ড অনুসারে বিরাট জয়ের পথে রাজ্যের শাসকদল তৃনমূল কংগ্রেস। 13 নভেম্বর কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর 24 পরগনার হাড়োয়া ও নৈহাটি, বাঁকুড়ার তালডাংরা এবং পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর-সহ ছ’টি বিধানসভা উপনির্বাচন হয়েছে ৷ 6টির মধ্যে মাদারিহাট ছাড়া বাকি পাঁচটি বিধানসভা ছিল তৃণমূলের দখলে ৷ একটি ছিল বিজেপি’র ৷

ভোটের ফল জয় তৃণমূলের

মাদারিহাটে প্রথমবার জয় তৃণমূলের

মাদারিহাটে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টেপ্পো ৩০হাজারের বেশি ভোটে জয়ী। এর আগে লাগাতার এই আসনে জয়ী হয়ে এসেছে বিজেপি। লোকসভা ভোটেও এই আসনে এগিয়ে ছিল মাদারিহাটে।

সিতাইয়ে ১ লক্ষ ৩০ হাজার ভোটে জয়ী তৃণমূল

কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে দ্বাদশ রাউন্ড শেষে ১ লক্ষ ৩০ হাজার ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়।

পড়ুন:  রাজ্যের বিএড-ডিএলএড প্রতিষ্ঠান বন্ধের মুখে, কেন্দ্রীয় নীতিতে রাজ্যের ১২০০ শিক্ষক-শিক্ষণ কলেজের অস্তিত্ব সংকট

নৈহাটিতে ৪৮৯১০ ভোটে জয়ী তৃণমূলের সনৎ দে

নৈহাটিতে দশম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী সনৎ দে ৪৮৯১০ ভোটে এগিয়ে থেকে জয়ী হয়েছেন।

হাড়োয়ায় বিপুল ভোটে জয়ী তৃণমূলের

বিপুল ভোটে জয়ী হাড়োয়ার তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম। হাড়োয়ায় ১ লক্ষ ৩১ হাজার ৩৮৮ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস।

পড়ুন:  বড় খবর : চলছে আমেরিকার ভোট গণনা, এই মুহূর্তে এগিয়ে গেলেন ট্রাম্প, কোথায় এগিয়ে কমলা হ্যারিস? দেখেনিন

মেদিনীপুরে জয় তৃনমূলের

মেদিনীপুরে জয়ী তৃণমূলের সুজয় হাজরা। পাঁচটি কেন্দ্রেই জয়ী জোড়াফুল শিবির। মেদিনীপুরে ১৪ রাউন্ডে ৩১ হাজার ৪০০ ভোটে এগিয়ে ছিল তৃণমূল।

তালডাংরা ভোটে বিপুল জয় তৃণমূলের

তালডাংরা জয়ের পথে তৃণমূল, সিমলাপালে প্রাক্তন সাংসদ সুভাষ সরকারের গাড়ি ঘিরে তৃণমূলকর্মীদের বিজয় উল্লাস। তালডাংরাতে ৩৩ হাজারের বেশি ভোটে জয়ী TMC প্রার্থী ফাল্গুনী সিংহবাবু।

পড়ুন:  Big News: ঝাড়খন্ডে বিরাট ধাক্কা বিজেপি জোটের, ক্ষমতায় ফিরছে ইন্ডিয়া জোট! দেখেনিন ভোটের ফল
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments