বিরাট স্বস্থি রাজ্যের! অতিরিক্ত শূন্যপদ তৈরির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট, স্বস্তিতে মমতা

2324
প্রধান বিচারপতি সঞ্জীব খান্না

নিউজ ডেস্ক: বিরাট স্বস্থি পেল রাজ্য সরকার। অতিরিক্ত শূন্যপদ তৈরির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট, স্বস্তিতে মমতা ও রাজ্য মন্ত্রিসভা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অতিরিক্ত শূন্যপদ (সুপারনিউমেরারি) তৈরিতে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ।

SSC-র অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে CBI তদন্তের নির্দেশ খারিজ। মন্ত্রিসভার সিদ্ধান্তে অতিরিক্ত শূন্য়পদ তৈরি নিয়ে CBI তদন্তের নির্দেশ খারিজ। হাইকোর্টের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট। ‘অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল। রাজ্যপালের অনুমোদন নেওয়া হয়েছিল, তাই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। ক্যাবিনেটের সিদ্ধান্তে বলা হয়েছিল, হাইকোর্টের রায়ের ওপর চাকরিপ্রাপকদের ভাগ্য নির্ভর করবে। তাই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই’, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। 

পড়ুন:  DA, চাকরি বাতিল মামলা ঝুলেই রইল সুপ্রিম কোর্টে, ক্ষোভের শিকার প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়

৫ মে রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও ওই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। অভিযোগ ওঠে যে, বেআইনি ভাবে নিযুক্তদের বাঁচানোর জন্যই সুপারনিউমেরারি বা অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল। পরে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চে যায়।

পড়ুন:  শিক্ষাকর্মীদেরও ‘রক্ষাকবচ’ চাইবে রাজ্য, ২১ তারিখের মধ্যেই তালিকা প্রকাশ: ব্রাত্য বসু

গত বছরের ২২ এপ্রিল বিশেষ বেঞ্চও জানায়, সুপারনিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত সঠিক হয়নি। সিবিআই প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও জানিয়েছিল হাই কোর্টের ওই বিশেষ ডিভিশন বেঞ্চ। হাই কোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য।

সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সুপারনিউমেরারি পদ তৈরি নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয়। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি খন্নার বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল।

পড়ুন:  শিক্ষক-শিক্ষাকর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেল্থ স্কিমের অধীনে আনতেই হবে! সরকারের উপর চাপ বাড়াতে বড় পদক্ষেপ, জেনেনিন এক্ষুনি