Teacher Recruitment: রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমিতে স্থায়ী শূন্যপদে শিক্ষক নিয়োগ চলছে

1046
শিক্ষক নিয়োগ

Teacher Recruitment: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। রাজ্যের একটি স্কুলে স্থায়ী শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। শিক্ষক নিয়োগ করবে Ramkrishna Mission Blind Boys’ Academy. এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন। 

রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমিতে (স্কুল সেকশন) বাংলা বিষয়ে শিক্ষক (এসটি) 1 (এক) নিয়োগের জন্য ভারতের যোগ্য পুরুষ নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইট www.rkmbba.org দেখুন।

নরেন্দ্রপুর Ramkrishna Mission Blind Boys’ Academy -তে স্থায়ী পদে সহ-শিক্ষক নিয়োগ। 

পড়ুন:  UP: সহকারী অধ্যাপক নিয়োগ পরীক্ষা 16 এবং 17 এপ্রিল অনুষ্ঠিত হবে, UPSSC TGT-PGT-তে পরিবর্তন করেছে

বিষয়: বাংলা 

বেতন: রাজ্য সরকারি স্কেল অনুসারে। 

আবেদনের শেষ তারিখ: 31/03/2025

শুধুমাত্র ST প্রার্থীরাই আবেদন করতে পারবে।

RAMAKRISHNA MISSION BLIND BOYS’ ACADEMY

RAMAKRISHNA MISSION ASHRAMA

P.O. NARENDRAPUR, KOLKATA-700103, INDIA

(A branch centre of Ramakrishna Mission, Belur Math, Howrah, West Bengal.)

পড়ুন:  রাজ্যে স্পেশ্যাল এডুকেটর শিক্ষক নিয়োগের বিধি প্রকাশ, টেটের উপর গুরুত্ব, হবে স্বচ্ছ ভাবে নিয়োগ

Website: www.rkmbba.org

e-mail: bbarkm@gmail.com

nrkmbp@gmail.com

Fax: 91-33-24287030

Phone: (033) 2477-2201 (3 lines)