নিউজ ডেস্ক: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ৫টি নতুন বিষয় সূচনা করলেও লাইব্রেরি সায়েন্স বিষয়টি উচ্চ মাধ্যমিক স্তরের পাঠক্রমের অন্তর্ভুক্ত করেনি। তবে এটি চালু করার জন্য আবেদন জানাল শিক্ষক সংগঠন। বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন সংসদ সভাপতি।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নতুন ৫টি বিষয় – আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিশারিজ় অ্যান্ড অ্যাকোয়াকালচার, বিজ়নেস ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স এবং বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্সেস আসন্ন সেশন ২০২৫-২০২৬ থেকে বিদ্যালয়গুলিতে শিক্ষার্থীদের জন্য চালু করতে চলেছে।
এদিকে, শিক্ষক সংগঠন, “অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” এর পক্ষ থেকে লাইব্রেরি এ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিষয়টি উচ্চ মাধ্যমিক স্তরের পাঠক্রমে শুরু করা বিশেষ দরকার বলে ইতোমধ্যেই সংসদ সভাপতিকে চিঠি দিয়ে জানিয়েছে। তাদের দাবি স্কুল শিক্ষা দপ্তর বিদ্যালয়গুলিতে লাইব্রেরী শুরু করছে ও লাইব্রেরী গ্ৰান্ড বরাদ্দ করছে। সেখানে শিক্ষার্থীদেরকে লাইব্রেরীয়ান পেশায় আগ্রহী করে তুলতে এই বিষয়টি শুরু করা দরকার বলে মত প্রকাশ করেছেন সংগঠনের বহু সংখ্যক শিক্ষক শিক্ষিকা।
এর ফলে, বিদ্যালয়গুলিতে লাইব্রেরীর গুরুত্ব বৃদ্ধি পাবে ও লাইব্রেরী নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের চাকরির পরিধি বাড়বে, সকলের বইয়ের প্রতি আগ্রহ বাড়বে ও শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে।
প্রসঙ্গত: সিবিএসই বোর্ডের পাঠক্রমে বিষয়টি ইতিমধ্যেই অন্তর্ভুক্ত আছে এবং স্নাতক ও স্নাতকোত্তরে লাইব্রেরী সায়েন্সের পাঠ দেওয়া হয়।
সংসদের কাছে তারা আরও জানিয়েছেন, সকল উচ্চ মাধ্যমিক হাইস্কুলে ভালো মানের লাইব্রেরী তৈরি ও স্থায়ী ভাবে লাইব্রেরীয়ান নিয়োগ করতে হবে। এই সকল স্থায়ী ভাবে নিযুক্ত লাইব্রেরীয়ানকে টিচিং পোস্ট হিসেবে স্বীকৃতি দিতে হবে।
সংগঠন এর সম্পাদক চন্দন গরাই মহাশয় বলেন, “লাইব্রেরী সায়েন্স বিষয়টি শিক্ষার্থীদের জন্য একটি পেশাগত বিষয় হওয়ায় উচ্চ মাধ্যমিক স্তরে এই বিষয়টি ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই শুরু করা দরকার ও বিদ্যালয়গুলিতে স্থায়ীভাবে লাইব্রেরীয়ান নিয়োগ করতে হবে। আজ সংসদ সভাপতি বিষয়টি বিবেচনা করবেন বলে আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন।”