Teacher Recruitment: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য, ৪টি রেলওয়ে স্কুলে শিক্ষক নিয়োগ চলছে, শূন্যপদ ২৬টি

1089
শিক্ষক নিয়োগ

Teacher Recruitment Notification: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। রেলের স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আদ্রা ডিভিসনে ৪টি রেলওয়ে স্কুলে শিক্ষক নিয়োগ হবে। এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন। 

সম্পূর্ণ চুক্তিভিত্তিক শিক্ষক নির্বাচনের জন্য ওয়াক-ইন-ইন্টারভিউ নেওয়া হবে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য নিম্নলিখিত সম্পূর্ণ চুক্তিভিত্তিক পদগুলির জন্য ১৬.০৪.২০২৫ (ক্র.নং ১, ২, ৪, ৫, ৭, ১১, ১২ ও ১৪), ১৭.০৪.২০২৫ (ক্র.নং. ৬, ৮, ৯ ও ১৩) ও ২২.০৪.২০২৫ (ক্র.নং ৩ ও ১০) তারিখে সকাল ৯টায়

হেডমাস্টার, সাউথ ইস্টার্ন রেলওয়ে মিক্সড হায়ার সেকেন্ডারি স্কুল, ক্যাম্পাস-II, আদ্রা-র অফিসে একটি ওয়াক-ইন-ইন্টারভিউ আয়োজিত হবে। ক্র.নং; বিষয় ও শিক্ষাগত যোগ্যতা নিম্নরূপঃ 

১; কম্পিউটার (পিজিটি – ২৭,৫০০ টাকা)-১ ও কম্পিউটার সায়েন্স-এ ৫০% নম্বরসহ এম.এসসি./ এমসিএ/এম.টেক./বি.ই./ বি.টেক। 

২; হিন্দি (পিজিটি — ২৭,৫০০ টাকা)-২ ও হিন্দিতে মাস্টার্স ডিগ্রি (সর্বমোট অন্ততঃ ৫০% নম্বরসহ বি.এড. বা সমতুল্য)। 

পড়ুন:  TET: শূন্যপদ ১৫৬৬টি, ২ বছর পর শিক্ষক নিয়োগে টেট-এর বিজ্ঞপ্তি জারি করল টিআরবিটি

৩; অর্থনীতি (পিজিটি ২৭,৫০০ টাকা) – ১ ও ইকনমিক্স-এ মাস্টার্স ডিগ্রি (সর্বমোট অন্ততঃ ৫০% নম্বরসহ বি.এড. বা সমতুল্য)। 

৪; ইতিহাস (পিজিটি — ২৭,৫০০ টাকা)-১ ও ইতিহাস-এ মাস্টার্স ডিগ্রি (সর্বমোট অন্ততঃ ৫০% নম্বরসহ বি.এড. বা সমতুল্য)। 

৫; হিন্দি (টিজিটি- ২৬,২৫০ টাকা)-১ ও হিন্দিতে ব্যাচেলর ডিগ্রি (সর্বমোট অন্ততঃ ৫০% নম্বরসহ বি.এড. বা সমতুল্য)। 

৬; ইংরেজি (টিজিটি — ২৬,২৫০ টাকা)—৩ ও ইংরেজি-তে ব্যাচেলার ডিগ্রি (সর্বমোট অন্ততঃ ৫০% নম্বরসহ বি.এড)। 

পড়ুন:  Assistant Professor: রাজ্যের বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগ, কোন বিভাগে নিয়োগ?

৭; বাংলা (টিজিটি- ২৬,২৫০ টাকা)-১ ও বাংলা-তে ব্যাচেলার ডিগ্রি (সর্বমোট অন্ততঃ ৫০% নম্বরসহ বি.এড) । 

৮; বিজ্ঞান [পিসিবি ] (টিজিটি- ২৬,২৫০ টাকা)-২ ও ফিজিক্স বা কেমিস্ট্রি সহ বায়োলজি-তে বি.এসসি. (সর্বমোট ৫০% নম্বর)। 

৯; বিজ্ঞান [পিসিএম] (টিজিটি- ২৬,২৫০ টাকা)-২ ও ফিজিক্স বা কেমিস্ট্রি সহ ম্যাথাম্যাটিক্স-এ বি.এসসি. (সর্বমোট ৫০% নম্বর)। 

১০; শরীরশিক্ষা (টিজিটি — ২৬,২৫০ টাকা)-১ ও ফিজিক্যাল এডুকেশন-এ ব্যাচেলর ডিগ্রি (বি.পি.এড.) বা সমতুল্য, ৫০% নম্বরসহ। 

১১; কম্পিউটার (টিজিটি — ২৬,২৫০ টাকা)-৫ ও ৫০% নম্বরসহ কম্পিউটার সায়েন্স-এ বি.এসসি/বি.ই/বিএসসি./ বিসিএ। 

১২; আর্ট অ্যান্ড ক্রাফ্ট (টিজিটি — ২৬,২৫০ টাকা)-২ ও ফাইন আর্টস-এ বা সংশ্লিষ্ট শাখায় ব্যাচেলার ডিগ্রি, সাথে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ড্রইং অ্যান্ড পেইন্টিং, স্কাল্পচার বা গ্রাফিক আর্ট-এ ৫ বছরের ডিপ্লোমা। 

পড়ুন:  চাকরির খবর: মাধ্যমিক পাসে সরকারি চাকরির সুযোগ! মাসিক বেতন ৩৫ হাজার টাকা

১৩; ইংলিশ মিডিয়াম (পিআরটি- ২১,২৫০ টাকা)-১ ও ইন্টারমিডিয়েট (ইংলিশ মিডিয়াম), সাথে ডিএলইডি (এসটিইটি/সিটিইটি) অথবা গ্র্যাজুয়েশন, সাথে ৫০% নম্বরসহ বি.এড.।

১৪; কম্পিউটার (পিআরটি- ২১,২৫০ টাকা)-৩ ও ৫০% নম্বরসহ কম্পিউটার সায়েন্স/পিজিডিসিএ। সর্বমোট: ২৬ (পিজিটি-৫, টিজিটি-১৭ ও পিআরটি-৪)।

দ্রষ্টব্য: (১) অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন, (২) ইমেল আইডিঃ schoolsadra.vk@gmail.com এ 13.04.2015 তারিখে বা তার আগে শংসাপত্র সহ পদের নাম উল্লেখ করে জীবনপঞ্জী পাঠান। (৩) শিক্ষাগত যোগ্যতার

সকল মূল প্রমাণপত্র ইন্টারভিউ-এর সময় সাথে আনতে হবে। যোগাযোগের নম্বর: 9002083630, 9771483530, 90020836231