HomeJobSSC: আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে যা জানালেন এসএসসির আধিকারিক, কবে শুরু...

SSC: আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে যা জানালেন এসএসসির আধিকারিক, কবে শুরু হবে নিয়োগ?

দীর্ঘ শুনানির পর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে ছাড়পত্র দিয়েছে কলকাতা। এই অবস্থায় দ্রত শিক্ষক নিয়োগের দাবি জানাচ্ছেন হবু শিক্ষকরা। নিয়োগের দাবিতে আন্দোলনও করছেন চাকরিপ্রার্থীরা। চাকরি প্রার্থীদের দাবি অবিলম্বে মেধাতালিকা প্রকাশ করে

SSC আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ: দীর্ঘ শুনানির পর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে ছাড়পত্র দিয়েছে কলকাতা। এই অবস্থায় দ্রত শিক্ষক নিয়োগের দাবি জানাচ্ছেন হবু শিক্ষকরা। নিয়োগের দাবিতে আন্দোলনও করছেন চাকরিপ্রার্থীরা। চাকরি প্রার্থীদের দাবি অবিলম্বে মেধাতালিকা প্রকাশ করে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করে সুপারিশ পত্র দিতে হবে। 

অবিলম্বে নিয়োগের দাবিতে সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করলেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। দীর্ঘ নয় বছরের অপেক্ষা, তবে এখনও নিয়োগ দেওয়া সম্ভব হয়নি।

কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ ২৮ অগস্ট স্কুল সার্ভিস কমিশনকে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করতে নির্দেশ দিয়েছিল। আদালত জানিয়েছিল নতুন করে মেধাতালিকা প্রস্তুত করে প্রকাশ করতে হবে। ১৪০৫২ জনের মেধা তালিকা তৈরি করতে বলা হয়েছিল। আদালতের নির্দেশের পরেই এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছিলেন, যথাসম্ভব দ্রুত মেধাতালিকা প্রকাশ করে নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে।



যদিও অভিযোগ উঠছে, সেই কাজ বিশেষ এগোয়নি। এই বিষয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন, “আমাদের দাবি, ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। পুজোর আগেই চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করে অন্তত প্রথম কাউন্সেলিং শেষ করে সুপারিশপত্র দিতে হবে।”

পড়ুন:  Teacher Recruitment: রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ চলছে, আগ্রহী চাকরি প্রার্থীরা এই ভাবে আবেদন করুন

SSC: মাধ্যমিক পাশ যোগ্যতায় ৩৯৪৮১ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হল, জেনেনিন বিস্তারিত

স্কুল সার্ভিস কমিশনের এক কর্তা বলেন, “আদালতের নির্দেশের পরে সবে দু’সপ্তাহ পেরিয়েছে। তালিকার কাজ সতর্ক ভাবে করা হচ্ছে। আদালত এক মাস সময় দিয়েছে। তার অনেক আগেই তালিকা তৈরি হয়ে যাবে।”



RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments