নিউজ ডেস্ক: ফের অবস্থান বিক্ষোভে বসছেন এসএসসি-২০১৬ এর ওয়েটিং তালিকায় থাকা চাকরি প্রার্থীরা। স্কুল সার্ভিস কমিশনের (SSC) ২০১৬-র প্যানেলের নবম থেকে দ্বাদশের অপেক্ষমান চাকরিপ্রার্থীরা ধর্নায় বসছেন। রবিবার সকালে ফের ধর্মতলার গান্ধীমূর্তির পাদদেশে অবস্থানে বসলেন তাঁরা।
নিয়াজ্য চাকরির দাবিতে ১৩১০ দিন ধরে গান্ধীমূর্তির পাদদেশেই তাঁরা বসেছিলেন। সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে কয়েক দিন তাঁরা অবস্থান বন্ধ রেখেছিলেন। আবারও সেই ধর্ণা-বিক্ষোভ প্রক্রিয়া শুরু হল।
তাঁদের মধ্যে অভিষেক সেন বলেন, “২০১৬ সালের প্যানেল বাতিল হওয়ায় আমরাই সব থেকে বঞ্চিত। যোগ্য হয়েও ১৭ রকমের দুর্নীতির ফলে নিয়োগ থেকে বঞ্চিত হয়েছি।”
নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের পুরো মেধাতালিকা বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এর ফলে চাকরি বাতিল হয়েছে ২৬ হাজার। যদিও যোগ্য প্রার্থীরা ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করে চাকরির দাবি জানিয়েছে। ব্রাত্য ২২ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর প্রকাশ নিয়ে বার্তা দিয়েছেন। ওয়েটিংয়ে থাকা চাকরি প্রার্থীদের দাবি, ২২ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর তথ্য প্রকাশ করে মেধাক্রম অনুসারে নিয়োগের ব্যবস্থা হোক।
এদিকে, সদ্য সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো এসএসসির প্রায় ২৬ হাজার জন শিক্ষক ও শিক্ষাকর্মীরা ‘যোগ্য’ দের নামের তালিকা প্রকাশ করার দাবি জানিয়ে আসছেন। স্কুল শিক্ষা দফতরের তরফে যোগ্য চাকরিহারাদের নতুন নামের তালিকা শিক্ষা দফতরের কাছে পাঠানো হয়েছে। সেখানে চাকরিপ্রার্থীর নাম, স্কুলের নাম-সহ বিস্তারিত তথ্য জানানো হয়েছে।