SSC: ‘দিল্লিতে পুলিশের লাঠির সাইজ আট ফুট!’ যোগ্য ‘চাকরিহারাদের’ নিয়ে একি বলেন শুভেন্দু

181
শুভেন্দু অধিকারী

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে সদ্যই চাকরি বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার জনের। চাকরিহারিয়ে ইতিমধ্যেই আন্দোলনে নেমেছেন যোগ্য চাকরিহারারা। চাপ আরও বাড়াতে এবার দিল্লিতে ধরনায় বসতে চলেছেন চাকরিহারারা। বুধবার থেকে দিল্লিতে ধরনা চাকরিহারাদের! নিজেদের সমস্যার কথা গোটা দেশকে জানাতে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন চাকরিহারাদের একাংশ। যদিও সবটাই শুভেন্দু অধিকারীর কাছে নাটক বলে মনে হচ্ছে।

সোমবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “তৃণমূলের দালালরা দিল্লি যাচ্ছে। মেহবুব বলে ছেলেটা নিয়ে যাচ্ছে, যে কিনা মমতা বন্দ্যপাধ্যায়ের বন্দনা করছিল। ওসব ড্রামাবাজি জানা আছে। দিল্লি পুলিশ আছে। লাঠির সাইজ আট ফুট।” 

তিনি আরও বলেন, “চাকরিহারাদের জন্য সমাধান মুখ্যমন্ত্রীর হাতেই আছে। সুপ্রিম কোর্টকে বলুন, হুজুর এই নিন যোগ্যদের তালিকা। তারপর শীর্ষ আদালত যা মনে করবে তাই করবে। আর অযোগ্যদের জন্য উনি জেলে যাক।”

পড়ুন:  SSC ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে, জেনেনিন আপডেট

এদিন ৬০ জন ‘চাকরিহারা’ বাসে চাপেন। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারাদের আন্দোলন এবার দিল্লির মাটি ছোঁবে। বুধবারেই রয়েছে চাকরিহারাদের যন্তর মন্তরে ধরনার কর্মসূচি। আগামী বুধবার দিল্লিতে যন্তরমন্তরে ধরনায় বসতে চলেছেন এরাজ্যের যোগ্য চাকরিহারাদের একাংশ। দিল্লি যেতে গিয়ে তাঁরা রাস্তায় যে সমস্ত রাজ্য দিয়ে যাবেন, সেখানে তাঁরা নিজেদের কথা জানাতে লিফলেট বিলি করতে থাকবেন বলেও জানা গিয়েছে।

পড়ুন:  ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর চাকরি বাতিল, ওবিসি এবং আর জি কর মামলার শুনানি নিয়ে বড় খবর সামনে এল! আদৌ নিষ্পত্তি কি হবে?

চাকরিহারা সংগঠন ‘যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী ২০১৬ ঐক্যমঞ্চ’ রবিবার সকালে একথা জানিয়েছে। সংগঠনের তরফে ২২ এপ্রিল রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আগামী ১ মে থেকে ৭ মে পর্যন্ত রিলে অনশনের পরিকল্পনা রয়েছে চাকরিহারাদের একাংশের। জানানো হয়েছে, ৭ মে-র পর আমরণ অনশনের ডাক দিয়ছেন সংগঠনের সদস্যরা। এখন দেখার বিষয়টি শেষপর্যন্ত কতদূর গড়ায়। তবে শুভেন্দু বক্তব্য নিয়ে যোগ্য চাকরিহারাদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।