HomeJobAssistant Professor: স্থায়ী শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ করছে সেন্ট জেভিয়ার্স কলেজ, আজই...

Assistant Professor: স্থায়ী শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ করছে সেন্ট জেভিয়ার্স কলেজ, আজই আবেদন করুন

সেন্ট জেভিয়ার্স কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor) নিয়োগ করবে। পূর্ণ সময়ের শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

Assistant Professor Recruitment: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। সেন্ট জেভিয়ার্স কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor) নিয়োগ করবে। পূর্ণ সময়ের শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

শূন্যপদ

সেন্ট জেভিয়ার্স কলেজে নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (সাবস্ট্যান্টিভ) পদে। শূন্যপদ রয়েছে একটি। কলেজে এডুকেশন পড়ানোর জন্য সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

বয়স

পূর্ণ সময়ের এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারী চাকরি প্রার্থীদের রাষ্ট্রবিজ্ঞান/ অর্থনীতি/ রাশিবিজ্ঞান (স্ট্যাটিস্টিক্স)/ গণিত/ রসায়ন/ মনোবিদ্যায় এমএ বা এমএসসি ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তরে ন্যূনতম নম্বর থাকতে হবে ৫৫ শতাংশ। একই সঙ্গে তাঁদের এমএড-এ ৫৫ শতাংশ এবং নেট/ সেট/ পিএইচডি-র মতো যোগ্যতা থাকাও জরুরি। পড়াশোনার পাশাপাশি ‘কো-কারিকুলার অ্যাক্টিভিটিজ়’-এ দক্ষতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

পড়ুন:  SSC: তবে কি চলতি সপ্তাহে মেধা তালিকা প্রকাশের কোনও সম্ভাবনা নেই? এসএসসি শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর এল

আবেদন প্রক্রিয়া

আগ্রহী চাকরি প্রার্থীরা জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে হবে। সঙ্গে আবেদনমূল্য বাবদ ২,০০০ টাকার ডিমান্ড ড্রাফটও পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ২৪ অক্টোবর। এই বিষয়ে বিস্তারিত জানতে প্রার্থীদের কলেজের ওয়েবসাইটটি বা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে হবে।

পড়ুন:  Assistant Professor: সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য আবেদন চলছে, বিস্তারিত জেনেনিন

St. Xavier’s College Recruiting Assistant Professor For Permanent Post, How To Apply?

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments