Homeপশ্চিমবঙ্গSSC: সংরক্ষণ জটিলতায় সুপারিশপত্র প্রদান স্থগিত প্রার্থীর, শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর...

SSC: সংরক্ষণ জটিলতায় সুপারিশপত্র প্রদান স্থগিত প্রার্থীর, শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর সামনে এল

আদালতের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের কাউন্সিলিং প্রক্রিয়া পরিচালনা করছে স্কুল সার্ভিস কমিশন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের প্রথম দিনে উচ্চ প্রাথমিকের শিক্ষকের চাকরি নিতেই অনীহা প্রায় ৩০ শতাংশ চাকরি প্রার্থীর।

SSC শিক্ষক নিয়োগ: আদালতের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের কাউন্সিলিং প্রক্রিয়া পরিচালনা করছে স্কুল সার্ভিস কমিশন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের প্রথম দিনে উচ্চ প্রাথমিকের শিক্ষকের চাকরি নিতেই অনীহা প্রায় ৩০ শতাংশ চাকরি প্রার্থীর। ৩০ শতাংশেরও বেশি সফল চাকরিপ্রার্থী অনুপস্থিত বলে খবর এসএসসি সূত্রে।

স্কুল বাছাইয়ের জন্য কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নিলেন না ৪১ জন সফল চাকরিপ্রার্থী। বৃহস্পতিবার প্রথম দিনে ১৪৪ জন সফল চাকরিপ্রার্থীকে কাউন্সেলিংয়ের জন্য ডেকেছিল এসএসসি। দীর্ঘ ৯ বছর পরে উচ্চ প্রাথমিকের শি এক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হল।

এসএসসি সূত্রে জানা গেছে, সংরক্ষণ সংক্রান্ত জটিলতায় একজন প্রার্থীকে সুপারিশপত্র প্রদান স্থগিত রয়েছে। ৩অক্টোবর ছিল বিজ্ঞানের বিষয়গুলির কাউন্সেলিং। ডাক পাওয়া প্রার্থীদের মধ্যে ১২৫ জন ছিলেন হিন্দি মাধ্যমের, তিনজন ইংরেজি মাধ্যমের, একজন তেলুগু মাধ্যমের এবং ১৫ জন উর্দু মাধ্যমের। সুপারিশপত্রের ভিত্তিতে তাঁরা মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগপত্র পাওয়ার পর কাজে যোগ দেবেন।

আজ, শুক্রবারও রয়েছে কাউন্সেলিং। তাতে অংশ নেবেন ইতিহাস বিষয়ের হিন্দি, ইংরেজি, নেপালি এবং উর্দু মাধ্যমের প্রার্থীরা। কিন্তু কেন এতজন অনুপস্থিত কাউন্সেলিংয়ে? মনে করা হচ্ছে দীর্ঘ ১০ বছর ধরে প্রক্রিয়াটি চলার ফলে অনেকেই অন্য চাকরি পেয়ে গেছেন  তাছাড়া, আইনি জটিলতায় নিয়োগ প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়াই অনেকের অনুপস্থিতির কারণ বলে মনে করা হচ্ছে।

পড়ুন:  বড় খবর: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ শূন্য পদের নতুন তালিকা জারি করবে স্কুল সার্ভিস কমিশন (SSC)
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments